৪২টি আমি কিংবদন্তির কথা বলছি কবিতার জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর
২৪টি আমি কিংবদন্তির কথা বলছি কবিতার জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর |
২৪টি আমি কিংবদন্তির কথা বলছি কবিতার জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর
■ কবি-পরিচিতি
প্রশ্ন-১. আবু জাফর ওবায়দুল্লাহ কবে জন্মগ্রহণ করেন?
উত্তর: আবু জাফর ওবায়দুল্লাহ ১৯৩৪ খ্রিষ্টাব্দের ৮ই ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন।
প্রশ্ন-২. আবু জাফর ওবায়দুল্লাহ কীসের জন্য একুশে পদক পান?
উত্তর: আবু জাফর ওবায়দুল্লাহ রাষ্ট্রভাষা আন্দোলনবিষয়ক সাহিত্য রচনার জন্যে একুশে পদক পান।
প্রশ্ন-৩. আবু জাফর ওবায়দুল্লাহ কত খ্রিষ্টাব্দে বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন?
উত্তর: আবু জাফর ওবায়দুল্লাহ ১৯৭৯ খ্রিষ্টাব্দে বাংলা একাডেমি পুরুস্কার লাভ করেন।
প্রশ্ন-৪. আবু জাফর ওবায়দুল্লাহ মৃত্যুবরণ করেন কবে?
উত্তর: আবু জাফর ওবায়দুল্লাহ মৃত্যুবরণ করেন ২০০১ খ্রিষ্টাব্দের ১৯শে মার্চ।
মূলপাঠ: ২৪টি আমি কিংবদন্তির কথা বলছি কবিতার জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর
প্রশ্ন-৫. ‘আমি কিংবদন্তির কথা বলছি' কবিতায় বর্ণিত পূর্বপুরুষের করতলে কী ছিল?
উত্তর: ‘আমি কিংবদন্তির কথা বলছি' কবিতায় বর্ণিত পূর্বপুরুষের করতলে পলিমাটির সৌরভ ছিল।
প্রশ্ন-৬. 'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতায় কোন ফুলের নাম উল্লেখ আছে?
উত্তর: ‘আমি কিংবদন্তির কথা বলছি' কবিতায় রক্তজবা ফুলের নাম উল্লেখ আছে ।
প্রশ্ন-৭. কার পিঠে রক্তজবার মতো ক্ষত ছিল?
উত্তর: কবির পূর্বপুরুষের পিঠে রক্তজবার মতো ক্ষত ছিল ।
প্রশ্ন-৮. পূর্বপুরুষের পিঠে কেমন ক্ষত ছিল?
উত্তর: পূর্বপুরুষের পিঠে রক্তজবার মতো ক্ষত ছিল ।
প্রশ্ন-৯. ‘আমি কিংবদন্তির কথা বলছি' কবিতায় পূর্বপুরুষেরা কোন পাহাড়ের কথা বলতেন?
উত্তর: ‘আমি কিংবদন্তির কথা বলছি' কবিতায় পূর্বপুরুষেরা অতিক্রান্ত পাহাড়ের কথা বলতেন ।
প্রশ্ন-১০. অরণ্য ও শ্বাপদের কথা বলতেন কারা?
উত্তর: অরণ্য ও শ্বাপদের কথা বলতেন কবির পূর্বপুরুষেরা।
প্রশ্ন-১১. কবিতার মুক্ত শব্দগুলো কোথা থেকে উচ্চারিত হয়?
উত্তর: কবিতার মুক্ত শব্দগুলো জিহ্বা থেকে উচ্চারিত হয়।
প্রশ্ন-১২. কর্ষিত জমির কোনটি কবিতা?
উত্তর: কর্ষিত জমির প্রতিটি শস্যদানা কবিতা
প্রশ্ন-১৩. কে ঝড়ের আর্তনাদ শুনবে?
উত্তর: যে কবিতা শুনতে জানে না, সে ঝড়ের আর্তনাদ শুনবে।
প্রশ্ন-১৪. দিগন্তের অধিকার থেকে কে বঞ্চিত হবে?
উত্তর: যে কবিতা শুনতে জানে না, সে দিগন্তের অধিকার থেকে বঞ্চিত হবে।
প্রশ্ন-১৫. কে আজন্ম ক্রীতদাস থেকে যাবে?
উত্তর: যে কবিতা শুনতে জানে না, সে আজন্ম ক্রীতদাস থেকে যাবে।
প্রশ্ন-১৬. প্রবহমান নদীর কথা কে বলতেন ?
উত্তর: কবির মা প্রবহমান নদীর কথা বলতেন ।
প্রশ্ন-১৭. কবির কণ্ঠে উচ্চারিত সত্য কীসের মতো?
উত্তর: কবির কণ্ঠে উচ্চারিত সত্য স্বপ্নের মতো ।
প্রশ্ন-১৮, সাঁতার না জানাকে কে ভাসিয়ে রাখে?
উত্তর: প্রবহমান নদী সাঁতার না জানাকে ভাসিয়ে রাখে।
প্রশ্ন-১৯. প্রবহমান নদী কাকে ভাসিয়ে রাখে?
উত্তর: প্রবহমান নদী 'যে সাঁতার জানে না' তাকে ভাসিয়ে রাখে।
প্রশ্ন ২০. কে সন্তানের জন্য মরতে পারে না?
উত্তর: যে কবিতা শুনতে জানে না, সে সন্তানের জন্য মরতে পারে না ।
প্রশ্ন-২১. যে কবিতা শুনতে জানে না সে সন্তানের জন্য কী করতে পারে না?
উত্তর: যে কবিতা শুনতে জানে না, সে সন্তানের জন্য মরতে পারে না ।
প্রশ্ন-২২. কবিতা না শোনা মানুষ হূৎপিণ্ডে কী ধরে রাখতে পারে না?
উত্তর: কবিতা না শোনা মানুষ হূৎপিণ্ডে সূর্যকে ধরে রাখতে পারে না।
প্রশ্ন-২৩. যে কবিতা শুনতে জানে না, সে সূর্যকে কোথায় ধরে রাখতে পারে না?
উত্তর: যে কবিতা শুনতে জানে না, সে সূর্যকে হৃৎপিণ্ডে ধরে রাখতে পারে না ।
প্রশ্ন-২৪. পূর্বপুরুষের পিঠে রক্তজবার মতো ক্ষত কেন?
উত্তর: পূর্বপুরুষের পিঠে অত্যাচারের আঘাত এখনও তাজা রয়েছে বলে তাদের পিঠে রক্তজবার মতো ক্ষত ।
প্রশ্ন-২৫. পূর্বপুরুষেরা অন্যের অধীনে কীভাবে জীবনধারণ করতেন?
উত্তর: পূর্বপুরুষেরা অন্যের অধীনে ক্রীতদাসের মতো জীবনধারণ করতেন।
প্রশ্ন-২৬. শস্যের সম্ভার কাকে সমৃদ্ধ করবে?
উত্তর: যে কর্ষণ করে শস্যের সম্ভার তাকে সমৃদ্ধ করবে।
প্রশ্ন-২৭. যে গাভীর পরিচর্যা করে, জননীর আশীর্বাদ তাকে কী করবে?
উত্তর: যে গাভীর পরিচর্যা করে, জননীর আশীর্বাদ তাকে দীর্ঘায়ু করবে।
প্রশ্ন-২৮. জননীর আশীর্বাদ কাকে দীর্ঘায়ু করবে?
উত্তর: যে গাভীর পরিচর্যা করে, জননীর আশীর্বাদ তাকে দীর্ঘায়ু করবে।
প্রশ্ন-২৯. যে লৌহখণ্ডকে প্রজ্বলিত করে কী তাকে সশস্ত্র করবে?
উত্তর: যে লৌহ খণ্ডকে প্রজ্বলিত করে ইস্পাতের তরবারি তাকে সশস্ত্র করবে।
প্রশ্ন-৩০. কবিতায় কী ধরনের সুন্দরের কথা বলা হয়েছে?
উত্তর: কবিতায় সশস্ত্র সুন্দরের কথা বলা হয়েছে।
প্রশ্ন-৩১. সুপুরুষ ভালোবাসার সুকণ্ঠ সংগীত কী?
উত্তর: সুপুরুষ ভালোবাসার সুকণ্ঠ সংগীত কবিতা ।
প্রশ্ন-৩২. কোথায় উচ্চারিত প্রতিটি মুক্ত শব্দ কবিতা?
উত্তর: জিহ্বায় উচ্চারিত প্রতিটি মুক্ত শব্দ কবিতা ।
প্রশ্ন-৩৩. রক্তজবার মতো প্রতিরোধের উচ্চারণকে কী বলে?
উত্তর: রক্তজবার মতো প্রতিরোধের উচ্চারণকে কবিতা বলে ।
প্রশ্ন-৩৪. কবি পূর্বপুরুষদের মতো কোন কথা বলার প্রত্যাশা করেছেন?
উত্তর: কবি পূর্বপুরুষদের মতো স্বাধীনতার কথা বলার প্রত্যাশা করেছেন।
শব্দার্থ ও টীকা
প্রশ্ন-৩৫. ‘কিংবদন্তি' শব্দের অর্থ কী?
উত্তর: ‘কিংবদন্তি' শব্দের অর্থ— জনশ্রুতি ।
প্রশ্ন-৩৬. ‘কিংবদন্তি' শব্দবন্ধটি কীসের প্রতীক?
উত্তর: ‘কিংবদন্তি' শব্দবন্ধটি ঐতিহ্যের প্রতীক
প্রশ্ন-৩৭. ‘বিচলিত স্নেহ' শব্দবন্ধের মানে কী?
উত্তর: ‘বিচলিত স্নেহ' শব্দবন্ধের মানে হলো আপনজনের উৎকণ্ঠা
প্রশ্ন-৩৮. করতল শব্দের অর্থ কী?
উত্তর: ‘করতল' শব্দের অর্থ- হাতের তালু।
পাঠ-পরিচিতি
প্রশ্ন-৩৯. ‘আমি কিংবদন্তির কথা বলছি' কবিতাটির রচয়িতা কে?
উত্তর: ‘আমি কিংবদন্তির কথা বলছি' কবিতাটির রচয়িতা আবু জাফর ওবায়দুল্লাহ।
প্রশ্ন-৪০. 'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?
উত্তর: ‘আমি কিংবদন্তির কথা বলছি' কবিতাটি 'আমি কিংবদন্তির কথা বলছি' কাব্যগ্রন্থের অন্তর্গত।
প্রশ্ন-৪১. অভিনবত্ব কী নির্মাণের শর্ত?
উত্তর: অভিনবত্ব চিত্রকল্প নির্মাণের শর্ত ।
প্রশ্ন-৪২. ‘আমি কিংবদন্তির কথা বলছি' কবিতাটি কোন ছন্দে রচিত?
উত্তর: ‘আমি কিংবদন্তির কথা বলছি' কবিতাটি গদ্যছন্দে রচিত।
আমাদের
অনেক উপকার হয়
জাযাকাল্লাহ ।