২৭টি বায়ান্নর দিনগুলো জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | Bayannor Dinguli Short Question
২৭টি বায়ান্নর দিনগুলো জ্ঞানমূলক প্রশ্ন উত্তর |
২৭টি বায়ান্নর দিনগুলো জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | Bayannor Dinguli Short Question
■ লেখক-পরিচিতি ঃ
প্রশ্ন-১. স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্রের স্থপতি কে?
উত্তর: স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ।
প্রশ্ন-২. জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন?
উত্তর: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯২০ খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন।
প্রশ্ন-৩. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাবার নাম কী?
উত্তর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাবার নাম— শেখ লুৎফর রহমান ।
প্রশ্ন-৪. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭১ সালের কত তারিখে তাঁর ঐতিহাসিক ভাষণ প্রদান করেন?
উত্তর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭১ সালের ৭ই মার্চ তাঁর ঐতিহাসিক ভাষণ প্রদান করেন ।
প্রশ্ন-৫. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত তারিখে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন?
উত্তর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭১ সালের ২৫শে মার্চের মধ্যরাতের পর, অর্থাৎ ২৬শে মার্চ প্রথম প্রহরে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন।
প্রশ্ন-৬. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের কারাগার থেকে মুক্ত হয়ে কবে দেশে ফেরেন?
উত্তর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের কারাগার থেকে মুক্ত হয়ে ১৯৭২ সালের ১০ই জানুয়ারি দেশে ফেরেন।
প্রশ্ন-৭. ১৯৭২ সালে বঙ্গবন্ধু কোন পদকে ভূষিত হন?
উত্তর: ১৯৭২ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ‘জুলিও কুরি' পদকে ভূষিত হন ।
প্রশ্ন-৮. বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয় কবে?
উত্তর: বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয় ১৯৭৫ সালের ১৫ই আগস্ট। দ্রিষ্টা: ১৯৭৫ সালের ১৫ই আগস্ট একাত্তরের পরাজিত শক্তিসহ দেশি-বিদেশি ষড়যন্ত্রে সামরিক বাহিনীর কতিপয় কুচক্রী, ক্ষমতালোভী সদস্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করে।।
মূলপাঠ
প্রশ্ন-৯. ঢাকা জেলের ভেতর শেখ মুজিবুর রহমান ও মহিউদ্দিন আহমদ কীসের প্রস্তুতি নিচ্ছিলেন ?
উত্তর: ঢাকা জেলের ভেতর শেখ মুজিবুর রহমান ও মহিউদ্দিন আহমদ অনশন ধর্মঘট করার প্রস্তুতি নিচ্ছিলেন।
প্রশ্ন-১০. ‘বায়ান্নর দিনগুলো' প্রবন্ধে ডেপুটি জেলারের নাম কী?
উত্তর: ‘বায়ান্নর দিনগুলো' প্রবন্ধে ডেপুটি জেলারের নাম মোখলেসুর রহমান ।
প্রশ্ন-১১. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ঢাকা জেল থেকে কোন জেলে বদলি করা হয়েছিল?
উত্তর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ঢাকা জেল থেকে ফরিদপুর- জেলখানাতে বদলি করা হয়।
প্রশ্ন-১২. শেখ মুজিবুর রহমান অনশন ধর্মঘট করার আগে ওষুধ খেয়েছিলেন কেন?
উত্তর: শেখ মুজিবুর রহমান অনশন ধর্মঘট শুরু করার আগে পেট পরিষ্কার করার জন্য ওষুধ খেয়েছিলেন।
প্রশ্ন-১৩. বায়ান্নর দিনগুলো' রচনায় বর্ণিত মহিউদ্দিন আহমদ কোন রোগে ভুগছিলেন?
উত্তর: 'বায়ান্নর দিনগুলো' রচনায় বর্ণিত মহিউদ্দিন আহমদ প্লুরিসিস (বক্ষব্যাধি) রোগে ভুগছিলেন ৷
প্রশ্ন-১৪. কার হার্টের সমস্যা দেখা দিয়েছিল?
উত্তর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হার্টের সমস্যা দেখা দিয়েছিল ।
প্রশ্ন-১৫. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জেলখানা থেকে কতটি চিঠি লিখেছিলেন?
উত্তর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জেলখানা থেকে চারটি চিঠি লিখেছিলেন ।
প্রশ্ন-১৬. ১৯৫২ সালের ফেব্রুয়ারির কত তারিখে রাষ্ট্রভাষা বাংলার দাবিতে ফরিদপুরে হরতাল পালিত হয়?
উত্তর: ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি রাষ্ট্রভাষা বাংলার দাবিতে ফরিদপুরে হরতাল পালিত হয় ।
প্রশ্ন-১৭. জেলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুক্তির খবরটি কীভাবে এসেছিল?
উত্তর: জেলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুক্তির খবরটি রেডিওগ্রামের মাধ্যমে এসেছিল ।
প্রশ্ন-১৮. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে দেখার জন্য কে ব্যস্ত হয়ে পড়েছিলেন?
উত্তর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে দেখার জন্য তাঁর স্ত্রী রেণু ব্যস্ত হয়ে পড়েছিলেন ।
প্রশ্ন-১৯. জনমতের বিরুদ্ধে যেতে কারা ভয় পায়?
উত্তর: জনমতের বিরুদ্ধে যেতে শোষকরা ভয় পায় ।
■ শব্দার্থ ও টীকা
প্রশ্ন ২০. রেণু কে?
উত্তর: রেণু হলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী শেখ ফজিলাতুন্নেসা মুজিব।
প্রশ্ন-২১. রেণুর পুরো নাম কী?
উত্তর: রেণুর পুরো নাম শেখ ফজিলাতুন্নেসা মুজিব ।
প্রশ্ন-২২. আমলাতন্ত্র কী?
উত্তর: রাষ্ট্রীয় প্রশাসনে সরকারি কর্মচারীদের কর্তৃত্বমূলক ব্যবস্থাই আমলাতন্ত্র ।
প্রশ্ন-২৩. আব্দুর রশিদ তর্কবাগীশ কে ছিলেন?
উত্তর: আবদুর রশিদ তর্কবাগীশ ছিলেন গণআজাদী লীগ নেতা ।
■ পাঠ-পরিচিতি
প্রশ্ন-২৪. ‘বায়ান্নর দিনগুলো' কোন জাতীয় রচনা?
উত্তর: ‘বায়ান্নর দিনগুলো' একটি আত্মজীবনীমূলক রচনা ।
প্রশ্ন-২৫. বঙ্গবন্ধুর 'অসমাপ্ত আত্মজীবনী' গ্রন্থটি কত সালে প্রকাশিত হয়?
উত্তর: বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী' গ্রন্থটি ২০১২ সালে প্রকাশিত হয় ।
প্রশ্ন-২৬. বঙ্গবন্ধুর আত্মজীবনীতে কত সাল পর্যন্ত ঘটনাবলি স্থান পেয়েছে?
উত্তর: বঙ্গবন্ধুর আত্মজীবনীতে ১৯৫৫ সাল পর্যন্ত ঘটনাবলি স্থান পেয়েছে।
প্রশ্ন-২৭. ‘বায়ান্নর দিনগুলো' রচনায় বঙ্গবন্ধুর কোন স্মৃতি বিবৃত হয়েছে?
উত্তর: ‘বায়ান্নর দিনগুলো' রচনায় ১৯৫২ সালের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জেলজীবন ও জেল থেকে মুক্তিলাভের স্মৃতি বিবৃত হয়েছে ।