৩৬টি সোনার তরী কবিতার জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

৩৬টি সোনার তরী কবিতার জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর
৩৬টি সোনার তরী কবিতার জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

৩৬টি সোনার তরী কবিতার জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

কবি-পরিচিতি

প্রশ্ন-১. রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে জন্মগ্রহণ করেন? 

উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর ১৮৬১ সালে জন্মগ্রহণ করেন ।

প্রশ্ন-২. রবীন্দ্রনাথের ঠাকুর বঙ্গাব্দের কোন তারিখে জন্মগ্রহণ করেন? 

উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর ১২৬৮ বঙ্গাব্দের ২৫শে বৈশাখ জন্মগ্রহণ করেন ।

প্রশ্ন-৩. রবীন্দ্রনাথের প্রথম কাব্য প্রকাশিত হয় কত বছর বয়সে? 

উত্তর: রবীন্দ্রনাথের প্রথম কাব্য প্রকাশিত হয় ১৫ বছর বয়সে । 

প্রশ্ন-৪. রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কাব্যগ্রন্থ কোনটি?

উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কাব্যগ্রন্থ 'বনফুল' ।

প্রশ্ন-৫. রবীন্দ্রনাথ ঠাকুর কোন কাব্যের জন্য নোবেল পুরস্কার লাভ করেন?

উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর 'গীতাঞ্জলি' কাব্যের জন্য নোবেল পুরস্কার লাভ করেন ।

প্রশ্ন-৬. রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার পান?

উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর ১৯১৩ সালে নোবেল পুরস্কার পান। 

প্রশ্ন-৭. এশীয়দের মধ্যে সর্বপ্রথম সাহিত্যে নোবেল পান কে? 

উত্তর: এশীয়দের মধ্যে সর্বপ্রথম সাহিত্যে নোবেল পান রবীন্দ্রনাথ ঠাকুর। 

প্রশ্ন-৮. বাংলা ছোটগল্পের পথিকৃৎ কে?

উত্তর: বাংলা ছোটগল্পের পথিকৃৎ রবীন্দ্রনাথ ঠাকুর

মূলপাঠ : Sonar Tori kobita short question

প্রশ্ন-৯. 'সোনার তরী' কবিতায় কোন ঋতুর কথা আছে? 

উত্তর: ‘সোনার তরী' কবিতায় বর্ষা ঋতুর কথা আছে। 

প্রশ্ন-১০. ধান কাটার সময় খেতে কতজন লোক ছিল? 

উত্তর: ধান কাটার সময় খেতে একজন লোক ছিল । 

প্রশ্ন-১১. ভরা নদীর স্রোত দেখতে কেমন? 

উত্তর: ভরা নদীর স্রোত দেখতে ক্ষুরের মতো ধারালো। 

প্রশ্ন-১২. ধান কাটার সময় কী এলো?

উত্তর: ধান কাটার সময় বর্ষা এলো।

প্রশ্ন-১৩. ‘সোনার তরী' কবিতায় ক'খানি খেত ছিল? 

উত্তর: ‘সোনার তরী' কবিতায় একখানি খেত ছিল। 

প্রশ্ন-১৪. ধানখেতটির আকৃতি কীসের মতো? 

উত্তর: ধানখেতটির আকৃতি ছোটো দ্বীপের মতো। 

প্রশ্ন-১৫. 'সোনার তরী' কবিতায় কী মেঘে ঢাকা ছিল? 

উত্তর: ‘সোনার তরী' কবিতার গ্রামখানি মেঘে ঢাকা ছিল। 

প্রশ্ন-১৬. নিরুপায় ঢেউগুলো কোথায় ভাঙে? 

উত্তর: নিরুপায় ঢেউগুলো তরীর দু'ধারে ভাঙে । 

প্রশ্ন-১৭. কাকে দেখে কবির পরিচিত মনে হয়েছে?

উত্তর: মাঝিকে দেখে কবির পরিচিত মনে হয়েছে।

প্রশ্ন-১৮. 'ওগো, তুমি কোথা যাও কোন বিদেশে?'— কাকে বলা হয়েছে? 

উত্তর: ‘ওগো, তুমি কোথা যাও কোন বিদেশে? – সোনার তরীর মাঝিকে উদ্দেশ করে বলা হয়েছে।

প্রশ্ন-১৯. কৃষক 'ওগো' বলে কাকে সম্বোধন করেছেন? 

উত্তর: কৃষক মাঝিকে 'ওগো' বলে সম্বোধন করেছেন । 

প্রশ্ন-২০. কৃষক মাঝিকে কোথায় তরী ভেড়ানোর কথা বলেছেন? 

উত্তর: কৃষক মাঝিকে নদীকূলে তরী ভেড়ানোর কথা বলেছেন । 

প্রশ্ন-২১. কবি তাঁর সোনার ফসল কোথায় তুলে দিয়েছেন? 

উত্তর: কবি তাঁর সোনার ফসল সোনার তরীতে তুলে দিয়েছেন ।

প্রশ্ন-২২. শ্রাবণগগন ঘিরে কী ঘুরে ফেরে? 

উত্তর: শ্রাবণগগণ ঘিরে ঘন মেঘ ঘুরে ফেরে। 

প্রশ্ন-২৩. 'শূন্য নদীর তীরে'— মাত্রাবৃত্ত ছন্দে কত মাত্ৰা ? 

উত্তর: 'শূন্য নদীর তীরে'— মাত্রাবৃত্ত ছন্দে ৮ মাত্রা। 

প্রশ্ন-২৪. শূন্য নদীর তীরে কে পড়ে রইল? 

উত্তর: শূন্য নদীর তীরে কৃষক পড়ে রইল ।

■ শব্দার্থ ও টীকা ঃ সোনার তরী কবিতার জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

প্রশ্ন-২৫. 'ক্ষুরধারা' কী?

উত্তর: 'ক্ষুরধারা' হলো ক্ষুরের মতো ধারালে প্রবাহ বা স্রোত ।

প্রশ্ন-২৬. 'খরপরশা' শব্দের অর্থ কী?

উত্তর: ‘খরপরশা' শব্দের অর্থ শানিত বা ধারালো বর্ণা।

প্রশ্ন-২৭. 'সোনার তরী' কবিতায় উল্লেখিত বাঁকা জল কীসের প্রতীক? 

উত্তর: কবিতায় উল্লেখিত বাঁকা জল কালস্রোতের প্রতীক।

প্রশ্ন-২৮, ‘থরে বিথরে' শব্দগুচ্ছের অর্থ কী?

উত্তর: ‘থরে বিথরে' শব্দগুচ্ছের অর্থ— স্তরে স্তরে।

প্রশ্ন-২৯. 'সোনার তরী' কবিতায় উল্লিখিত মাঝি কীসের প্রতীক? 

উত্তর: 'সোনার তরী' কবিতায় উল্লিখিত মাঝি মহাকালের প্রতীক। 

প্রশ্ন-৩০. 'নৌকা' এবং 'মাঝি' কীসের প্রতীক?

উত্তর: ‘নৌকা' এবং 'মাঝি' মহাকালের প্রতীক। 

■ পাঠ-পরিচিতি ঃ সোনার তরী কবিতার জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

প্রশ্ন-৩১. 'সোনার তরী' কবিতার রচয়িতা কে?

উত্তর: ‘সোনার তরী’ কবিতার রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর। 

প্রশ্ন-৩২, 'সোনার তরী' কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত? 

উত্তর: 'সোনার তরী' কবিতাটি 'সোনার তরী' কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত। 

প্রশ্ন-৩৩. ‘সোনার তরী' কবিতায় কী মিশে রয়েছে?

উত্তর: 'সোনার তরী' কবিতায় কবির জীবনদর্শন মিশে রয়েছে। '

প্রশ্ন-৩৪. 'সোনার তরী' কবিতায় রূপকার্থে কার দুঃখ প্রকাশিত হয়েছে? 

উত্তর: 'সোনার তরী' কবিতায় রূপকার্থে কবির দুঃখ প্রকাশিত হয়েছে। 

প্রশ্ন-৩৫. 'সোনার তরী' কবিতাটি কোন ছন্দে রচিত? 

উত্তর: 'সোনার তরী' কবিতাটি মাত্রাবৃত্ত ছন্দে রচিত। 

প্রশ্ন-৩৬. 'সোনার তরী' কবিতার পূর্ণ পর্ব কত মাত্রার? 

উত্তর: 'সোনার তরী' কবিতার পূর্ণ পর্ব ৮ মাত্রার।

Next Post Previous Post
12 Comments
  • Anonymous
    Anonymous 10 January

    ভালো লাগছে

    • Anonymous
      Anonymous 12 January

      Humm

  • Anonymous
    Anonymous 12 January

    Tnk you vaiya

  • Anonymous
    Anonymous 09 February

    Khub balo lagla poira

  • Anonymous
    Anonymous 03 March

    Khb valo onk help oilo

  • Anonymous
    Anonymous 26 June

    Thank you

  • Anonymous
    Anonymous 29 June

    Thank u

  • X E S 2
    X E S 2 29 June

    Thanks

  • Anonymous
    Anonymous 22 August

    It was really useful
    Want more

  • Anonymous
    Anonymous 21 October

    Useful..Thank you

  • Anonymous
    Anonymous 27 October

    Thank you 😊

  • Anonymous
    Anonymous 28 October

    khub valo legeche

Add Comment
comment url
আরও পড়ুনঃ
আরও পড়ুনঃ