বন্যা কি | বন্যা কাকে বলে | বন্যা বলতে কি বুঝ
আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে বিষয় হলো বন্যা কি | বন্যা কাকে বলে | বন্যা বলতে কি বুঝ জেনে নিবো। তোমরা যদি পড়াটি ভালো ভাবে নিজের মনের মধ্যে গুছিয়ে নিতে চাও তাহলে অবশ্যই তোমাকে মনযোগ সহকারে পড়তে হবে। চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা জেনে নেই আজকের বন্যা কি | বন্যা কাকে বলে | বন্যা বলতে কি বুঝ ।
বন্যা কি বন্যা কাকে বলে বন্যা বলতে কি বুঝ |
বন্যা কি | বন্যা কাকে বলে | বন্যা বলতে কি বুঝ
উত্তর : ভূমিকা : বর্তমানে প্রাকৃতিক দুর্যোগ হিসেবে যে নামটি সবচেয়ে বেশি শোনা যায় তা হলো বন্যা। বন্যা প্রাকৃতিক দুর্যোগের মধ্যে অন্যতম । প্রতি বছর বন্যা সংঘটিত হয়। তবে প্রতি বছরের মাত্রা সমান হয় না । বন্যার ফলে বাঁধ ও ঘরবাড়ি নষ্ট হয় ।
→ বন্যা : বন্যা হলো এমন একটি জিনিস যেটির অর্থ এটাই যে খাল, বিল, নদী-নালার পানি যখন স্বাভাবিকের চেয়ে বেশি হয়ে যখন জনপদে ঢুকে পড়ে।
অর্থাৎ নদী নালার পানি যখন স্বাভাবিক উচ্চতার চেয়ে বেশি থাকে তখন তাকে বন্যা বলে। বন্যা হলো একটি মারাত্মক প্রাকৃতিক দুর্যোগ। বন্যার ফলে নিম্নাঞ্চলসমূহ প্লাবিত হয়। বন্যা মানুষের সাধারণ জীবনযাত্রার মানকে ব্যাহত করে।
বন্যার ফলে সমাজের মধ্যে নানা ধরনের অভাব অনটন দেখা দেয়। মানুষের বাসস্থান, ঘরবাড়ি, ফসল সবকিছু পানিতে ডুবে যায়। বন্যার ফলে নানা ধরনের পরিবেশ দূষিত হয়। পানি দূষণ, বায়ু দূষণ, মাটি দূষণ বন্যার কারণে হয়ে থাকে ৷
বন্যা হলো এমন একটি পানি প্রবাহ যা স্বাভাবিক অবস্থায় প্লাবনমুক্ত ভূমিকে প্লাবিত করে। বন্যার পানি প্রবাহের একটি অস্বাভাবিক দিক। বন্যা ফলে জনজীবন অতিষ্ঠ হয়ে যায়।
বন্যার ফলে সমাজের মানুষ অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। কারণ গ্রামের অর্থনীতির মূল হলো কৃষি। তাই বন্যার ফলে কৃষি জমি প্লাবিত হয়।
কৃষি জমি প্লাবিত হওয়ার কারণে মানুষের সমস্ত ফসল পানিতে ডুবে যায়। অর্থনৈতিক অবস্থা তখন চরম দারিদ্র্য সীমার মধ্যে পড়ে তখন মানুষ অন্য স্থানে স্থানান্তরিত হয়।
বন্যা মূলত বৈশ্বিক উষ্ণতার কারণে সৃষ্টি হয়। বন্যার ফলে সমাজ, রাষ্ট্র উভয়ই ক্ষতিগ্রস্ত হয়। বন্যা মানব সমাজের জন্য মারাত্মক ক্ষতিকর। কারণ বন্যা জনজীবন বিপর্যস্ত করে দেয়। সামাজিক বন্ধন হালকা করে দেয়।
উপসংহার : পরিশেষে বলা যায় যে, বন্যা হলো প্রাকৃতিক দুর্যোগের মধ্যে অন্যতম । বন্যার ফলে বহু মানুষ নিঃস্ব হয়ে যায় ঋণে জর্জরিত থাকে। বন্যা মূলত মানব সৃষ্টির কারণে হয়ে থাকে। তবে কখনো অতিরিক্ত বৃষ্টি পাতের ফলে বন্যা সংঘটিত হয়ে থাকে।
আর্টিকেলের শেষকথাঃ বন্যা কি | বন্যা কাকে বলে | বন্যা বলতে কি বুঝ
আমরা এতক্ষন জেনে নিলাম বন্যা কি | বন্যা কাকে বলে | বন্যা বলতে কি বুঝ । যদি তোমাদের আজকের এই পড়াটিটি ভালো লাগে তাহলে ফেসবুক বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে পারো। আর এই রকম নিত্য নতুন পোস্ট পেতে আমাদের আরকে রায়হান ওয়েবসাইটের সাথে থাকো।