৮১টি লালসালু উপন্যাসের জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর


৭৩টি লালসালু উপন্যাসের জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর
৭৩টি লালসালু উপন্যাসের জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

৭৩টি লালসালু উপন্যাসের জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

প্রশ্ন-১. সৈয়দ ওয়ালীউল্লাহ্ কোথায় জন্মগ্রহণ করেন? 

উত্তর: সৈয়দ ওয়ালীউল্লাহ্ চট্টগ্রামের ষোলশহরে জন্মগ্রহণ করেন । 

প্রশ্ন-২. সৈয়দ ওয়ালীউল্লাহ কত খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন? 

উত্তর: সৈয়দ ওয়ালীউল্লাহ্ ১৯২২ খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন ।

প্রশ্ন-৩. সৈয়দ ওয়ালীউল্লাহ্ ইংরেজি কোন পত্রিকার সাংবাদিক ছিলেন? 

উত্তর: সৈয়দ ওয়ালীউল্লাহ্ ইংরেজি ‘দি স্টেটস্ম্যান' পত্রিকার সাংবাদিক ছিলেন ।

প্রশ্ন-৪. সৈয়দ ওয়ালীউল্লাহ্র সর্বশেষ কর্মস্থল কোথায় ছিল?

উত্তর: সৈয়দ ওয়ালীউল্লাহ্ সর্বশেষ কর্মস্থল ছিল প্যারিসে । 

প্রশ্ন-৫. সৈয়দ ওয়ালীউল্লাহ্ কত খ্রিষ্টাব্দে মৃত্যুবরণ করেন? 

উত্তর: সৈয়দ ওয়ালীউল্লাহ্ ১৯৭১ খ্রিষ্টাব্দে মৃত্যুবরণ করেন । 

প্রশ্ন-৬. সৈয়দ ওয়ালীউল্লাহ্ কোথায় মৃত্যুবরণ করেন? 

উত্তর: সৈয়দ ওয়ালীউল্লাহ্ প্যারিসে মৃত্যুবরণ করেন ।

প্রশ্ন-৭. ‘নয়নচারা' এবং 'দুই তীর ও অন্যান্য গল্প' এ দুটি গল্পগ্রন্থের রচয়িতা কে?

উত্তর: ‘নয়নচারা' ও 'দুই তীর ও অন্যান্য গল্প' এ দুটি গল্পগ্রন্থের রচয়িতা সৈয়দ ওয়ালীউল্লাহ্ ।

প্রশ্ন-৮. ‘চাঁদের অমাবস্যা' ও 'কাঁদো নদী কাঁদো'- এ দুটি উপন্যাসের রচয়িতা কে?

উত্তর: ‘চাঁদের অমাবস্যা' ও 'কাঁদো নদী কাঁদো' – এ দুটি উপন্যাসের রচয়িতা সৈয়দ ওয়ালীউল্লাহ্ ।

প্রশ্ন-৯. ‘লালসালু' কোন জাতীয় উপন্যাস? 

উত্তর: 'লালসালু' একটি সামাজিক উপন্যাস।

প্রশ্ন-১০. 'লালসালু' কত সালে প্রকাশিত হয়?

উত্তর: ‘লালসালু' উপন্যাসটি ১৯৪৮ সালে প্রকাশিত হয় ।

প্রশ্ন-১১. ‘লালসালু’ উপন্যাসের মূল চরিত্রটি কে? 

উত্তর: 'লালসালু' উপন্যাসের মূল চরিত্রটি মজিদ । 

প্রশ্ন-১২. খালেক ব্যাপারী কে?

উত্তর: খালেক ব্যাপারী মহব্বতনগরের জোতদার ।

প্রশ্ন-১৩. মজিদ কখন মহব্বতনগরে প্রথম প্রবেশ করে?

উত্তর: মজিদ নিরাকপড়া দুপুরে মহব্বতনগর গ্রামে প্রথম প্রবেশ করে 

প্রশ্ন-১৪. মজিদের সহযোগী ব্যক্তিটির নাম কী?

উত্তর: মজিদের সহযোগী ব্যক্তিটির নাম খালেক ব্যাপারী।

প্রশ্ন-১৫. সতিন হলেও রহিমা জমিলাকে কোন দৃষ্টিতে দেখত? 

উত্তর: সতিন হলেও রহিমা জমিলাকে সন্তানের দৃষ্টিতে দেখত। 

মূলপাঠ

প্রশ্ন-১৬. ‘তাই তারা ছোটে, ছোটে’– 'লালসালু' উপন্যাসে কারা ছোটে? 

উত্তর: ‘লালসালু' উপন্যাসে লেখক-বর্ণিত শস্যহীন অঞ্চলের লোকজন ছোটে।

প্রশ্ন-১৭. ট্রেনের ইঞ্জিনটা কীসের মতোই পানি খায়?

উত্তর: ট্রেনের ইঞ্জিনটা ঠিক মানুষের মতোই পানি খায় ৷

প্রশ্ন-১৮. ‘লালসালু' উপন্যাসে বর্ণিত মক্তবে ভোরবেলায় ল্যাংটা ছেলেরা কী পড়ে?

উত্তর: ‘লালসালু' উপন্যাসে বর্ণিত মক্তবে ভোরবেলায় ল্যাংটা ছেলেরা আমসিপারা পড়ে ।

প্রশ্ন-১৯. মহব্বতনগরের লোকজন কখন মাছ ধরতে বের হয়?

উত্তর: মহব্বতনগরের লোকজন নিরাকপড়া দুপুরে মাছ ধরতে বের হয় ।

প্রশ্ন-২০. মহব্বতনগর গ্রামে প্রবেশ করার আগে মজিদ কোথায় দাঁড়িয়ে ছিল?

উত্তর: মহব্বতনগর গ্রামে প্রবেশ করার আগে মজিদ মতিগঞ্জের সড়কের ওপর দাঁড়িয়ে ছিল ।

প্রশ্ন-২১. মজিদ কোন মাসে মহব্বতনগর গ্রামে প্রবেশ করে?

উত্তর : মজিদ শ্রাবণ মাসের শেষাশেষি মহব্বতনগর গ্রামে প্রবেশ করে । 

প্রশ্ন-২২. তাহের-কাদের দুই ভাই মাছ নিয়ে বাড়ি ফেরে কখন?

উত্তর: তাহের-কাদের দুই ভাই মাছ নিয়ে বাড়ি ফেরে অপরাহ্ণের দিকে । 

প্রশ্ন-২৩. তাহের আর কাদের মজিদকে প্রথম কোথায় দেখেছিল? 

উত্তর: তাহের আর কাদের মজিদকে প্রথম দেখেছিল মতিগঞ্জের সড়কের ওপরে।

প্রশ্ন-২৪. মহব্বতনগরে কার আগমন নাটকীয়ভাবে ঘটে?

উত্তর: মহব্বতনগরে মজিদের আগমন নাটকীয়ভাবে ঘটে।

প্রশ্ন-২৫. মজিদ কাদের জাহেল, বে-এলেম ও আনপাড়হ্ বলেছে? 

উত্তর: মজিদ মহব্বতনগরবাসীকে জাহেল, বে-এলেম ও আনপাড় বলেছে ।

প্রশ্ন-২৬. কল্পিত মোদাচ্ছের পিরের কবরটির ভেতরটা দেখতে কীসের মতো?

উত্তর: কল্পিত মোদাচ্ছের পিরের কবরটির ভেতরটা দেখতে সুড়ঙ্গের মতো ।

প্রশ্ন-২৭, ‘লালসালু’ উপন্যাসের কার মনে সন্দেহ ছিল, আবার ভয়ও ছিল? 

উত্তর: 'লালসালু' উপন্যাসের মজিদের মনে সন্দেহ ছিল, আবার ভয়ও ছিল। 

প্রশ্ন-২৮. কীসের কথা মনে হলে মজিদ শিউরে ওঠে?

উত্তর: গারো পাহাড়ের হাড়ভাঙা পরিশ্রমের দিনগুলোর কথা মনে হলে মজিদ শিউরে ওঠে

প্রশ্ন-২৯. কে মাটিতে আওয়াজ করে হাঁটে?

উত্তর: রহিমা মাটিতে আওয়াজ করে হাঁটে।

প্রশ্ন-৩০. মজিদের কোরআন পাঠের সময় চারদিকে কীসের গন্ধ ছড়িয়ে পড়ে?

উত্তর: মজিদের কোরআন পাঠের সময় চারদিকে হাসনাহেনার মিষ্টি গন্ধ ছড়িয়ে পড়ে ।

প্রশ্ন-৩১. মাঠে গিয়ে মানুষ কী হয়ে ওঠে?

উত্তর: মাঠে গিয়ে মানুষ মেঠো হয়ে ওঠে ।

প্রশ্ন-৩২. মহব্বতনগরের কৃষকরা জমিকে কীসের মতো ভাগ করে? 

উত্তর: মহব্বতনগরের কৃষকরা জমিকে দাবার ছকের মতো ভাগ করে । 

প্রশ্ন-৩৩. মেঘশূন্য আকাশের জমাটবাঁধা নীলিমার মধ্যে কী শুকিয়ে ওঠে? 

উত্তর: মেঘশূন্য আকাশের জমাটবাঁধা নীলিমার মধ্যে দিগন্তবিস্তৃত মাঠ শুকিয়ে ওঠে।

প্রশ্ন-৩৪. কোন দৃশ্য মজিদের কাছে ভালো লাগে না?

উত্তর: গ্রামবাসীর হাসি-গান মজিদের কাছে ভালো লাগে না ।

প্রশ্ন-৩৫. ‘লালসালু' উপন্যাসে সাত ছেলের বাবা কে? 

উত্তর: 'লালসালু' উপন্যাসে সাত ছেলের বাবা দুদু মিঞা।

প্রশ্ন-৩৬. ‘কলমা জান মিঞা?'— মজিদ প্রশ্নটি কাকে করেছে? 

উত্তর: ‘কলমা জান মিঞা?' – মজিদ প্রশ্নটি দুদু মিঞাকে করেছে।

প্রশ্ন-৩৭, রহিমা অতি সঙ্গোপনে মজিদের কাছে কী আর্জি জানায়? 

উত্তর: রহিমা অতি সঙ্গোপনে মজিদের কাছে সন্তানের আর্জি জানায় । 

প্রশ্ন-৩৮. কার সন্তানশূন্য কোলটি খাঁ-খাঁ করে?

উত্তর: রহিমার সন্তানশূন্য কোলটি খাঁ-খাঁ করে ।

প্রশ্ন-৩৯. ঝড় এলে কার হৈ হৈ করার অভ্যাস?

উত্তর: ঝড় এলে হাসুনির মায়ের হৈ হৈ করার অভ্যাস।

প্রশ্ন-৪০. মজিদ কাকে শাড়ি কিনে দিয়েছিল? 

উত্তর: মজিদ হাসুনির মাকে শাড়ি কিনে দিয়েছিল ।

প্রশ্ন-৪১. কার দেহভরা ধানের গন্ধ? 

উত্তর: রহিমার দেহভরা ধানের গন্ধ।

প্রশ্ন-৪২. মজিদ সবাইকে কী বলে সম্বোধন করে থাকেন?

উত্তর: মজিদ সবাইকে ‘মিঞা' বলে সম্বোধন করে থাকেন ।

প্রশ্ন-৪৩. ‘লালসালু' উপন্যাসের ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্টের নাম কী?

উত্তর: ‘লালসালু' উপন্যাসে ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্টের নাম মতলুব খাঁ ।

প্রশ্ন-৪৪. ‘মরা মানুষ জিন্দা হয় ক্যামনে'— উক্তিটি কার?

উত্তর: ‘মরা মানুষ জিন্দা হয় ক্যামনে'— উক্তিটি মজিদের 

প্রশ্ন-৪৫. মতিগঞ্জের সড়কটা দিয়ে দলে-দলে লোক কোনদিকে চলছে? 

উত্তর: মতিগঞ্জের সড়কটা দিয়ে দলে-দলে লোক উত্তর দিকে চলছে। 

প্রশ্ন-৪৬. মজিদ কখন আওয়ালপুরে পৌঁছাল ?

উত্তর: সূর্য হেলে পড়ার সময় মজিদ আওয়ালপুরে পৌঁছাল ।

প্রশ্ন-৪৭. মতলুব খাঁর মতে, আওয়ালপুরের পিরের কোন জিনিসটিকে ধরে রাখার ক্ষমতা আছে?

উত্তর: মতলুব খাঁর মতে, আওয়ালপুরের পিরের সূর্যকে ধরে রাখার ক্ষমতা আছে ।

প্রশ্ন-৪৮. মজিদ কেন হাসপাতালে গিয়েছিল? 

উত্তর: মহব্বতনগর গ্রামের আহত যুবকদের দেখতে মজিদ হাসপাতালে গিয়েছিল ।

প্রশ্ন-৪৯. আওয়ালপুরের পিরের প্রধান মুরিদ কে?

উত্তর: আওয়ালপুরের পিরের প্রধান মুরিদ মতলুব মিয়া । 

প্রশ্ন-৫০. আমেনা বিবি কে?

উত্তর: আমেনা বিবি হলো খালেক ব্যাপারীর প্রথম স্ত্রী । 

প্রশ্ন-৫১. খালেক ব্যাপারীর প্রথম স্ত্রীর নাম কী? 

উত্তর: খালেক ব্যাপারীর প্রথম স্ত্রীর নাম আমেনা ।

প্রশ্ন-৫৩. খালেক ব্যাপারীর কতজন স্ত্রী ছিল? 

উত্তর: খালেক ব্যাপারীর দুইজন স্ত্রী ছিল ।

প্রশ্ন-৫৪. খালেক ব্যাপারীর দ্বিতীয় স্ত্রীর নাম কী? 

উত্তর: খালেক ব্যাপারীর দ্বিতীয় স্ত্রীর নাম তানু বিবি ।

প্রশ্ন-৫৫. তানু বিবি কে?

উত্তর: তানুবিবি খালেক ব্যাপারীর দ্বিতীয় স্ত্রী

প্রশ্ন-৫৬. আমেনা বিবি কাকে দিয়ে পানিপড়া আনতে বলে? 

উত্তর: আমেনা বিবি ধলা মিয়াকে দিয়ে পানিপড়া আনতে বলে । 

প্রশ্ন-৫৭. ধলা মিয়া কে?

উত্তর: ধলা মিয়া খালেক ব্যাপারীর দ্বিতীয় স্ত্রী তানু বিবির ভাই ।

প্রশ্ন-৫৮. মজিদের মতে, কার কথা শুনলে পুরুষমানুষ আর পুরুষ থাকে না? 

উত্তর: মজিদের মতে, মেয়েমানুষের কথা শুনলে পুরুষমানুষ আর পুরুষ থাকে না ।

প্রশ্ন-৫৯. আমেনা বিবি কোন দিন রোজা রাখে?

উত্তর: আমেনা বিবি শুক্রবারের দিন রোজা রাখে । 

প্রশ্ন-৬০. রহিমার পেটে কয়টি প্যাচ?

উত্তর: রহিমার পেটে চৌদ্দটি প্যাচ।

প্রশ্ন-৬১. আক্কাস মিয়া কার ছেলে?

উত্তর: আক্কাসের বাবার নাম মোদাব্বের মিঞা ।

প্রশ্ন-৬২. আক্কাস গ্রামে কী প্রতিষ্ঠা করতে চেয়েছিল?

উত্তর: আক্কাস গ্রামে একটি স্কুল প্রতিষ্ঠা করতে চেয়েছিল ।

প্রশ্ন-৬৩. গ্রামের প্রতিবাদী শিক্ষিত যুবক কে? 

উত্তর: গ্রামের প্রতিবাদী শিক্ষিত যুবক আক্কাস ।

প্রশ্ন-৬৪. ‘তোমার দাড়ি কই মিঞা?'— উক্তিটি কে করেছিল? 

উত্তর: ‘তোমার দাড়ি কই মিঞা?'— উক্তিটি মজিদের। 

প্রশ্ন-৬৫. রহিমা কাকে পুষ্যি রাখতে চেয়েছিল?'

উত্তর: রহিমা হাসুনিকে পুষ্যি রাখতে চেয়েছিল ।

প্রশ্ন-৬৬. কে জমিলাকে প্রথম মজিদকে দেখায়?

উত্তর: জমিলার বুবু খোদেজা প্রথম মজিদকে দেখায় ।

প্রশ্ন-৬৭. মজিদকে দেখে প্রথম জমিলার কী মনে হয়েছিল?

উত্তর: মজিদকে দেখে প্রথমে জমিলার দুলার (বরের) বাবা মনে হয়েছিল ।

প্রশ্ন-৬৮. অবিশ্রান্ত ঢোলক বেজে চলেছে কোথায়?

উত্তর: অবিশ্রান্ত ঢোলক বেজে চলেছে ডোমপাড়ায় ।

প্রশ্ন-৬৯. ডোমপাড়া থেকে কীসের শব্দ ভেসে আসে?

উত্তর: ডোমপাড়া থেকে ঢোলকের শব্দ ভেসে আসে।

প্রশ্ন-৭০. জিকির অনুষ্ঠানের সময় কে ঘরের বাইরে চলে যায়? 

উত্তর: জিকির অনুষ্ঠানের সময় জমিলা ঘরের বাইরে চলে যায়। 

প্রশ্ন-৭১. মজিদের মুখে কে থুতু দিয়েছে?

উত্তর: মজিদের মুখে জমিলা থুতু দিয়েছে।

প্রশ্ন-৭২. মজিদ কাকে মাজারের খুঁটির সাথে বেঁধে রেখেছিল? 

উত্তর: মজিদ জমিলাকে মাজারের খুঁটির সাথে বেঁধে রেখেছিল । 

প্রশ্ন-৭৩. মাজারে কে হাত-পা ছড়িয়ে চিত হয়ে ছিল? 

উত্তর: মাজারে জমিলা হাত-পা ছড়িয়ে চিত হয়ে ছিল ।

■ শব্দার্থ ও টীকা

প্রশ্ন-৭৪. ‘হা শূন্য' শব্দের অর্থ কী?

উত্তর: ‘হা শূন্য' শব্দের অর্থ— অভাবগ্রস্ত । 

প্রশ্ন-৭৫. ‘হেফজ' শব্দের অর্থ কী? 

উত্তর: ‘হেফজ' শব্দের অর্থ— মুখস্থ।

প্রশ্ন-৭৬. ‘বাহে মূলক' শব্দের অর্থ কী?

উত্তর: ‘বাহে মুলুক' শব্দের অর্থ- উত্তরবঙ্গ এলাকা ।

প্রশ্ন-৭৭. ‘নিরাক পড়া'- শব্দের অর্থ কী? 

উত্তর: ‘নিরাক পড়া' শব্দের অর্থ— বাতাসহীন স্তব্ধ গুমোট আবহাওয়া। 

প্রশ্ন-৭৮. ‘আনপাড়হ্' শব্দের অর্থ কী?

উত্তর: ‘আনপাড়হ্' শব্দের অর্থ যাদের কোনো পড়াশোনা নেই।

প্রশ্ন-৭৯. ‘বেচাইন’ শব্দের অর্থ কী?

উত্তর: ‘বেচাইন' শব্দটির অর্থ— অস্থির। 

প্রশ্ন-৮০. ‘হুড়কা’— শব্দের অর্থ কী?

উত্তর: ‘হুড়কা' শব্দের অর্থ— খিল 1.

প্রশ্ন-৮১. কে পক্ষাঘাতে আক্রান্ত? 

উত্তর: খেতানির মা পক্ষাঘাতে আক্রান্ত ।

Next Post Previous Post
8 Comments
  • Anonymous
    Anonymous 02 July

    Thanks vaiya🥰

  • Anonymous
    Anonymous 08 July

    অনেক কিছু শিখলাম ভাইয়া,,, মহান আল্লাহতালা আপনাদের টার্গেট কে পূর্ণ করুক ❤️❤️❤️

  • Anonymous
    Anonymous 09 July

    Thanks you ❤️‍🩹

  • Anonymous
    Anonymous 06 August

    Thanks

  • Anonymous
    Anonymous 22 September

    Thanks teacher. Pray for me today is my exam.

  • Anonymous
    Anonymous 09 November

    khubi valo👍

    • Anonymous
      Anonymous 23 November

      Thanks
      .

  • Anonymous
    Anonymous 31 December

    থ্যাংকস

Add Comment
comment url
আরও পড়ুনঃ
আরও পড়ুনঃ