জেন্ডার ও সেক্স এর মধ্যে পার্থক্য দেখাও
আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে বিষয় হলো জেন্ডার ও সেক্স এর মধ্যে পার্থক্য দেখাও জেনে নিবো। তোমরা যদি পড়াটি ভালো ভাবে নিজের মনের মধ্যে গুছিয়ে নিতে চাও তাহলে অবশ্যই তোমাকে মনযোগ সহকারে পড়তে হবে। চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা জেনে নেই আজকের জেন্ডার ও সেক্স এর মধ্যে পার্থক্য দেখাও ।
জেন্ডার ও সেক্স এর মধ্যে পার্থক্য দেখাও |
জেন্ডার ও সেক্সের মধ্যে পার্থক্য দেখাও। অথবা, জেন্ডার ও সেক্সের মধ্যে তুলনা কর
উত্তর : ভূমিকা : জেন্ডার ও সেক্স সাধারণভাবে ‘লিঙ্গ’ অর্থ প্রকাশ করলেও তাদের মাঝে কিছু পার্থক্য রয়েছে। সমাজবিজ্ঞানের প্রত্যয় দুটি ভিন্ন ভিন্ন অর্থ প্রকাশে ব্যবহৃত হয়। জেন্ডার মানুষের সামাজিক অবস্থান এবং সেক্স মানুষের শারীরিক বৈশিষ্ট্যকে নির্দেশ করে । ফলে তাদের মাঝে কিছু বৈশিষ্ট্য ফুটে ওঠে।
→ জেন্ডার ও সেক্সের মাঝে পার্থক্য : জেণ্ডার ও সেক্সের মাঝে কিছু পার্থক্য আছে। নিম্নে তা উল্লেখ করা হলো :
১. সেক্স হচ্ছে জীববিজ্ঞানের নিয়মে নারী ও পুরুষের মাঝে জৈবিক পার্থক্য যেখানে জেন্ডার হচ্ছে নারী
ও পুরুষের মাঝে সমাজ কর্তৃক আরোপিত সামাজিক সম্পর্ক।
২. সেক্স জৈবিক বা দৈহিক বিষয়। পক্ষান্তরে, জেন্ডার সামাজিক বিষয়।
৩. জেন্ডার মানুষের সামাজিক পরিচয় বহন করে ।
৪. সেক্স মানুষের যৌনতাকে নির্দেশ করে। পক্ষান্তরে, জেন্ডার মানুষের সামাজিক অবস্থাকে নির্দেশ করে ।
৫. সেক্স অপরিবর্তনীয় কিন্তু জেন্ডার সমাজের রীতিনীতি দ্বারা নির্দিষ্ট হয় ।
৭. সন্তান ধারণ সেক্সের সাথে সম্পর্কিত কিন্তু সন্তান লালন- পালন জেন্ডারের সাথে সম্পর্কিত।
৮. সেক্সের দাবি পূরণের জন্য বিবাহ আর বিবাহের রীতি জেন্ডার সংশ্লিষ্ট ।
৯. সেক্স দৈহিক বৈশিষ্ট্য তুলে ধরে। পক্ষান্তরে, সামাজিক বৈশিষ্ট্য তুলে ধরে ।
উপসংহার : পরিশেষে বলা যায় যে, জেন্ডার ও সেক্স দুটি সম্পূর্ণ ভিন্ন বিষয়, যা মানুষের ভিন্ন ভিন্ন পরিচয় বহন করে।
মূলত মানুষের সামাজিক ও শারীরিক অধ্যয়নকে বোধগম্য করে তোলার জন্য প্রত্যয় দুটির আবির্ভাব যা সমাজবিজ্ঞান অধ্যয়নকে সহজ করে তুলেছে।
আর্টিকেলের শেষকথাঃ জেন্ডার ও সেক্স এর মধ্যে পার্থক্য দেখাও
আমরা এতক্ষন জেনে নিলাম জেন্ডার ও সেক্স এর মধ্যে পার্থক্য দেখাও । যদি তোমাদের আজকের এই পড়াটিটি ভালো লাগে তাহলে ফেসবুক বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে পারো। আর এই রকম নিত্য নতুন পোস্ট পেতে আমাদের আরকে রায়হান ওয়েবসাইটের সাথে থাকো।