৪১টি শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধের জ্ঞানমূলক প্রশ্ন | Shikkha o monusotto short question
আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে বিষয় হলো ৪১টি শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধের জ্ঞানমূলক প্রশ্ন জেনে নিবো। তোমরা যদি পড়াটি ভালো ভাবে নিজের মনের মধ্যে গুছিয়ে নিতে চাও তাহলে অবশ্যই তোমাকে মনযোগ সহকারে পড়তে হবে। চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা জেনে নেই আজকের Shikkha o monusotto short question
৪১টি শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধের জ্ঞানমূলক প্রশ্ন |
এসএসসি পরীক্ষার প্রশ্ন ও উত্তর-শিক্ষা ও মনুষ্যত্ব
প্রশ্ন ১। লোভের ফলে মানুষের কিসের মৃত্যু ঘটে?
উত্তর : লোভের ফলে মানুষের আত্মার মৃত্যু ঘটে।
প্রশ্ন ২। শিক্ষার শ্রেষ্ঠ দিক কোনটি?
উত্তর : শিক্ষার শ্রেষ্ঠ দিক হচ্ছে— অপ্রয়োজনীয় দিক 1
প্রশ্ন ৩। মোতাহের হোসেন চৌধুরীর লেখায় কিসের প্রকাশ ঘটেছে?
উত্তর : মোতাহের হোসেন চৌধুরীর লেখায় মননশীলতা ও চিন্তার স্বচ্ছন্দ প্রকাশ ঘটেছে।
প্রশ্ন ৪। শিক্ষার আসল কাজ কী?
উত্তর : শিক্ষার আসল কাজ মূল্যবোধ সৃষ্টি করা।
প্রশ্ন ৫। লেফাফাদুরস্তি কী?
উত্তর : লেফাফাদুরস্তি হচ্ছে— বাইরের দিক থেকে ত্রুটিহীনতা কিন্তু ভিতরে প্রতারণা।
প্রশ্ন ৬। জ্ঞান পরিবেশন কিসের উপায়?
উত্তর : জ্ঞান পরিবেশন মূল্যবোধ সৃষ্টির উপায় ।
প্রশ্ন ৭। ক্ষুৎপিপাসা কী?
উত্তর : ‘ক্ষুৎপিপাসা’ হলো ক্ষুধা ও তৃষ্ণা ।
প্রশ্ন ৮। ধনী-দরিদ্র সকলের অন্তরে কী ধ্বনি উত্থিত হচ্ছে?
উত্তর : ধনী-দরিদ্র সকলের অন্তরে 'চাই, চাই, আরও চাই” ধ্বনি উত্থিত হচ্ছে ।
প্রশ্ন ৯। লেখক মোতাহের হোসেন চৌধুরী কোন চেষ্টাকে অভিনন্দনযোগ্য বলেছেন?
উত্তর : লেখক মোতাহের হোসেন চৌধুরী অন্নচিন্তার নিগড় থেকে মানুষকে মুক্তি দেওয়ার চেষ্টাকে অভিনন্দনযোগ্য বলেছেন ।
প্রশ্ন ১০। মোতাহের হোসেন চৌধুরীর অনুবাদ গ্রন্থ দুটির নাম লেখ ।
উত্তর : মোতাহের হোসেন চৌধুরীর অনুবাদ গ্রন্থ দুটির নাম হলো 'সভ্যতা' ও 'সুখ'।
প্রশ্ন ১১। 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধটি কোন গ্রন্থের অন্তর্ভুক্ত?
উত্তর : ‘শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধটি মোতাহের হোসেন চৌধুরীর 'সংস্কৃতি কথা' গ্রন্থের অন্তর্ভুক্ত।
প্রশ্ন ১২। ধনী-দরিদ্র সকলেরই অন্তরে কী ধ্বনি উত্থিত হচ্ছে?
উত্তর : ধনী-দরিদ্র সকলেরই অন্তরে 'চাই, চাই, আরও চাই” ধ্বনি উত্থিত হচ্ছে ।
প্রশ্ন ১৩। কোন চিন্তা থেকে মুক্ত হতে পারলে শিক্ষা মানবজীবনে সোনা ফলাবে?
উত্তর : অর্থসাধনাই জীবনসাধনা নয়— এই চিন্তা থেকে মুক্ত হতে পারলে শিক্ষা মানবজীবনে সোনা ফলাবে।
প্রশ্ন ১৪। জীবসত্তার ঘর থেকে মানবসত্তার ঘরে উঠবার মই কোনটি?
উত্তর : জীবসত্তার ঘর থেকে মানবসত্তার ঘরে উঠবার মই হচ্ছে- শিক্ষাঃ।
প্রশ্ন ১৫। আত্মার অমৃত উপলব্ধি করা যায় না কেন?
উত্তর : জীবসত্তা থেকে মুক্তি পাওয়া যায় না বলে আত্মার অমৃত উপলব্ধি করা যায় না।
প্রশ্ন ১৬। শিক্ষা ও মনুষ্যত্ব' অংশবিশেষ?-প্রবন্ধটি লেখকের কোন প্রবন্ধের অংশবিশেষ?
উত্তর : 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধটি লেখকের 'সংস্কৃত কথা' গ্রন্থের ‘মনুষ্যত্ব' শীর্ষক প্রবন্ধের অংশবিশেষ।
১৭. ‘শিক্ষা ও মনুষ্যত্ব’ প্রবন্ধে লেখক মানবজীবনকে কয়তলা বাড়ির সাথে তুলনা করেছেন?
উত্তর : ‘শিক্ষা ও মনুষ্যত্ব’ প্রবন্ধে লেখক মানবজীবনকে দোতলা বড়ির সাথে তুলনা করেছেন।
১৮. মানবজীবনকে দোতলা বাড়ির সাথে তুলনা করা হলে নিচের তলার নাম কী?
উত্তর : মানবজীবনকে দোতলা বাড়ির সাথে তুলনা করা হলে নিচের তলার নাম জীবসত্তা।
১৯. মানবজীবনকে দোতলা বাড়ির সাথে তুলনা করা হলে ওপরের তলার নাম কী?
উত্তর : মানবজীবনকে দোতলা বাড়ির সাথে তুলনা করা হলে ওপরের তলার নাম মানবসত্তা।
২০. জীবসত্তার ঘর থেকে মানবসত্তার ঘরে পৌঁছানোর মই কী?
উত্তর : জীবসত্তার ঘর থেকে মানবসত্তার ঘরে পৌঁছানোর মই হলো শিক্ষা।
২১. শিক্ষার কোন দিকটি এর শ্রেষ্ঠ দিক?
উত্তর : শিক্ষার অপ্রয়োজনের দিকটি এর শ্রেষ্ঠ দিক।
২২. সকলে কিসের নিগড়ে বন্দি?
উত্তর : সকলে অর্থচিন্তার নিগড়ে বন্দি।
২৩. কী পেলে আলো-হাওয়ার স্বাদবঞ্চিত মানুষ কারাগারকেই স্বর্গতুল্য মনে করে?
উত্তর : প্রচুর অন্নবস্ত্র পেলে আলো-হাওয়ার স্বাদবঞ্চিত মানুষ কারাগারকেই স্বর্গতুল্য মনে করে।
২৪. অন্নবস্ত্রের প্রাচুর্যের চেয়েও মুক্তি বড়-এই বোধটি মানুষের কিসের পরিচায়ক?
উত্তর : অন্নবস্ত্রের প্রাচুর্যের চেয়েও মুক্তি বড়-এই বোধটি মানুষের মনুষ্যত্বের পরিচায়ক।
২৫. চিন্তার স্বাধীনতা, বুদ্ধির স্বাধীনতা, আত্মপ্রকাশের স্বাধীনতা যেখানে নেই সেখানে কী নেই?
উত্তর : চিন্তার স্বাধীনতা, বুদ্ধির স্বাধীনতা, আত্মপ্রকাশের স্বাধীনতা যেখানে নেই সেখানে মুক্তি নেই।
২৬. ক্ষুৎপিপাসায় কাতর মানুষটিকে তৃপ্ত রাখতে না পারলে কী উপলব্ধি করা যায় না?
উত্তর : ক্ষুৎপিপাসায় কাতর মানুষটিকে তৃপ্ত রাখতে না পারলে আত্মার অমৃত উপলব্ধি করা যায় না।
২৭. শিক্ষাদীক্ষার দ্বারা কিসের স্বাদ পাওয়া যায় না?
উত্তর : শিক্ষাদীক্ষার দ্বারা মনুষ্যত্বের স্বাদ পাওয়া যায় না।
২৮. শিক্ষাদীক্ষার মারফতে মনুষ্যত্বের স্বাদ পেলেও কিসের দুশ্চিন্তায় মনুষ্যত্বের সাধনা ব্যর্থ হতে পারে?
উত্তর : শিক্ষাদীক্ষার দ্বারা মনুষ্যত্বের স্বাদ পেলেও অন্নবস্ত্রের দুশ্চিন্তায় মনুষ্যত্বের সাধনা ব্যর্থ হতে পারে।
২৯. মানব উন্নয়নের ব্যাপারে ওপর থেকে টানার কাজটি করে কে?
উত্তর : মানব উন্নয়নের ব্যাপারে ওপর থেকে টানার কাজটি করে শিক্ষা।
৩০. মানব উন্নয়নের ব্যাপারে নিচ থেকে ঠেলার কাজটি করে কে?
উত্তর : মানব উন্নয়নের ব্যাপারে নিচ থেকে ঠেলার কাজটি করে সুশৃঙ্খল সমাজব্যবস্থা।
৩১. লোভের কারণে যার আত্মিক মৃত্যু হয় কিসের জগতে সে ফতুর হয়ে পড়ে?
উত্তর : লোভের কারণে যার আত্মিক মৃত্যু হয় অনুভূতির জগতে সে ফতুর হয়ে পড়ে।
৩২. কী সৃষ্টি করা শিক্ষার আসল কাজ?
উত্তর : মূল্যবোধ সৃষ্টি করা শিক্ষার আসল কাজ।
৩৩. কিসের বাঁধন থেকে মুক্তি না পেলে মনুষ্যত্বের আহ্বান মানুষের মর্মে গিয়ে পৌঁছাতে দেরি হয়?
উত্তর : প্রাণিত্বের বাঁধন থেকে মুক্তি না পেলে মনুষ্যত্বের আহ্বান মানুষের মর্মে গিয়ে পৌঁছাতে দেরি হয়।
৩৪. ‘নিগড়’ শব্দের অর্থ কী?
উত্তর : ‘নিগড়’ শব্দের অর্থ বেড়ি।
৩৫. ‘ক্ষুৎপিপাসা’ শব্দের অর্থ কী?
উত্তর : ক্ষুৎপিপাসা শব্দের অর্থ ক্ষুধা ও তৃষ্ণা।
৩৬. ‘লেফাফাদুরস্তি’ শব্দের অর্থ কী?
উত্তর : ‘লেফাফাদুরস্তি’ শব্দের অর্থ বাইরের দিক থেকে ত্রুটিহীনতা কিন্তু ভেতরে প্রতারণা।
৩৭. জীবসত্তাকে টিকিয়ে রাখতে হলে কী চাই?
উত্তর : জীবসত্তাকে টিকিয়ে রাখতে হলে অন্নবস্ত্র চাই।
৩৮. মানবজীবনে মুক্তির জন্য মোতাহের হোসেন চৌধুরী কয়টি উপায়ের কথা বলেছেন?
উত্তর : মানবজীবনে মুক্তির জন্য মোতাহের হোসেন চৌধুরী তার ‘শিক্ষা ও মনুষ্যত্ব’ প্রবন্ধে দুইটি উপায়ের কথা বলেছেন।
৩৯. ‘শিক্ষা ও মনুষ্যত্ব’ প্রবন্ধটি কোন গ্রন্থের অন্তর্ভুক্ত?
উত্তর : ‘শিক্ষা ও মনুষ্যত্ব’ প্রবন্ধটি মোতাহের হোসেন চৌধুরীর ‘সংস্কৃতি কথা’ গ্রন্থের অন্তর্ভুক্ত।
৪০. মোতাহের হোসেন চৌধুরী কোন পত্রিকার সাথে যুক্ত ছিলেন?
উত্তর : মোতাহের হোসেন চৌধুরী ‘শিখা’ পত্রিকার সাথে যুক্ত ছিলেন।
৪১. জীবসত্তার ঘর হতে মানবসত্তার. ঘরে উঠবার মই কী?
উত্তর : জীবসত্তার ঘর হতে মানবসত্তার ঘরে উঠবার মই হলো শিক্ষা।
আর্টিকেলের শেষকথাঃ শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধের জ্ঞানমূলক প্রশ্ন
আমরা এতক্ষন জেনে নিলাম Shikkha o monusotto short question যদি তোমাদের আজকের এই পড়াটিটি ভালো লাগে তাহলে ফেসবুক বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে পারো। আর এই রকম নিত্য নতুন পোস্ট পেতে আমাদের আরকে রায়হান ওয়েবসাইটের সাথে থাকো।