৩০টি মানুষ মুহাম্মদ সাঃ গল্পের জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর | Manus Mohammad Short Question
আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে বিষয় হলো মানুষ মুহাম্মদ সাঃ গল্পের জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর | Manus Mohammad Golper Short Question জেনে নিবো। তোমরা যদি পড়াটি ভালো ভাবে নিজের মনের মধ্যে গুছিয়ে নিতে চাও তাহলে অবশ্যই তোমাকে মনযোগ সহকারে পড়তে হবে। চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা জেনে নেই আজকের মানুষ মুহাম্মদ সাঃ গল্পের জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর | Manus Mohammad Golper Short Question
মানুষ মুহাম্মদ সাঃ গল্পের জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর |
এসএসসি পরীক্ষার প্রশ্ন ও উত্তর-মানুষ মুহম্মদ (স.)
প্রশ্ন ১। ‘পুলকদীপ্তি' অর্থ কী?
উত্তর : ‘পুলকদীপ্তি” অর্থ আনন্দের উদ্ভাস।
প্রশ্ন ২। ছাত্রজীবনে মোহাম্মদ ওয়াজেদ আলী কোন আন্দোলনে যোগ দিয়েছিলেন?
উত্তর : ছাত্রজীবনে মোহাম্মদ ওয়াজেদ আলী ‘অসহযোগ আন্দোলনে' যোগ দিয়েছিলেন ।
প্রশ্ন ৩। ‘মানুষ মুহম্মদ (স.)' রচনাটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে?
উত্তর : ‘মানুষ মুহম্মদ (স.)' রচনাটি 'মরু ভাস্কর' গ্রন্থ থেকে নেওয়া হয়েছে।
প্রশ্ন ৪। তায়েফের অবস্থান কোথায়?
উত্তর : তায়েফের অবস্থান সৌদি আরবের দক্ষিণে।
প্রশ্ন ৫। পৌত্তলিক শব্দের অর্থ কী?
উত্তর : পৌত্তলিক শব্দের অর্থ মূর্তিপূজক ।
প্রশ্ন ৬। মানুষ মুহম্মদ (স.)' প্রবন্ধে 'স্থিতধী' বলা হয়েছে কাকে?
উত্তর : ‘মানুষ মুহম্মদ (স.)' প্রবন্ধে 'স্থিতধী' বলা হয়েছে হযরত আবুবকর (রা.)-কে
প্রশ্ন ৭। হযরতের মৃত্যুশয্যার পাশে শেষ পর্যন্ত কে ছিলেন?
উত্তর : হযরতের মৃত্যুশয্যার পাশে শেষ পর্যন্ত মহামতি আবুবকর (রা) ছিলেন।
৮. কোথায় সত্য প্রচার করতে গিয়ে মুহম্মদ (স.)-কে রক্তাক্ত হতে হয়েছিল?
উত্তর : তায়েফে সত্য প্রচার করতে গিয়ে মুহম্মদ (স.)-কে রক্তাক্ত হতে হয়েছিল।
৯. কোন সন্ধিতে মুসলমানদের ওপর ঘোর অপমানের শর্ত চাপিয়ে দেওয়া হয়?
উত্তর : হুদায়বিয়ার সন্ধিতে মুসলমানদের ওপর ঘোর অপমানের শর্ত চাপিয়ে দেওয়া হয়।
১০. মুহম্মদ (স.)-এর মক্কা বিজয়ের দিন কাফেররা কার সাথে হাঙ্গামা বাধায়?
উত্তর : মুহম্মদ (স.)-এর মক্কা বিজয়ের দিন কাফেররা খালিদের সাথে হাঙ্গামা বাধায়।
১১. বক্তৃতার মাঝখানে প্রশ্ন করে মুহম্মদ (স.)-কে থামিয়ে দেয় কে?
উত্তর : বক্তৃতার মাঝখানে প্রশ্ন করে মুহম্মদ (স.)-কে থামিয়ে দেয় একজন অন্ধ।
১২. মানুষের মঙ্গল আনার জন্য পাথরের ঘায়ে কার দাঁত ভেঙেছিল?
উত্তর : মানুষের মঙ্গল আনার জন্য পাথরের ঘায়ে মুহম্মদ (স.)-এর দাঁত ভেঙেছিল।
১৩. ‘ধী’ শব্দের অর্থ কী?
উত্তর : ‘ধী’ শব্দের অর্থ হলো বুদ্ধি।
১৪. কারা পরাহিতব্রতী দম্পতি?
উত্তর : আবু মা’বদ দম্পতি পরহিতব্রতী।
১৫. ‘পৌত্তলিক’ শব্দের অর্থ কী?
উত্তর : ‘পৌত্তলিক’ শব্দের অর্থ হলো মূর্তিপূজক।
১৬. ইসলামের দ্বিতীয় খলিফা কে?
উত্তর : ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর (রা.)।
১৭. ইসলাম ধর্ম গ্রহণকারীদের মধ্যে প্রথম পুরুষ ব্যক্তি কে?
উত্তর : ইসলাম ধর্ম গ্রহণকারীদের মধ্যে প্রথম পুরুষ ব্যক্তি হযরত আবু বকর (রা.)।
১৮. মহানবি (স.)-এর হিজরতকালীন সঙ্গী কে ছিলেন?
উত্তর : মহানবি (স.)-এর হিজরতকালীন সঙ্গী ছিলেন আবু বকর (রা.)।
১৯. মহানবি (স.) কোন নগরীতে জন্মগ্রহণ করেন?
উত্তর : মহানবি (স.) মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন।
২০. কখন থেকে হিজরি সাল গণনা শুরু হয়?
উত্তর : মহানবি (স.)-এর হিজরতের পর থেকে হিজরি সাল গণনা শুরু হয়।
২১. আয়েশা (রা.) কার কন্যা?
উত্তর : আয়েশা (রা.) আবু বকর (রা.)-এর কন্যা।
২২. ‘মরুভাস্কর’ গ্রন্থটি রচনা করেন কে?
উত্তর : ‘মরুভাস্কর’ গ্রন্থটি রচনা করেন মোহাম্মদ ওয়াজেদ আলী।
২৩. ‘মানুষ মুহম্মদ (স.)’ প্রবন্ধে কী বিশ্লেষণ করা হয়েছে?
উত্তর : ‘মানুষ মুহম্মদ (স.)’ প্রবন্ধে হযরত মুহম্মদ (স.) এর মানবীয় গুণাবলি বিশ্লেষণ করা হয়েছে।
২৪. কার দিকে সকলের মহাযাত্রা?
উত্তর : আল্লাহর দিকে সকলের মহাযাত্রা।
২৫. উম্মে মা’বদ স্বামীর নিকট কার রূপ বর্ণনা করেন?
উত্তর : উম্মে মা’বদ স্বামীর নিকট মুহম্মদ (স.)-এর রূপ বর্ণনা করেন।
২৬. হযরত মুহম্মদ (স.) কোন বংশে জন্মগ্রহণ করেন?
উত্তর : হযরত মুহম্মদ (স.) কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন।
২৭. ‘মানুষ মুহম্মদ (স.)’ প্রবন্ধে ‘স্থিতধী’ বলা হয়েছে কাকে?
উত্তর : ‘মানুষ মুহম্মদ (স.)’ প্রবন্ধে ‘স্থিতধী’ বলা হয়েছে হযরত আবু বকর (রা.)-কে।
২৮. ‘মানুষ মুহম্মদ (স.)’ প্রবন্ধটি রচনা করেন কে?
উত্তর : ‘মানুষ মুহম্মদ (স.)’ প্রবন্ধটি রচনা করেন মোহাম্মদ ওয়াজেদ আলী।
২৯. কার মৃত্যুর সংবাদে কারো মুখে কথা সরে না?
উত্তর : হযরত মুহম্মদ (স.)-এর মৃত্যুর সংবাদে কারো মুখে কথা সরে না।
৩০. মুহম্মদ (স.)-এর মৃত্যুশয্যার পার্শ্বে শেষ পর্যন্ত কে ছিলেন?
উত্তর : মুহম্মদ (স.)-এর মৃত্যুশয্যার পার্শ্বে শেষ পর্যন্ত আবু বকর (রা.) ছিলেন।
আর্টিকেলের শেষকথাঃ মানুষ মুহাম্মদ সাঃ গল্পের জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর | Manus Mohammad Golper Short Question
আমরা এতক্ষন জেনে নিলাম মানুষ মুহাম্মদ সাঃ গল্পের জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর | Manus Mohammad Golper Short Question যদি তোমাদের আজকের এই পড়াটিটি ভালো লাগে তাহলে ফেসবুক বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে পারো। আর এই রকম নিত্য নতুন পোস্ট পেতে আমাদের আরকে রায়হান ওয়েবসাইটের সাথে থাকো।