যুক্তিবিদ হ্যামিলটন প্রদত্ত সংজ্ঞাটি ব্যাখ্যা করো
আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে বিষয় হলো যুক্তিবিদ হ্যামিলটন প্রদত্ত সংজ্ঞাটি ব্যাখ্যা করো জেনে নিবো। তোমরা যদি পড়াটি ভালো ভাবে নিজের মনের মধ্যে গুছিয়ে নিতে চাও তাহলে অবশ্যই তোমাকে মনযোগ সহকারে পড়তে হবে। চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা জেনে নেই আজকের যুক্তিবিদ হ্যামিলটন প্রদত্ত সংজ্ঞাটি ব্যাখ্যা করো । আমাদের গুগল নিউজ ফলো করুন।
যুক্তিবিদ হ্যামিলটন প্রদত্ত সংজ্ঞাটি ব্যাখ্যা করো |
যুক্তিবিদ হ্যামিলটন প্রদত্ত সংজ্ঞাটি ব্যাখ্যা করো
উত্তর: যুক্তিবিদ হ্যামিলটন বলেন, 'যুক্তিবিদ্যা হলো চিন্তার আকারগত নিয়মাবলির বিজ্ঞান'। হ্যামিলটন এই সংজ্ঞার মাধ্যমে যুক্তিবিদ্যার আকারগত নিয়মাবলিকে মেনে নিয়েছেন এবং প্রয়োগের দিককে অস্বীকার করেছেন।
যুক্তিবিদ্যাকে কেবল চিন্তনের আকারগত নিয়মের বিজ্ঞান বললে আরোহমূলক পদ্ধতি বাদ পড়ে যায়। এই দৃষ্টিকোণ থেকে বলা যায় তার সংজ্ঞাটি আংশিক দিক দিয়ে গ্রহণযোগ্য।
আর্টিকেলের শেষকথাঃ যুক্তিবিদ হ্যামিলটন প্রদত্ত সংজ্ঞাটি ব্যাখ্যা করো
আমরা এতক্ষন জেনে নিলাম যুক্তিবিদ হ্যামিলটন প্রদত্ত সংজ্ঞাটি ব্যাখ্যা করো । যদি তোমাদের আজকের যুক্তিবিদ হ্যামিলটন প্রদত্ত সংজ্ঞাটি ব্যাখ্যা করো পড়াটিটি ভালো লাগে তাহলে ফেসবুক বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে পারো।