টমসন প্রদত্ত যুক্তিবিদ্যার সংজ্ঞাটিকে কি গ্রহণযোগ্য সংজ্ঞা বলা যাবে
আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে বিষয় হলো টমসন প্রদত্ত যুক্তিবিদ্যার সংজ্ঞাটিকে কি গ্রহণযোগ্য সংজ্ঞা বলা যাবে? জেনে নিবো। তোমরা যদি পড়াটি ভালো ভাবে নিজের মনের মধ্যে গুছিয়ে নিতে চাও তাহলে অবশ্যই তোমাকে মনযোগ সহকারে পড়তে হবে। চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা জেনে নেই আজকের টমসন প্রদত্ত যুক্তিবিদ্যার সংজ্ঞাটিকে কি গ্রহণযোগ্য সংজ্ঞা বলা যাবে? । আমাদের গুগল নিউজ ফলো করুন।
টমসন প্রদত্ত যুক্তিবিদ্যার সংজ্ঞাটিকে কি গ্রহণযোগ্য সংজ্ঞা বলা যাবে? |
টমসন প্রদত্ত যুক্তিবিদ্যার সংজ্ঞাটিকে কি গ্রহণযোগ্য সংজ্ঞা বলা যাবে?
উত্তর: টমসন প্রদত্ত সংজ্ঞাটিকে গ্রহণযোগ্য সংজ্ঞা বলা যায় না। যুক্তিবিদ টমসন বলেন, 'যুক্তিবিদ্যা হলো চিন্তার নিয়মাবলির বিজ্ঞান'।
অর্থাৎ তিনি যুক্তিবিদ্যাকে বিজ্ঞান হিসেবে চিহ্নিত করেছেন। যখন আমরা যুক্তিবিদ্যাকে চিন্তার নিয়মাবলির বিজ্ঞান বলে অভিহিত করে তখন এ চিন্তা শব্দটি সব ধরনের চিন্তার ক্ষেত্রেই প্রযোজ্য হয়। কিন্তু সব ধরনের চিন্তা নিয়ে যুক্তিবিদ্যা আলোচনা করে না।
চিন্তা বলতে টমসন কোন ধরনের চিন্তার কথা বলেছেন তা সুস্পষ্ট নয়। তাই টমসন প্রদত্ত সংজ্ঞাকে গ্রহণযোগ্য বলা যাবে না।
আর্টিকেলের শেষকথাঃ টমসন প্রদত্ত যুক্তিবিদ্যার সংজ্ঞাটিকে কি গ্রহণযোগ্য সংজ্ঞা বলা যাবে?
আমরা এতক্ষন জেনে নিলাম টমসন প্রদত্ত যুক্তিবিদ্যার সংজ্ঞাটিকে কি গ্রহণযোগ্য সংজ্ঞা বলা যাবে? । যদি তোমাদের আজকের টমসন প্রদত্ত যুক্তিবিদ্যার সংজ্ঞাটিকে কি গ্রহণযোগ্য সংজ্ঞা বলা যাবে? পড়াটিটি ভালো লাগে তাহলে ফেসবুক বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে পারো।