অধিকার বিল কাকে বলে | অধিকার বিল কি
আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে বিষয় হলো অধিকার বিল কাকে বলে | অধিকার বিল কি জেনে নিবো। তোমরা যদি পড়াটি ভালো ভাবে নিজের মনের মধ্যে গুছিয়ে নিতে চাও তাহলে অবশ্যই তোমাকে মনযোগ সহকারে পড়তে হবে। চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা জেনে নেই আজকের অধিকার বিল কাকে বলে | অধিকার বিল কি। আমাদের গুগল নিউজ ফলো করুন।.
অধিকার বিল কাকে বলে | অধিকার বিল কি |
অধিকার বিল কাকে বলে | অধিকার বিল কি
- অথবা, অধিকারের বিল বা Bill of Rights কী?
- অথবা, অধিকার বিল বলতে কি বুঝ?
উত্তর : ভূমিকা : বিভিন্ন সময়ে ইংল্যান্ডের রাজা কর্তৃক স্বীকৃত ও গৃহীত কতকগুলো ঐতিহাসিক সনদ সন্ধি, চুক্তিপত্র ব্রিটিশ শাসনতন্ত্রের উৎসসমূহের মধ্যে বিশেষ গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়।
ব্রিটেনের রাজনৈতিক জীবনের ক্রমবিকাশের ধারার বিভিন্ন পর্যায়ে রাজনৈতিক সংকট সমাধানের জন্য যে সমস্ত চুক্তিপত্র গৃহীত হয়েছে তাদের মধ্যে "The Bill of Rights" বা অধিকার বিল অন্যতম” ।
→ অধিকার বিল : নিম্নে অধিকার বিল সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো :
গৌরবময় বিপ্লব বলা হয় : ১৬৮৯ সালে স্বীয় অধিকার সুপ্রতিষ্ঠিত করার জন্য ব্রিটিশ পার্লামেন্ট যে বিলের মাধ্যমে পরিপূর্ণ রাজতন্ত্রকে “নিয়মতান্ত্রিক” রাজতন্ত্রে রূপান্তরিত করে রাজার স্বেচ্ছাধীন ক্ষমতা ব্যাপকভাবে সংকোচন করার বলিষ্ঠ পদক্ষেপ গ্রহণ করে তা ব্রিটিশ রাজনৈতিক জীবনে “অধিকার বিল” বা "The Bill of Rights" হিসেবে সুপরিচিত, অধিকার বিলকে গৌরবময় বিপ্লবের পরিণতি হিসেবে গণ্য করা হয়ে থাকে ।
অধিকার বিলের কার্যক্রম : অধিকার বিলের মাধ্যমে আইন বাতিল করা আইন স্মৃতিতে রাখা, পার্লামেন্টের অনুমোদন ছাড়া কর ধার্য করা, শাস্তির সময়ে সেনাবাহিনী বজায় রাখার ক্ষেত্রে রাজার স্বেচ্ছাধীন ক্ষমতা বাতিল করা হয়।
তাছাড়া মত প্রকাশের স্বাধীনতা, পার্লামেন্টের বক্তব্য প্রেসের এবং রাজার নিকট আবেদনের অধিকার পুনঃপ্রতিষ্ঠিত হয়। অভিজাততান্ত্রিক বংশানুক্রমিক শাসকের বিরুদ্ধে এই অধিকার নিঃসন্দেহে একটি অগ্রবর্তী পদক্ষেপ ছিল।
উপসংহার : পরিশেষে বলা যায় যে, রাজার সাথে পার্লামেন্টের বিরোধের অবসান এবং পার্লামেন্টের প্রাধান্য প্রতিষ্ঠার জন্য অধিকারের বিল হলো গুরুত্বপূর্ণ সনদ। এর মাধ্যমে ১৬৮৯ সালে ইংল্যান্ডে গণসার্বভৌমত্ব ও আইনের অনুশাসনের নীতি লিখিতভাবে প্রতিষ্ঠিত হয়।
আর্টিকেলের শেষকথাঃ অধিকার বিল কাকে বলে | অধিকার বিল কি
আমরা এতক্ষন জেনে নিলাম অধিকার বিল কাকে বলে | অধিকার বিল কি। যদি তোমাদের আজকের অধিকার বিল কাকে বলে | অধিকার বিল কি পড়াটিটি ভালো লাগে তাহলে ফেসবুক বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে পারো।