বর্ণ প্রথা কি | বর্ণ প্রথা বলতে কি বুঝ
আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে বিষয় হলো বর্ণ প্রথা কি | বর্ণ প্রথা বলতে কি বুঝ জেনে নিবো। তোমরা যদি পড়াটি ভালো ভাবে নিজের মনের মধ্যে গুছিয়ে নিতে চাও তাহলে অবশ্যই তোমাকে মনযোগ সহকারে পড়তে হবে। চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা জেনে নেই আজকের বর্ণ প্রথা কি | বর্ণ প্রথা বলতে কি বুঝ।
বর্ণ প্রথা কি বর্ণ প্রথা বলতে কি বুঝ |
বর্ণ প্রথা কি | বর্ণ প্রথা বলতে কি বুঝ
উত্তর : ভূমিকা : বিশ্বব্যাপি সামাজিক স্তরবিন্যাসের কথা চিন্তা করলে দেখা যাবে যে, ভারতীয় বর্ণ প্রথাই হচ্ছে অদ্বিতীয় এবং স্তরবিন্যাসের উজ্জ্বল দৃষ্টান্ত।
তবে এর অর্থ এই নয় যে, এই ধরনের বর্ণ প্রথার সাথে পৃথিবীর কোনো সমাজের স্ত রবিন্যাসের সামান্যতম সাদৃশ্য ও নেই।
→ বর্ণ প্রথা : বর্ণ প্রথা সাধারণত ধর্মীর মূল্যবোধকেই নির্ধারণ করে থাকে। বর্ণপ্রথার বৈশিষ্ট্যই হচ্ছে এটা স্থায়ী এবং অনমননীয়। বর্ণ প্রথার প্রধান হচ্ছে হিন্দুধর্ম।
অন্যান্য দেশে অবশ্য এর উদ্বৃত্ত দেখা যায়। ভারতে বর্ণ প্রথা অনুযারী চারটি শ্রেণি রয়েছে। তার মধ্যে পঞ্চম যে শ্রেণিটি আছে সেটা অসুদ কিংবা দলিদ । তাৱা হিন্দু ধর্মীয় মতবাদ অনুযায়ী এতোটাই নীচু এবং অপবিত্র যে, তারা কোন শ্রেণির আওতায় পড়ে না ।
এগুলো ছাড়া আরো অনেক ধরনের সংখ্যালঘু শ্রেণি রয়েছে। বর্ণপ্রথা অনুযায়ী একজন লোকেরা সামাজিক মর্যাদা হচ্ছে আরোপিত মর্যাদা। জন্ম হওয়ার সাথে সাথেই একটি শিশুর সামাজিক মর্যাদা নির্ধারিত হয় তার পিতামাতার মর্যাদা অনুযায়ী এখানে প্রতিটি বর্ণের রয়েছে নিজস্বস্পষ্ট বৈশিষ্ট্য।
বিবাহ প্রথা অনুযারী তাদেরকে একই বর্ণের ব্যক্তিকে বিয়ে করতে হয়। বৰ্ণ প্ৰথা অনুযারী একজন ব্যক্তির পেশা এবং ধর্মীর ব্যক্তিত্ব নির্ধারিত হয়।
নীচু বর্ণের উদাহরণ হিসেবে ভারতীয় তোমাদের দৃষ্টান্ত দেওয়া যেতে পারে যাদের কাজ হচ্ছে শেষ কৃত্যের আয়োজন করা। একই ধরনের বর্ণ প্রথার কারণে সমাজে বিরাট ধরনের পৃথকীকরণের সৃষ্টি হয়।
তাই দেখা যার গাড়ি চালকের মাঝেও আবার দুই ধরনের অনু বর্ণপ্রথা রয়েছে। যেমন- সাধারণ গাড়ির চালকদের চেয়ে উন্নত ও বিলাসবহুল গাড়ি চালকের মর্যাদা একটু বেশি।
তবে বিগত কয়েক যুগের শিল্পায়ন এবং নগরায়ণের কারণে ভারতের কঠোর বর্ণ প্রথা অনেক নমনীয় হয়ে এসেছে।
উপসংহার : পরিশেষে বলা যায় যে, পৃথিবীর অন্যান্য বহু দেশে জাতি-বর্ণ প্রথা দেখা যায়। কোথাও অনমনীয় রূপ ধারণ করে আছে বা ছিল, কিন্তু এসব জাতির বিভেদ যতই উগ্ৰ বা অমনীয় হোক না কেন ভারতীয় জাতি-বর্ণ প্রথার সাথে তার কিছু কিছু মিল থাকলে ও মৌলিক পার্থক্য আছে।
আর্টিকেলের শেষকথাঃ বর্ণ প্রথা কি | বর্ণ প্রথা বলতে কি বুঝ
আমরা এতক্ষন জেনে নিলাম বর্ণ প্রথা কি | বর্ণ প্রথা বলতে কি বুঝ । যদি তোমাদের আজকের এই পড়াটিটি ভালো লাগে তাহলে ফেসবুক বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে পারো। আর এই রকম নিত্য নতুন পোস্ট পেতে আমাদের আরকে রায়হান ওয়েবসাইটের সাথে থাকো।