জিব্রাল্টার প্রণালী কী | জিব্রাল্টার প্রণালী কি | জিব্রাল্টার প্রণালী কাকে বলে
আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে বিষয় হলো জিব্রাল্টার প্রণালী কী | জিব্রাল্টার প্রণালী কি | জিব্রাল্টার প্রণালী কাকে বলে জেনে নিবো। তোমরা যদি পড়াটি ভালো ভাবে নিজের মনের মধ্যে গুছিয়ে নিতে চাও তাহলে অবশ্যই তোমাকে মনযোগ সহকারে পড়তে হবে। চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা জেনে নেই আজকের জিব্রাল্টার প্রণালী কী | জিব্রাল্টার প্রণালী কি | জিব্রাল্টার প্রণালী কাকে বলে ।
জিব্রাল্টার প্রণালী কী জিব্রাল্টার প্রণালী কি জিব্রাল্টার প্রণালী কাকে বলে |
জিব্রাল্টার প্রণালী কী | জিব্রাল্টার প্রণালী কি | জিব্রাল্টার প্রণালী কাকে বলে
- জিব্রাল্টার প্রণালির উপর একটি টীকা লিখ ।
- অথবা, জিব্রাল্টার প্রণালি কি?
- অথবা, জিব্রাল্টার প্রণালি সম্পর্কে যা জান লিখ
উত্তর : ভূমিকা : জিব্রাল্টার হলো ভূমধ্যসাগরের চাবিকাঠি। ভূমধ্যসাগর ও আটলান্টিক মহাসাগরের মধ্যে সংযোগ রক্ষাকারীই জিব্রাল্টার প্রণালি বলে।
ভৌগোলিক দৃষ্টিতে জিব্রাল্টার প্রণালির গুরুত্ব অপরিসীম। ইউরোপ ও আফ্রিকার মধ্যে নিরপেক্ষতা রক্ষা করে চলা এ জলরাশি স্পেন তথা বিশ্বের ইতিহাসে খুবই তাৎপর্যপূর্ণ ভূমিকা রেখে আসছে।
→ অবস্থান ও আয়তন : স্পেনের প্রায় সর্ব দক্ষিণ অঞ্চলের স্পেনীয় প্রদেশ Cadiz-এর দক্ষিণ পশ্চিমে অবস্থিত চুনাপাথর জাতীয় শিলায় গঠিত একটি শৈলান্তরীপ। আটলান্টিক মহাসাগর ও ভূমধ্যসাগরের মধ্যে সংযোগ রক্ষা করে আছে জিব্রাল্টার প্রণালি।
অন্যভাবে বলা যায়, ইউরোপ তথা স্পেন ও আফ্রিকার মধ্যে সীমান্ত বিভাগ হিসেবে জিব্রাল্টার প্রণালি অবস্থান করে আছে । জিব্রাল্টার প্রণালির আয়তন ছিল মাত্র সতেরো মাইল ।
→ নামকরণ : প্রাচীনকালে এ প্রণালিকে Fretum Gaditanum অথবা Herculeum বলা হতো। আরবগণ এটিকে খালীজ আয- যুকাক বা সংকীর্ণ পথের খার বলে অভিহিত করতো। তারিক ইবন জিয়াদের নামানুসারে জিব্রাল্টারকে ‘জাবার তারিক বা জাবালুল ফাতহ' নাম গ্রহণ করে ।
বর্তমানে জিব্রাল্টার প্রণালি ব্রিটেনের কর্তৃত্বাধীনে এবং এখানে তাদের একটি নৌঘাঁটি রয়েছে। স্পেন ব্রিটেনের কাছে তাদের নিজস্ব আয়ত্তাধীনে আনার দাবি জানালেও ব্রিটিশ সরকার হস্তান্তরে অনীহা প্রকাশ করে ।
উপসংহার : পরিশেষে বলা যায় যে, আন্তর্জাতিক বাণিজ্যের জন্য জিব্রাল্টার প্রণালির গুরুত্ব বিশ্বদরবারে অনেক উচ্চে। সামরিক ও বাণিজ্যের গুরুত্বের জন্য এর দখলদারিত্ব নিয়ে দ্বন্দ্ব এখনও অমীমাংসিত। জিব্রাল্টার প্রণালি এখনো তারিক বিন জিয়াদের স্মৃতি স্মরণ করিয়ে দেয়।
আর্টিকেলের শেষকথাঃ জিব্রাল্টার প্রণালী কী | জিব্রাল্টার প্রণালী কি | জিব্রাল্টার প্রণালী কাকে বলে
আমরা এতক্ষন জেনে নিলাম জিব্রাল্টার প্রণালী কী | জিব্রাল্টার প্রণালী কি | জিব্রাল্টার প্রণালী কাকে বলে । যদি তোমাদের আজকের এই পড়াটিটি ভালো লাগে তাহলে ফেসবুক বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে পারো। আর এই রকম নিত্য নতুন পোস্ট পেতে আমাদের আরকে রায়হান ওয়েবসাইটের সাথে থাকো।