৪০টি আঠারো বছর বয়স কবিতার জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর
আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে বিষয় হলো আঠারো বছর বয়স কবিতার জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর - atharo bochor boyosh kobita জেনে নিবো। তোমরা যদি পড়াটি ভালো ভাবে নিজের মনের মধ্যে গুছিয়ে নিতে চাও তাহলে অবশ্যই তোমাকে মনযোগ সহকারে পড়তে হবে। চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা জেনে নেই আজকের আঠারো বছর বয়স কবিতার জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর ।
আঠারো বছর বয়স কবিতার জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর |
■ কবি-পরিচিতি: ৪০টি আঠারো বছর বয়স কবিতার জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর
প্রশ্ন-১. কবি সুকান্ত ভট্টাচার্য কত সালে জন্মগ্রহণ করেন?
উত্তর: কবি সুকান্ত ভট্টাচার্য ১৯২৬ সালে জন্মগ্রহণ করেন ।
প্রশ্ন-২. সুকান্ত ভট্টাচার্য আগস্ট মাসের কত তারিখে জন্মগ্রহণ করেন?
উত্তর: সুকান্ত ভট্টাচার্য আগস্ট মাসের ১৫ তারিখে জন্মগ্রহণ করেন ।
প্রশ্ন-৩. সুকান্ত ভট্টাচার্যের পৈতৃক নিবাস কোন জেলায়?
উত্তর: সুকান্ত ভট্টাচার্যের পৈতৃক নিবাস গোপালগঞ্জ জেলায় ।
প্রশ্ন-৪. সুকান্ত ভট্টাচার্য মৃত্যুর আগ পর্যন্ত কোন পত্রিকার সম্পাদক ছিলেন?
উত্তর: সুকান্ত ভট্টাচার্য মৃত্যুর আগ পর্যন্ত দৈনিক স্বাধীনতা' পত্রিকার সম্পাদক ছিলেন ।
প্রশ্ন-৫. ‘ছাড়পত্র' কার কাব্যগ্রন্থ?
উত্তর: 'ছাড়পত্র' সুকান্ত ভট্টাচার্যের কাব্যগ্রন্থ।
প্রশ্ন-৬. 'ঘুম নেই' সুকান্ত ভট্টাচার্যের কোন ধরনের রচনা?
উত্তর: 'ঘুম নেই' সুকান্ত ভট্টাচার্যের একটি কাব্যগ্রন্থ।
প্রশ্ন-৭. ‘আকাল' সুকান্ত ভট্টাচার্যের কী ধরনের রচনা
উত্তর: 'আকাল' সুকান্ত ভট্টাচার্যের একটি কাব্যগ্রন্থ।
প্রশ্ন-৮. সুকান্ত ভট্টাচার্যের সম্পাদিত কাব্যগ্রন্থের নাম কী?
উত্তর: সুকান্ত ভট্টাচার্যের সম্পাদিত কাব্যগ্রন্থের নাম 'আকাল।'
প্রশ্ন-৯. সুকান্ত ভট্টাচার্য মৃত্যুবরণ করেন কত সালে?
উত্তর: সুকান্ত ভট্টাচার্য মৃত্যুবরণ করেন ১৯৪৭ সালে।
প্রশ্ন-১০. কবি সুকান্ত ভট্টাচার্য কত বছর বয়সে মারা যান?
উত্তর: কবি সুকান্ত ভট্টাচার্য একুশ বছর বয়সে মারা যান ।
মূলপাঠ: আঠারো বছর বয়স কবিতার জ্ঞানমূলক প্রশ্ন
প্রশ্ন-১১, তরুণরা মাথা তোলার ঝুঁকি নেয় কত বছর বয়সে?
উত্তর: তরুণরা মাথা তোলার ঝুঁকি নেয় আঠারো বছর বয়সে।
প্রশ্ন-১২. কোন বয়সে দুঃসাহসেরা উঁকি দেয়?
উত্তর: আঠারো বছর বয়সে দুঃসাহসেরা উকি দেয় ।
প্রশ্ন-১৩. আঠারো বছর বয়সে অহরহ কী উঁকি দেয়?
উত্তর: আঠারো বছর বয়সে অহরহ বিরাট দুঃসাহসেরা উঁকি দেয়।
প্রশ্ন-১৪, পদাঘাতে আঠারো বছর বয়স কী ভাঙতে চায়?
উত্তর: পদাঘাতে আঠারো বছর বয়স পাথর বাধা ভাঙতে চায় ।
প্রশ্ন-১৫. আঠারো বছর বয়স কী জানে না?
উত্তর: আঠারো বছর বয়স কাঁদতে জানে না।
প্রশ্ন-১৬, আঠারো বছর বয়স কীসের মতো চলে?
উত্তর: আঠারো বছর বয়স স্টিমারের মতো চলে ।
প্রশ্ন-১৭. কোন বয়সের প্রাণ তীব্র আর প্রখর?
উত্তর: আঠারো বছর বয়সের প্রাণ তীব্র আর প্রখর ।
প্রশ্ন-১৮. আঠারো বছর বয়সে কানে কী আসে?
উত্তর: আঠারো বছর বয়সে কানে মন্ত্রণা (ভালো-মন্দ নানা তত্ত্ব) আসে ।
প্রশ্ন-১৯. আঠারো বছর বয়স পথে-প্রান্তরে কী ছোটায়?
উত্তর: আঠারো বছর বয়স পথে-প্রান্তরে তুফান ছোটায় ।
প্রশ্ন-২০. কখন হাল ঠিকমতো রাখা ভার হয়ে পড়ে?
উত্তর: দুর্যোগের সময় হাল ঠিকমতো রাখা ভার হয়ে পড়ে ।
প্রশ্ন-২১. আঠারো বছর বয়সে সহস্র প্রাণ কী হয়?
উত্তর: আঠারো বছর বয়সে সহস্র প্রাণ ক্ষত-বিক্ষত হয়।
প্রশ্ন-২২. কোন বয়সে অবিশ্রান্ত আঘাত আসে?
উত্তর: আঠারো বছর বয়সে অবিশ্রান্ত আঘাত আসে ।
প্রশ্ন-২৩. আঠারো বছর বয়স কীসে কালো?
উত্তর: আঠারো বছর বয়স লক্ষ দীর্ঘশ্বাসে কালো।
প্রশ্ন-২৪. লক্ষ দীর্ঘশ্বাসে আঠারো বছর বয়স কীরূপ হয়?
উত্তর: লক্ষ দীর্ঘশ্বাসে আঠারো বছর বয়স কালো হয় ।
প্রশ্ন-২৫. ‘আঠারো বছর বয়স' কবিতা অনুসারে আঠারো বছর বয়সিরা কীসে বাঁচে?
উত্তর: ‘আঠারো বছর বয়স' কবিতা অনুসারে আঠারো বছর বয়সিরা দুর্যোগে আর ঝড়ে বাঁচে।
প্রশ্ন-২৬. আঠারো বছর বয়স কীসের মতো নয়?
উত্তর: আঠারো বছর বয়স ভীরু কাপুরুষের মতো নয়।
প্রশ্ন-২৭. কীসের ক্ষেত্রে আঠারো বছর বয়স থেমে যায় না?
উত্তর: পথ চলার ক্ষেত্রে আঠারো বছর বয়স থেমে যায় না।
প্রশ্ন-২৮. কোন বয়সিরা সংশয়গ্রস্ত নয়?
উত্তর: আঠারো বছর বয়সিরা সংশয়গ্রস্ত নয়।
প্রশ্ন-২৯. ‘আঠারো বছর বয়স' কবিতাটির কবি এ দেশের বুকে কী নেমে আসার আহ্বান জানিয়েছেন?
উত্তর: 'আঠারো বছর বয়স' কবিতাটির কবি এ দেশের বুকে আঠারো নেমে আসার আহ্বান জানিয়েছেন।
পাঠ-পরিচিতি: আঠারো বছর বয়স কবিতার জ্ঞানমূলক প্রশ্ন
প্রশ্ন-৩৪. 'আঠারো বছর বয়স' কবিতাটির রচয়িতা কে?
উত্তর: 'আঠারো বছর বয়স' কবিতাটির রচয়িতা সুকান্ত ভট্টাচার্য।
প্রশ্ন-৩৫. 'আঠারো বছর বয়স' কবিতাটি কবির কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে?
উত্তর: 'আঠারো বছর বয়স' কবিতাটি কবির ‘ছাড়পত্র' কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে।
প্রশ্ন-৩৬. ‘ছাড়পত্র' কাব্যগ্রন্থটি কত সালে প্রকাশিত হয়?
উত্তর: ‘ছাড়পত্র' কাব্যগ্রন্থটি ১৯৪৮ সালে প্রকাশিত হয়।
প্রশ্ন-৩৭. ‘আঠারো বছর বয়স' কবিতাটি কত সালে প্রকাশিত হয়?
উত্তর: 'আঠারো বছর বয়স' কবিতাটি ১৯৪৮ সালে প্রকাশিত হয়।
প্রশ্ন-৩৮. ‘আঠারো বছর বয়স' কবিতায় কবি কোন বৈশিষ্ট্যকে তুলে ধরেছেন?
উত্তর: ‘আঠারো বছর বয়স' কবিতায় কবি বয়ঃসন্ধিকালের বৈশিষ্ট্যকে তুলে ধরেছেন ।
প্রশ্ন-৩৯. জাতীয় জীবনের চালিকাশক্তি কী?
উত্তর: জাতীয় জীবনের চালিকাশক্তি হলো তারুণ্য।
প্রশ্ন-৪০. 'আঠারো বছর বয়স' কবিতাটি কোন ছন্দে রচিত?
উত্তর: ‘আঠারো বছর বয়স' কবিতাটি মাত্রাবৃত্ত ছন্দে রচিত ।
আর্টিকেলের শেষকথাঃ আঠারো বছর বয়স কবিতার জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর
আমরা এতক্ষন জেনে নিলাম আঠারো বছর বয়স কবিতার জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর । যদি তোমাদের আজকের এই পড়াটিটি ভালো লাগে তাহলে ফেসবুক বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে পারো। আর এই রকম নিত্য নতুন পোস্ট পেতে আমাদের আরকে রায়হান ওয়েবসাইটের সাথে থাকো।