পতিতাবৃত্তি কি | পতিতাবৃত্তি কাকে বলে | পতিতাবৃত্তি বলতে কী বুঝ
আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে বিষয় হলো পতিতাবৃত্তি কি | পতিতাবৃত্তি কাকে বলে | পতিতাবৃত্তি বলতে কী বুঝ জেনে নিবো। তোমরা যদি পড়াটি ভালো ভাবে নিজের মনের মধ্যে গুছিয়ে নিতে চাও তাহলে অবশ্যই তোমাকে মনযোগ সহকারে পড়তে হবে। চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা জেনে নেই আজকের পতিতাবৃত্তি কি | পতিতাবৃত্তি কাকে বলে | পতিতাবৃত্তি বলতে কী বুঝ । আমাদের গুগল নিউজ ফলো করুন।
পতিতাবৃত্তি কি পতিতাবৃত্তি কাকে বলে পতিতাবৃত্তি বলতে কী বুঝ |
পতিতাবৃত্তি কি | পতিতাবৃত্তি কাকে বলে | পতিতাবৃত্তি বলতে কী বুঝ
উত্তর : ভূমিকা : জ্ঞান-বিজ্ঞান ও প্রযুক্তির কল্যাণে আমরা এক দিক থেকে যেমন সভ্যতার শীর্ষ প্রান্তে অবস্থান করছি ঠিক অন্যদিক থেকে আমরা অধঃপতনের সর্বনিম্নবিন্দুতে পৌঁছে যাচ্ছি। এই অধঃপতনের একটা বড় উদাহরণ হলো পতিতাবৃত্তি।
জীবিকা নির্বাহের জন্য মানুষ যতগুলো নিকৃষ্ট উপায় অবলম্বন করে তন্মধ্যে নিকৃষ্টতম হলো এই পতিতাবৃত্তি। পতিতাবৃত্তি হলো মানবতার শ্রেষ্ঠতম অপমান।
→ পতিতাবৃত্তি : পতিতাবৃত্তি বলতে বুঝায় এমন এক প্রক্রিয়া যার মাধ্যমে মানুষ তার জীবিকা অর্জন করে । আর পতিতা একটা নেতিবাচক শব্দ। সুতরাং পতিতাবৃত্তি বলতে এমন এক জঘন্য পেশাকে বুঝানো হয় যেখানে নারী তার শরীর অন্য পুরষের হাতে সোপর্দ করে টাকা উপার্জন করে ।
এক কথায় বলা যায় নারীদেহ ভোগের বিনিময়ে পুরুষ যে অর্থ প্রদান করে তাই হলো পতিতাবৃত্তি। পতিতাবৃত্তি হলো মানবতার শ্রেষ্ঠতম অপমান। সামাজিক নিরাপত্তাহীনতা, তীব্র দারিদ্র্য, কর্মসংস্থানের অভাব ইত্যাদি কারণে নারীরা এই ঘৃণ্য পেশায় জড়িত হয় ।
প্রামাণ্য সংজ্ঞা : বিভিন্ন অপরাধবিজ্ঞানী নিজ নিজ দৃষ্টিকোণ থেকে পতিতাবৃত্তির সংজ্ঞায়ন করেছেন । নিম্নে তার প্রধান কয়েকটি তুলে ধরা হলো । প্রফেসর রইস আলী তার সংজ্ঞায় বলেন, “শুধুমাত্র নগদ অর্থের জন্য একজন নারী সম্পূর্ণ অপরিচিত পুরুষের সাথে শারীরিক সম্পর্কে জড়ালে তাকে বলা হয় পতিতাবৃত্তি।”
ড. কে.এম. নজরুল ইসলামের মতে, “পতিতাবৃত্তি হলো এমন এক পেশা যেখানে নারীরা অসহায় হয়ে শুধুমাত্র টাকার চুক্তিতে একজন পুরুষের সাথে সহবাসে সম্মত হয় ।”
The Dictionary of social work 4, Prostitution is the illegal act of affering one self for sexual contact with another in exchange for money or other benefits.
উপসংহার : পরিশেষে বলা যায় যে, আমাদের সমাজ ব্যবস্থায় জীবিকা নির্বাহের যতগুলো মাধ্যম আছে তন্মধ্যে সর্বনিকৃষ্ট মাধ্যম হলো এই পতিতাবৃত্তি। এই পতিতাবৃত্তি হলো সভ্যতার অভিশাপ ।
একজন নারী চরম অসহায় অবস্থায় পড়ে জীবিকা অর্জনের জন্য তার শ্রেষ্ঠতম সম্পদ অর্থের বিনিময়ে অন্যকে দানই হলো পতিতাবৃত্তি। পর্যাপ্ত কর্মসংস্থান, নারীর স্বাধীনতা প্রতিষ্ঠা ইত্যদির মাধ্যমেই এই পতিতাবৃত্তি বন্ধ করা সম্ভব । ·
আর্টিকেলের শেষকথাঃ পতিতাবৃত্তি কি | পতিতাবৃত্তি কাকে বলে | পতিতাবৃত্তি বলতে কী বুঝ
আমরা এতক্ষন জেনে নিলাম পতিতাবৃত্তি কি | পতিতাবৃত্তি কাকে বলে | পতিতাবৃত্তি বলতে কী বুঝ । যদি তোমাদের আজকের এই পড়াটিটি ভালো লাগে তাহলে ফেসবুক বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে পারো। আর এই রকম নিত্য নতুন পোস্ট পেতে আমাদের আরকে রায়হান ওয়েবসাইটের সাথে থাকো।