৪৬টি প্রতিদান কবিতার জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর | প্রতিদান কবিতার সংক্ষিপ্ত প্রশ্ন

৪৬টি প্রতিদান কবিতার জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর pdf সহ জেনে নিন
৪৬টি প্রতিদান কবিতার জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর pdf সহ জেনে নিন

৪৬টি প্রতিদান কবিতার জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর | প্রতিদান কবিতার সংক্ষিপ্ত প্রশ্ন

প্রশ্ন 1. জসীম উদ্দীন কত সালে জন্মগ্রহণ করেন?

উত্তর: জসীম উদ্দীনের জন্ম ১৯০৩ সালে।

প্রশ্ন 2। জসীম উদ্দীনের পৈতৃক নিবাস কোথায়?

উত্তর: জসীম উদ্দীনের পৈতৃক নিবাস ফরিদপুরের গোবিন্দপুর গ্রাম।

প্রশ্ন 3। জসীম উদ্দিন কি নামে পরিচিত?

উত্তর: জসীম উদ্দীন 'পল্লীকবি' নামে পরিচিত।

প্রশ্ন-৪। 'পল্লী কবি' নামে পরিচিত কে?

উত্তর: কবি জসীম উদ্দীন 'পল্লীকবি' নামে পরিচিত।

প্রশ্ন-5। জসীম উদ্দীনের কবিতা বিদেশী ভাষায় অনূদিত হয়েছে।

উত্তর: জসীম উদ্দীনের কাব্যগ্রন্থ 'নকশী কাঁথার মাঠ' বিদেশি ভাষায় অনূদিত হয়েছে।

প্রশ্ন-6। 'সোজন বাদিয়ার ঘাট' কোন ধরনের রচনা?

উত্তর: 'সোজন বাদিয়ার ঘাট' একটি কবিতা।

প্রশ্ন-7। 'ধানখেত' কি একটি জাতীয় মাস্টারপিস?

উত্তর: 'ধানখেত' একটি কাব্যগ্রন্থ।

প্রশ্ন-৮। জসীম উদ্দিনকে ডিলিট উপাধি দেয় কোন সংগঠন?

উত্তর: রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়, কলকাতা জসীম উদ্দীনকে ডি.লিট ডিগ্রি প্রদান করে

প্রশ্ন-9। জসীম উদ্দীন কত সালে মৃত্যুবরণ করেন?

উত্তর: জসীম উদ্দীন মারা যান 1976 সালে?

প্রশ্ন-১০। জসীম উদ্দিন কত তারিখে মৃত্যুবরণ করেন?

উত্তর: জসীম উদ্দীন ১৪ মার্চ মৃত্যুবরণ করেন।

প্রশ্ন-১১। জসীম উদ্দিন কোথায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন?

উত্তর: জসীম উদ্দীন ঢাকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

■ মূলপাঠ: প্রতিদান কবিতার mcq প্রশ্ন ও উত্তর

প্রশ্নঃ১২. কবী ঘর ভাঙার প্রতিদানে কি করেছেন?

উত্তরঃ ঘর ভাঙার প্রতিদানে কবী ঘর বেঁধে দিতে চেয়েছেন।

প্রশ্নঃ ১৩. কবী কার জন্য কেঁদে বেড়ান??

উত্তরঃ কবী পরের জন্য কেঁদে বেড়ান । 

প্রশ্নঃ ১৪. পরকে কবী কি করতে চেয়েছেন? 

উত্তরঃ কবী পরকে আপন করতে চেয়েছেন। 

প্রশ্নঃ১৫. কবী পথে পথে কাকে খোঁজেন?

উত্তরঃ কবীকে যে পথের বিবাগী করেছে কবী তাকে পথে পথে খোঁজেন । 

প্রশ্নঃ১৬, কবীর কূল ভেঙে দিলে কবী কি করেন?

উত্তরঃ কবীর কূল ভেঙে দিলে কবী তার কূল বেঁধে দেন।

প্রশ্নঃ১৭. ‘আমার এ কূল ভাঙিয়াছে যেবা আমি তার কূল বাঁধি এর পরবর্তী চরণ কি?

উত্তরঃ প্রশ্নোক্ত চরণের পরবর্তী চরণ হলো— 'যে গেছে বুকেতে আঘাত হানিয়া তার লাগি আমি কাঁদি।'

প্রশ্নঃ১৮. কবী কোথায় আঘাত পেয়েছেন?

উত্তরঃ কবী বুকে আঘাত পেয়েছেন।

প্রশ্নঃ১৯. বুকে আঘাত পেলে কবী কি করেন?

উত্তরঃ বুকে আঘাত পেলে কবী আঘাত প্রদানকারীর জন্য কাঁদেন।

প্রশ্নঃ২০. কবী কাকে বুকভরা গান দেওয়ার কথা বলেছেন? 

উত্তরঃ যে কবীকে বিষেঃভরা বাণ দিয়েছে কবী তাকে বুকভরা গান দেওয়ার কথা বলেছেন।

প্রশ্নঃ২১, বিষেঃভরা বাণের পরিবর্তে কবী কি দিয়েছেন?

উত্তরঃ বিষেঃভরা বাণের পরিবর্তে কবী বুকভরা গান দিয়েছেন।

প্রশ্নঃ২২. কবী কাঁটা পেলে কি দান করেন?

উত্তরঃ কবী কাঁটা পেলে ফুল দান করেন ।

প্রশ্নঃ২৩. কবী কিসের প্রতিদানে ফুল দান করেন? 

উত্তরঃ কবী কাঁটার প্রতিদানে ফুল দান করেন । 

প্রশ্নঃ২৪. কবরের প্রতিদানে কবী কি দিয়েছেন? 

উত্তরঃ কবরের প্রতিদানে কবী ফুল মালঞ্চ দিয়েছেন। 

প্রশ্নঃ২৫. প্রতিদান কবীতার ফুল মালঞ্চ কেমন?

উত্তরঃ প্রতিদান কবীতার ফুল মালঞ্চ রঙিন ফুলের সোহাগঃজড়ানো । 

প্রশ্নঃ২৬. কবী কেমন ফুল দিয়ে মালঞ্চ সাজিয়েছেন? 

উত্তরঃ কবী রঙিন ফুল দিয়ে মালঞ সাজিয়েছেন।

প্রশ্নঃ২৭. প্রতিদান কবীতায় কি সাজানোর কথা বলা হয়েছে?

উত্তরঃ প্রতিদান কবীতায় সুখ সাজানোর কথা বলা হয়েছে । 

প্রশ্নঃ২৮. প্রতিদান কবীতায় কয়টি চরণ রয়েছে?

উত্তরঃ প্রতিদান কবীতায় ১৮টি চরণ রয়েছে ।

প্রশ্নঃ২৯. কবী প্রতিদান কবীতায় কি কি বেঁধে দিতে চেয়েছেন? 

উত্তরঃ কবী প্রতিদান কবীতায় ঘর ও কূল বেঁধে দিতে চেয়েছেন। 

প্রশ্নঃ৩০. আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মোরে করেছে পর এই পঙক্তিটি প্রতিদান কবীতায় কত বার ব্যবহৃত হয়েছে?

উত্তরঃ আলোচ্য পক্তিটি প্রতিদান কবীতায় তিন বার ব্যবহৃত হয়েছে । 

■ শব্দার্থ ও টীকা: প্রতিদান কবিতার জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর pdf

প্রশ্নঃ৩১. যেবা শব্দের অর্থ কি ?

উত্তরঃ যেবা শব্দের অর্থ যিনি ।

প্রশ্নঃ৩২. বিবাগী শব্দের অর্থ কি? 

উত্তরঃ বিবাগী শব্দের অর্থ উদাসীন।

প্রশ্নঃ৩৩. বিষে ভরা বাণ বলতে কবি কি বুঝিয়েছেন?

উত্তরঃ বিষে ভরা বাণ বলতে কবি হিংসাত্মক ভাষাকে বুঝিয়েছেন । 

প্রশ্নঃ৩৪. মালঞ্চ শব্দের অর্থ কি?

উত্তরঃ মালঞ্চ শব্দের অর্থ ফুলের বাগান । 

প্রশ্নঃ৩৫. নিঠুরিয়া শব্দের অর্থ কি? 

উত্তরঃ নিঠুরিয়া শব্দের অর্থ নির্দয়। 

প্রশ্নঃ৩৬. ঠাঁই শব্দের অর্থ কি? 

উত্তরঃ ঠাঁই শব্দের অর্থ আশ্রয়। 

প্রশ্নঃ৩৭. নিরন্তর শব্দের অর্থ কি? 

উত্তরঃ নিরন্তর শব্দের অর্থ অবিরাম।

পাঠ-পরিচিতি: 

প্রশ্নঃ৩৮. প্রতিদান কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? 

উত্তরঃ প্রতিদান কবিতাটি বালুচর কাব্যগ্রন্থের অন্তর্গত।। 

প্রশ্নঃ৩৯. কবি কি বিসর্জন দিতে বলেছেন?

উত্তরঃ কবি ক্ষুদ্র স্বার্থ বিসর্জন দিতে বলেছেন ।।

প্রশ্নঃ৪০. সমাজঃসংসার কিসে আক্রান্ত?

উত্তরঃ সমাজ সংসার বিভেদ হিংসা হানাহানি দ্বারা আক্রান্ত ।।

প্রশ্নঃ৪১. কবির কণ্ঠে কি ধ্বনিত হয়েছে?.

উত্তরঃ কবির কণ্ঠে প্রীতিময় পরিবেশ সৃষ্টির আকাঙ্ক্ষা ধ্বনিত হয়েছে।। 

প্রশ্নঃ৪২. কবি কিসের বিপরীত?

উত্তরঃ কবি প্রতিশোধ ও প্রতিহিংসার বিপরীত ।।

প্রশ্নঃ৪৩. কে সুন্দর ও নিরাপদ পৃথিবী নির্মাণ করতে পারে?

উত্তরঃ ভালোবাসা পূর্ণ মানুষ সুন্দর এবং নিরাপদ পৃথিবী নির্মাণ করতে পারে।। 

প্রশ্নঃ৪৪. সুন্দর ও নিরাপদ পৃথিবী নির্মাণে কি প্রয়োজন?

উত্তরঃ সুন্দর এবং নিরাপদ পৃথিবী নির্মাণে প্রয়োজন ভালোবাসাপূর্ণ মানুষ ।।

প্রশ্নঃ৪৫. কবি কাকে ক্ষমা করেছেন?

উত্তরঃ অনিষ্ট কারীকে কবি ক্ষমা করেছে।।

প্রশ্নঃ৪৬. কবি অনিষ্টকারীকে কি প্রতিদান দিয়েছেন? 

উত্তরঃ কবি অনিষ্ট কারীকে ক্ষমা করে তার উপকার করেছেন ।।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
আরও পড়ুনঃ
আরও পড়ুনঃ