২৯টি স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস ২০১৭ সালের প্রশ্ন ও উত্তর

 আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে বিষয় হলো স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস ২০১৭ সালের প্রশ্ন ও উত্তর জেনে নিবো। তোমরা যদি পড়াটি ভালো ভাবে নিজের মনের মধ্যে গুছিয়ে নিতে চাও তাহলে অবশ্যই তোমাকে মনযোগ সহকারে পড়তে হবে। চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা জেনে নেই আজকের স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস ২০১৭ সালের প্রশ্ন । আমাদের গুগল নিউজ ফলো করুন। 

১২টি স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস ২০১৭ সালের প্রশ্ন ও উত্তর
১২টি স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস ২০১৭ সালের প্রশ্ন ও উত্তর

২৯টি স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস ২০১৭ সালের প্রশ্ন ও উত্তর

নিম্নের যে-কোনো দশটি প্রশ্নের উত্তর দাও।

(ক) কোন গ্রন্থে সর্বপ্রথম 'বঙ্গ' নামের উল্লেখ পাওয়া যায়? (In which book first we find the term 'Bangal'?) 

উত্তর : ঐতরেয় আরণ্যক' গ্রন্থে 'বঙ্গ' নামের উল্লেখ পাওয়া যায় ।

(খ) পদ্মা নদী কোথায় মেঘনা নদীর সাথে মিলিত হয়েছে? (Where the river Padma merged with the river Meghna ? ) 

উত্তর : চাঁদপুরে ।

(গ) “লাহোর প্রস্তাব” কে উত্থাপন করেন? (Who proposed the "Lahore Resolution''?)

উত্তর : শেরে বাংলা এ. কে. ফজলুল হক।

(ঘ) রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ কবে গঠিত হয়? (When was the State Language Movement Council formed?) 

উত্তর : ১ অক্টোবর ১৯৪৭ সালে।

(ঙ) পাকিস্তানের সংবিধানে কখন বাংলাভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেয়া হয়? (When was Bengali recognised as one of the state languages in Constitution of Pakistan?)

উত্তর : ১৯৫৬ সালের সংবিধানে বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষার স্বীকৃতি দেয়া হয় ।

(চ) মৌলিক গণতন্ত্রে কত জনের ভোটাধিকার ছিল? (How many people have the right to vote in the basic democracy?) 

উত্তর : ৮০ হাজার।

(ছ) 'EBDO' এর পূর্ণরূপ কি? (What is the full form of 'EBDO'?)

উত্তর : EBDO -এর পূর্ণরূপ হলো- Elective Bodies Disqualification Order.

আগরতলা ষড়যন্ত্র মামলায় কত জনকে আসামি করা হয়েছিল? (How many people were accused in the Agortala conspiracy case?) 

উত্তর : আগরতলা মামলায় আসামি ছিল ৩৫ জন (বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ)।

(ঝ) মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন? ( Who was the Prime Minister of Mujibnagar Government?) 

উত্তর : তাজউদ্দিন আহমেদ ।

(ঞ) বঙ্গবন্ধু কত তারিখে স্বদেশ প্রত্যাবর্তন করেন? (In which date did Bangabandhu return homeland?) 

উত্তর : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বদেশ প্রত্যাবর্তন করেন ১৯৭২ সালের জানুয়ারি মাসের ১০ তারিখে।

(ট) মুক্তিযুদ্ধের সর্বোচ্চ খেতাব কি? (What is the most gallantry award of the War of Liberation?) 

উত্তর : মুক্তিযুদ্ধের সর্বোচ্চ খেতাব-বীরশ্রেষ্ঠ ।

বাংলাদেশ কবে জাতিসংঘের সদস্যপদ লাভ করে? (When did Bangladesh get the membership of the U.N.O?) 

উত্তর : ১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর।

খ বিভাগ

২। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান বর্ণনা কর।  (Describe the geographical location of Bangladesh.)

উত্তর : উত্তরটি পড়তে ক্লিক করুন।

‘দ্বি-জাতি’ তত্ত্ব সম্পর্কে আলোচনা কর । (Discuss the 'two nations' theory.)

উত্তর : উত্তরটি পড়তে ক্লিক করুন।

৪ । লাহোর প্রস্তাবের মূল প্রতিপাদ্য বিষয় কি ছিল? (What was the main theme of Lahore Resolution?)

উত্তর : উত্তরটি পড়তে ক্লিক করুন।

৫। ৬-দফা কর্মসূচীকে কেন বাঙালির ম্যাগনা কার্টা বলা হয়? (Why is the Six-Point called the Magnacarta of the Bengalies?)

উত্তর : উত্তরটি পড়তে ক্লিক করুন।

মহান মুক্তিযুদ্ধের যেকোন দু'টি সেক্টর সম্পর্কে আলোচনা কর। (Describe about any two sectors of the great Liberation War.)

উত্তর : উত্তরটি পড়তে ক্লিক করুন।

অপারেশন সার্চলাইট” কি? (What is the Operation Search Light?)

উত্তর : উত্তরটি পড়তে ক্লিক করুন।

৭ মার্চে বঙ্গবন্ধুর ভাষণের গুরুত্ব লিখ। (Write down the importance of the 7th March address of Bangabandhu.) 

উত্তর : উত্তরটি পড়তে ক্লিক করুন।

মুজিবনগর সরকার সম্পর্কে টীকা লিখ। (Write a short note on the Mujibnagar Government.)

উত্তর : উত্তরটি পড়তে ক্লিক করুন।

গ-বিভাগ

[যে-কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও।]

১০। বাংলাদেশের জনগণের নৃ-তাত্ত্বিক পরিচয় দাও। (Give the ethnic identity of the people of Bangladesh.)

উত্তর : উত্তরটি পড়তে ক্লিক করুন।

১৯৫২ সালের ভাষা আন্দোলনের গুরুত্ব বর্ণনা কর। (Describe the importance of Language Movement in 1952.)

উত্তর : উত্তরটি পড়তে ক্লিক করুন।

১৯৫৪ সালের প্রাদেশিক নির্বাচনের যুক্তফ্রন্টের বিজয়ের কারণ উল্লেখ কর। (Mention the reasons of wining the Provincial election of 1954 by the United Front.)

উত্তর : উত্তরটি পড়তে ক্লিক করুন।

১৩। আগরতলা মামলার কারণ ও ফলাফল বর্ণনা কর । (Describe the reasons and effects of Agaitola case.)

উত্তর : উত্তরটি পড়তে ক্লিক করুন।

১৪। পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যে অর্থনৈতিক বৈষম্যের বিবরণ দাও। (Give an account of the economic disparity between East and West Pakistan.) 

উত্তর : উত্তরটি পড়তে ক্লিক করুন।

১৫। ১৯৭২ সালের সংবিধানের বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর । (Discuss the characteristics of the Constitution of 1972.)

উত্তর : উত্তরটি পড়তে ক্লিক করুন।

১৬। বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের অবদান আলোচনা কর । (Describe the contribution of India in the Liberation War of Bangladesh.)

উত্তর : উত্তরটি পড়তে ক্লিক করুন।

যুদ্ধবিধ্বস্ত দেশ পুনর্গঠনে বঙ্গবন্ধু সরকারের পদক্ষেপসমূহ আলোচনা কর । (Describe the steps taken by the Bangabandhu Government to reconstruct the war ravaged country.)

উত্তর : উত্তরটি পড়তে ক্লিক করুন।

আর্টিকেলের শেষকথাঃ স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস প্রশ্ন 2017

আমরা এতক্ষন জেনে নিলাম ১২টি স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস ২০১৭ সালের প্রশ্ন ও উত্তর । যদি তোমাদের আজকের স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস ২০১৭ সালের প্রশ্ন পড়াটিটি ভালো লাগে তাহলে ফেসবুক বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে পারো। 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
আরও পড়ুনঃ
আরও পড়ুনঃ