আইনের অনুশাসন বলতে কি বুঝায় | আইনের অনুশাসন কী
আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে বিষয় হলো আইনের অনুশাসন বলতে কি বুঝায় | আইনের অনুশাসন কী জেনে নিবো। তোমরা যদি পড়াটি ভালো ভাবে নিজের মনের মধ্যে গুছিয়ে নিতে চাও তাহলে অবশ্যই তোমাকে মনযোগ সহকারে পড়তে হবে। চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা জেনে নেই আজকের আইনের অনুশাসন বলতে কি বুঝায় | আইনের অনুশাসন কী। আমাদের গুগল নিউজ ফলো করুন।.
আইনের অনুশাসন বলতে কি বুঝায় | আইনের অনুশাসন কী |
আইনের অনুশাসন বলতে কি বুঝায় | আইনের অনুশাসন কী
- অথবা, আইনের অনুশাসনের সংজ্ঞা দাও ।
- অথবা, ব্রিটেনের আইনের শাসন বলতে কি বুঝ?
- অথবা, ব্রিটেনের আইন শাসন কাকে বলে?
- অথবা, আইনের অনুশাসন কাকে বলে?
উত্তর : ভূমিকা : বিশ্বের প্রত্যেকটি দেশের মধ্যে আইনের অনুশাসন রয়েছে। আইনের অনুশাসন না থাকলে প্রতিটি দেশের মধ্যে বিশৃঙ্খলা বিরাজ করত।
প্রতিটি দেশের ন্যায় ব্রিটেনেরও আইনের অনুশাসন রয়েছে যা একটি প্রাচীন নীতি। আইনের অনুশাসন এক কথায় ব্রিটিশ নাগরিকদের অধিকার ও স্বাধীনতার মূল ভিত্তি।
→ আইনের অনুশাসন : আইনের অনুশাসন অর্থ আইনের সুপ্রতিষ্ঠিত প্রাধান্য। আইনের অনুশাসন বলতে বুঝায় শাসক এবং শাসিত একই আইনের অধীনে। উভয়ে একই আইনের দ্বারা আবদ্ধ ও পরিচালিত। কারও জন্য কোনো Separate law of court থাকবে না।
আইনের অনুশাসন বলতে আইনের সুপ্রতিষ্ঠিত প্রাধান্যকে বুঝায়। সেখানে সরকারের বিরুদ্ধে সমালোচনা শুধু অনুমোদিত নয়, বরং একটি উত্তম গুণ এবং রাজনীতি শুধু গ্রহণযোগ্য নয়, বরং উৎসাহিত করা যায় ।
প্রামাণ্য সংজ্ঞা : বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানীগণ বিভিন্নভাবে আইনের অনুশাসনের সংজ্ঞা প্রদান করেছেন।
নিম্নে সংজ্ঞাগুলো দেওয়া হলো : ডাইসি-এর মতে, “আইনের অনুশাসন হলো ব্রিটেনের সব রাজনৈতিক কার্যকলাপের মূলসূত্র।
তার মতানুসারে আইনের অনুশাসন হলো ব্যক্তিস্বাধীনতার প্রধান রক্ষক এবং জাতির গৌরবময় ঐতিহ্যের মূল প্রতীক হিসেবে বিবেচিত।”
লর্ড হিউয়ার্টের মতে, “আইনের অনুশাসন বলতে ব্যক্তি | স্বাধীনতা নির্ধারণ বা সংরক্ষণের জন্য সাধারণ আইনের সার্বভৌমত্ব বা প্রাধান্যকে বুঝায়।” ডাইসি আইনের অনুশাসনের তিনটি ব্যাখ্যা প্রদান করেছেন।
১. স্বৈরক্ষমতার অনুপস্থিতি : সরকারের স্বৈরক্ষমতার পরিবর্তে আইন হবে চূড়ান্তভাবে সার্বভৌম সরকারের এমন কোনো বিশেষ স্বৈরাচারী বা স্বেচ্ছাধীন ক্ষমতা নেই ব্যক্তি স্বাধীনতা খর্ব করে।
২. আইনের চোখে সমতা : কোনো ব্যক্তিই আইনের ঊর্ধ্বে নয়। আইনের দৃষ্টিতে সকলেই সমান। ক্ষমতা, পদমর্যাদা অবস্থা বিশেষে প্রত্যেক ব্যক্তি দেশের সাধারণ আইনের অধীন এবং সাধারণ আদালতের নিকট সকলে দায়িত্বশীল থাকবে।
৩. নাগরিক অধিকার : অন্যান্য দেশে যেমন সংবিধান দ্বারা নাগরিকদের অধিকারসমূহ স্বীকৃত, তেমনি ইংল্যান্ডের জনগণের অধিকারগুলো প্রতিষ্ঠিত হয়েছে এবং সাধারণ আইন দ্বারাই সেগুলো সংরক্ষিত হয়।
সুতরাং সংবিধান হচ্ছে দেশের সাধারণ আইনে ফলশ্রুতি। এছাড়াও কার্টার, রেনি ও হার্জ বলেন, “সরকারের প্রতিনিধি এবং নাগরিকরা আইনের প্রজা যা নির্দিষ্ট ও পরিচিত। উন্নত হিসেবে এবং সেটা পরিমার্জিত করা যায় শুধু সংসদের কার্যক্রমের দ্বারা ।
উপসংহার : পরিশেষে বলা যায় যে, আইনের অনুশাসন স্বৈরশাসনের বিরুদ্ধে জনগণের অধিকার আদায়ে এক বলিষ্ঠ অবদান পালন করে।
এ নীতি জনগণের অধিকার ও স্বাধীনতা রক্ষায় ব্যাপকভাবে উদ্বুদ্ধ ও অনুপ্রাণিত করেছে। তাই বলা যায়, আইনের সর্বাত্মক প্রাধান্যকে আইনের অনুশাসন বলা হয়।
আর্টিকেলের শেষকথাঃ আইনের অনুশাসন বলতে কি বুঝায় | আইনের অনুশাসন কী
আমরা এতক্ষন জেনে নিলাম আইনের অনুশাসন বলতে কি বুঝায় | আইনের অনুশাসন কী। যদি তোমাদের আজকের আইনের অনুশাসন বলতে কি বুঝায় | আইনের অনুশাসন কী পড়াটিটি ভালো লাগে তাহলে ফেসবুক বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে পারো।