টক্সিক গলগন্ড কেন হয়
আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে বিষয় হলো টক্সিক গলগন্ড কেন হয় জেনে নিবো। তোমরা যদি পড়াটি ভালো ভাবে নিজের মনের মধ্যে গুছিয়ে নিতে চাও তাহলে অবশ্যই তোমাকে মনযোগ সহকারে পড়তে হবে। চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা জেনে নেই আজকের টক্সিক গলগণ্ড কেন হয়
ক. BMI মানদণ্ডে একজন সুস্থ ব্যক্তির আদর্শ BMI মান কত?
খ. টক্সিক গলগণ্ড কেন হয়?
গ. উদ্দীপকের প্রবাহ চিত্রটির দ্বিতীয় বস্তুটির গঠন চিত্রসহ বর্ণনা।করো ।
ঘ. মানব কর্তৃক গৃহীত আমিষ জাতীয় খাবার Y এবং Z এর বিশেষ বিশেষ এনজাইম দ্বারা পরিপাক হয়— উক্তিটি বিশ্লেষণ করো।
প্রশ্নের উত্তর
ক. BMI মানদণ্ডে একজন সুস্থ ব্যক্তির আদর্শ BMI মান হলো ১৮.৫ 28.৯।
খ. গলগণ্ড থাইরয়েড গ্রন্থির একটি রোগ।
গলগণ্ড দুই রকমের,
যথা- ১. সরল গলগণ্ড ও
২. টক্সিক গলগণ্ড।
অতিমাত্রায় থাইরক্সিন নামক হরমোন নিঃসরণের ফলে টক্সিক গলগণ্ড হয়।
গ. উদ্দীপকের প্রবাহ চিত্রটির দ্বিতীয় বস্তুটি হলো দাঁত। নিচে দাঁতের গঠন চিত্রসহ বর্ণনা করা হলো-
প্রতিটি দাঁতের তিনটি অংশ থাকে। যথা-মাড়ির উপরের অংশ মুকুট, মাড়ির ভেতরের অংশ মূল এবং দাঁতের মধ্যবর্তী অংশ গ্রীবা 1 প্রতিটি দাঁত যেসব উপাদান দ্বারা গঠিত তা হলো-
ডেন্টিন; দাঁত প্রধানত ডেন্টিন নামক শক্ত উপাদান দ্বারা গঠিত।
এনামেল: দাঁতের মুকুট অংশে ডেন্টিনের উপরিভাগে এনামেল নামক কঠিন উপাদান থাকে। এনামেল ও ডেন্টিন ক্যালসিয়াম ফসফেট, ক্যালসিয়াম কার্বনেট ও ফ্লোরাইড দিয়ে তৈরি।
দন্তমজ্জা: ডেন্টিনের ভিতরের ফাঁপা নরম অংশকে দন্তমজ্জা বলে। এর ভিতরে ধমনি, শিরা, স্নায়ু ও নরম কোষ থাকে। দন্তমজ্জার মাধ্যমে ডেন্টিন অংশে পুষ্টি ও অক্সিজেন সরবরাহ হয়।
সিমেন্ট: সিমেন্ট নামক পাতলা আবরণ দাঁতের মূল অংশ ডেন্টিনকে আবৃত করে রাখে। এই সিমেন্টের সাহায্যে দাঁত মাড়ির সাথে আটকানো থাকে।
ঘ. উদ্দীপকে Y এবং Z দ্বারা যথাক্রমে পাকস্থলি এবং ক্ষুদ্রান্ত্রকে বোঝানো হয়েছে। পাকস্থলি ও ক্ষুদ্রান্ত্রের বিশেষ বিশেষ এনজাইম দ্বারা মানব 'কর্তৃক গৃহীত আমিষ জাতীয় খাবারের পরিপাক নিচে বিশ্লেষণ করা হলো- পাকস্থলিতে পরিপাক ঃ
হাইড্রোক্লোরিক হাইড্রোক্লোরিক এসিড খাদ্যের মধ্যে কোনো অনিষ্টকারী ব্যাকটেরিয়া থাকলে তা ধ্বংস করে এবং নিষ্ক্রিয় পেপসিনোজেনকে সক্রিয় পেপসিনে পরিণত করে। পেপসিন একধরনের এনজাইম যা আমিষকে ভেঙে পলিপেপটাইডে পরিণত করে। আমিষ পেপসিন, পলিপেটাইড
ক্ষুদ্রান্ত্রে পরিপাক ও আংশিক পরিপাককৃত আমিষ ক্ষুদ্রান্ত্রে ট্রিপসিনের সাহায্যে ভেঙে অ্যামাইনো এসিড এবং সরল পেপটাইডে পরিণত হয় । পলিপেপটাইড ট্রিপসিন, অ্যামাইনো এসিড + সরল পেপটাইড
আর্টিকেলের শেষকথাঃ টক্সিক গলগণ্ড কেন হয়
আমরা এতক্ষন জেনে নিলাম টক্সিক গলগণ্ড কেন হয় যদি তোমাদের আজকের এই পড়াটিটি ভালো লাগে তাহলে ফেসবুক বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে পারো। আর এই রকম নিত্য নতুন পোস্ট পেতে আমাদের আরকে রায়হান ওয়েবসাইটের সাথে থাকো।