২৯টি রেইনকোট গল্পের জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর জেনে নিন
রেইনকোট গল্পের জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর |
লেখক-পরিচিতি : রেইনকোট গল্পের জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর
প্রশ্ন-১. আখতারুজ্জামান ইলিয়াস কত সালে জন্মগ্রহণ করেন?
উত্তর: আখতারুজ্জামান ইলিয়াস ১৯৪৩ সালে জন্মগ্রহণ করেন।
প্রশ্ন-২. “চিলেকোঠার সেপাই' কোন ধরনের গ্রন্থ?
উত্তর: 'চিলেকোঠার সেপাই' একটি উপন্যাস ।
প্রশ্ন-৩. আখতারুজ্জামান ইলিয়াস কত সালে মৃত্যুবরণ করেন?
উত্তর: আখতারুজ্জামান ইলিয়াস ১৯৯৭ সালে মৃত্যুবরণ করেন ।
প্রশ্ন-৪, 'রেইনকোট' গল্পে কখন থেকে বৃষ্টি হচ্ছে?
উত্তর: 'রেইনকোট' গল্পে ভোররাত থেকে বৃষ্টি হচ্ছে।
প্রশ্ন-৫. কোন দিন বৃষ্টি হলে সাত দিন থাকে?
উত্তর: শনিবার দিন বৃষ্টি হলে সাত দিন থাকে।
প্রশ্ন-৬. নুরুল হুদা রাস্তায় বেরোলে কী রেডি রাখেন?
উত্তর: নুরুল হুদা রাস্তায় বেরোলে সব সময় ঠোঁটের ওপর পাঁচ কালেমা রেডি রাখেন ।
প্রশ্ন-৭. পাকিস্তানি সেনাবাহিনী কাদের তলব করেছিল?
উত্তর: পাকিস্তানি সেনাবাহিনী কলেজ শিক্ষকদের তলব করেছিল।
প্রশ্ন-৮. 'রেইনকোট' গল্পে মিলিটারি ক্যাম্প কোথায় স্থাপন করা হয়?
উত্তর: ‘রেইনকোট' গল্পে মিলিটারি ক্যাপ স্থাপন করা হয় কলেজের জিমন্যাশিয়ামে ।
প্রশ্ন-৯. ‘উও আপ হি কহ সকতা।'- উক্তিটি কার?
উত্তর: ‘উও আপ হি কহ সকতা'- উক্তিটি প্রিন্সিপ্যালের পিওন ইসহাক মিয়ার ।
প্রশ্ন-১০. প্রিন্সিপ্যাল পিওনের নাম কী?
উত্তর: প্রিন্সিপ্যালের পিওনের নাম ইসহাক মিয়া।
প্রশ্ন-১১. কে দিন-রাত উর্দুতে কথা বলে?
উত্তর: ইসহাক মিয়া দিন-রাত উর্দুতে কথা বলে ।
প্রশ্ন-১২. কে পাকিস্তানিদের জন্য দিন-রাত দোয়া-দরুদ পড়েন?
উত্তর: প্রিন্সিপ্যাল পাকিস্তানিদের জন্য দিন-রাত দোয়া-দরুদ পড়েন ।
প্রশ্ন-১৩. ড. আফাজের মতে, পাকিস্তানের শরীরের কাঁটা কী?
উত্তর: ড. আফাজের মতে, পাকিস্তানের শরীরের কাঁটা শহিদ মিনার।
প্রশ্ন-১৪. লেকচারার নুরুল হুদা কার রেইনকোট পরেছিলেন?
উত্তর: লেকচারার নুরুল হুদা তাঁর শ্যালক মিন্টুর রেইনকোট পরেছিলেন।
প্রশ্ন-১৫. মিন্টু কে?
উত্তর: মিন্টু নুরুল হুদার শ্যালক।
প্রশ্ন-১৬. কার জন্য নুরুল হুদাকে তটস্থ থাকতে হয়?
উত্তর: শ্যালক মিন্টুর জন্য নুরুল হুদাকে তটস্থ থাকতে হয় ।
প্রশ্ন-১৭. মিলিটারি পান্ডা কোথায় বসেছিল?
উত্তর: মিলিটারি পান্ডা প্রিন্সিপ্যালের চেয়ারে বসে ছিল।
প্রশ্ন-১৮. নুরুল হুদা কোন বিষয়ের লেকচারার?
উত্তর: নুরুল হুদা কেমিস্ট্রির লেকচারার।
প্রশ্ন-১৯. নুরুল হুদার সাথে আর কাকে মিলিটারির জিপে তোলা হয়?
উত্তর: নুরুল হুদার সাথে আব্দুস সাত্তার মৃধাকে মিলিটারির জিপে তোলা হয়।
প্রশ্ন-২০. 'বর্ষাকালেই তো জুং'— কথাটি কে বলেছিল?
উত্তর: 'বর্ষাকালেই তো জুৎ'- কথাটি বলেছিল কুলির বেশধারী এক মুক্তিযোদ্ধা ।
প্রশ্ন-২১. কাদের সাথে নুরুল হুদার আঁতাত আছে?
উত্তর: মিসক্রিয়ান্টদের সাথে নুরুল হুদার আঁতাত আছে ।
■ শব্দার্থ ও টীকা ": রেইনকোট গল্পের জ্ঞানমূলক প্রশ্ন
প্রশ্ন-২২. 'জেনারেল স্টেটমেন্ট' অর্থ কী?
উত্তর: 'জেনারেল স্টেটমেন্ট' অর্থ— সাধারণ বিবৃতি ।
প্রশ্ন-২৩. ‘স্পেসিফিক ক্লাসিফিকেশন' অর্থ কী?
উত্তর: 'স্পেসিফিক ক্লাসিফিকেশন' অর্থ— সুনির্দিষ্ট শ্রেণিকরণ।
প্রশ্ন-২৪. 'মিসক্রিয়ান্ট' শব্দের অর্থ কী?
উত্তর: ‘মিসক্রিয়ান্ট' শব্দের অর্থ— দুষ্কৃতকারী।
■ পাঠ-পরিচিতি : রেইনকোট জ্ঞানমূলক প্রশ্ন
প্রশ্ন-২৫. 'রেইনকোট' গল্পটির রচয়িতা কে?
উত্তর: ‘রেইনকোট' গল্পটির রচয়িতা আখতারুজ্জামান ইলিয়াস ।
প্রশ্ন-২৬. ‘রেইনকোট' গল্পটি কত সালে প্রকাশিত হয় ?
উত্তর: ‘রেইনকোট' গল্পটি ১৯৯৫ সালে প্রকাশিত হয়।
প্রশ্ন-২৭. আখতারুজ্জামান ইলিয়াসের সর্বশেষ গল্পগ্রন্থের নাম কী?
উত্তর: আখতারুজ্জামান ইলিয়াসের সর্বশেষ গল্পগ্রন্থের নাম— 'জাল স্বপ্ন স্বপ্নের জাল।'
প্রশ্ন-২৮. ‘রেইনকোট' গল্পটি কোন গল্পগ্রন্থের অন্তর্ভুক্ত?
উত্তর: ‘রেইনকোট' গল্পটি ‘জাল স্বপ্ন স্বপ্নের জাল' গল্পগ্রন্থের অন্তর্ভুক্ত।
প্রশ্ন-২৯. ‘রেইনকোট' গল্পের কথকের নাম কী?
উত্তর: ‘রেইনকোট' গল্পের কথকের নাম নুরুল হুদা ।