৩৩টি সেইদিন এই মাঠ কবিতার জ্ঞানমূলক প্রশ্ন | সেইদিন এই মাঠ কবিতার সংক্ষিপ্ত প্রশ্ন
আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে বিষয় হলো সেইদিন এই মাঠ কবিতার জ্ঞানমূলক প্রশ্ন জেনে নিবো। তোমরা যদি পড়াটি ভালো ভাবে নিজের মনের মধ্যে গুছিয়ে নিতে চাও তাহলে অবশ্যই তোমাকে মনযোগ সহকারে পড়তে হবে। চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা জেনে নেই আজকের সেইদিন এই মাঠ কবিতার সংক্ষিপ্ত প্রশ্ন
৩৩টি সেইদিন এই মাঠ কবিতার জ্ঞানমূলক প্রশ্ন |
এসএসসি পরীক্ষার প্রশ্ন ও উত্তর- সেইদিন এইমাঠ
প্রশ্ন ১। চালতা ফুল কিসের জলে ভিজবে?
উত্তর : চালতা ফুল শিশিরের জলে ভিজবে।
প্রশ্ন ২। চরের খুব কাছে এসে কী লেগেছে?
উত্তর : চরের খুব কাছে এসে খেয়ানৌকাগুলো লেগেছে।
প্রশ্ন ৩। জীবনানন্দ দাশের কবিতার মৌলিক প্রেরণা কী?
উত্তর : জীবনানন্দ দাশের কবিতার মৌলিক প্রেরণা প্রকৃতির রহস্যময় সৌন্দর্য।
প্রশ্ন ৪। কে নক্ষত্রের তলে স্বপ্ন দেখবে?
উত্তর : নদী নক্ষত্রের তলে স্বপ্ন দেখবে।
প্রশ্ন ৫। কবি জীবনানন্দ দাশ কিসে নিমগ্নচিত্ত?
উত্তর : কবি জীবনানন্দ দাশ বাংলার প্রকৃতির রূপবৈচিত্র্যে নিমগ্নচিত্ত।
প্রশ্ন ৬। কী ছাই হয়ে গেছে?
উত্তর : বেবিলন ছাই হয়ে গেছে।
প্রশ্ন ৭। জীবনানন্দ দাশের কবিতার মৌলিক প্রেরণা কী?
উত্তর : জীবনানন্দ দাশের কবিতার মৌলিক প্রেরণা প্রকৃতির
প্রশ্ন ৮। ‘বেলা অবেলা কালবেলা’ কার লেখা?
উত্তর : ‘বেলা অবেলা কালবেলা’ কাব্যগ্রন্থটি জীবনানন্দ দাশের লেখা।
প্রশ্ন ৯। জীবনানন্দ দাশ কত সালে মৃত্যুবরণ করেন?
উত্তর : জীবনানন্দ দাশ ১৯৫৪ সালে মৃত্যুবরণ করেন।
প্রশ্ন ১০। সেইদিন এই মাঠ’ কবিতায় বর্ণিত ফুলের নাম কী?
উত্তর : সেইদিন এই মাঠ’ কবিতায় বর্ণিত ফুলের নাম চালতাফুল।
প্রশ্ন ১১ নক্ষত্রের তলে কিসে স্বপ্ন দেখবে?
উত্তর : নক্ষত্রের তলে নদী স্বপ্ন দেখবে।
প্রশ্ন ১২। মাল্যবান’ গ্রন্থের লেখক কে?
উত্তর : মাল্যবান’ গ্রন্থের লেখক জীবনানন্দ দাশ।
প্রশ্ন ১৩। নক্ষত্রের তলে কে স্বপ্ন দেখবে?
উত্তর : নক্ষত্রের তলে নদী স্বপ্ন দেখবে।
প্রশ্ন ১৪। জীবনানন্দ দাশের দৃষ্টিতে বাংলাদেশ কেমন?
উত্তর : জীবনানন্দ দাশের দৃষ্টিতে বাংলাদেশ এক অনন্য রূপসী।
প্রশ্ন ১৫। ‘সেইদিন এই মাঠ’ কবিতাটির রচয়িতা কে?
উত্তর : কবি জীবনানন্দ দাশ
প্রশ্ন ১৬। জীবনানন্দ দাশ কোথায় জন্মগ্রহণ করেন?
উত্তর : জীবনানন্দ দাশ বরিশাল শহরে জন্মগ্রহণ করেন।
প্রশ্ন ১৭। জীবনানন্দ দাশ কোন কোন কলেজে শিক্ষা লাভ করেন?
উত্তর : জীবনানন্দ দাশ বরিশালের ব্রজমােহন কলেজ ও কলকাতার প্রেসিডেন্সি কলেজ থেকে শিক্ষা লাভ করেন।
প্রশ্ন ১৮। এম.এ. ডিগ্রি লাভের পর জীবনানন্দ দাশ কী করেন?
উত্তর : এম.এ. ডিগ্রি লাভের পর জীবনানন্দ দাশ অধ্যাপনা শুরু করেন?
প্রশ্ন ১৯। জীবনানন্দ দাশ প্রধানত কী কবি হিসেবে পরিচিত?
উত্তর : আধুনিক জীবনচেতনার কবি।
প্রশ্ন ২০। জীবনানন্দ দাশ কোথায় ট্রাম দুর্ঘটনায় আহত হন?
উত্তর : জীবননান্দ দাশ কলকাতায় ট্রাম-দুর্ঘটনায় আহত হন।
প্রশ্ন ২১। সেইদিন এই মাঠ কী হবে না বলে কবি জানেন?
উত্তর : সেই দিন এই মাঠ স্তব্ধ হবে না বলে কবি জানেন।
প্রশ্ন ২২। কবি এই মাঠ স্তব্দ হওয়ার দিন কী করবেন?
উত্তর : কবি সেদিনও স্বপ্ন দেখবেন।
প্রশ্ন ২৩। লক্ষ্মীটির তরে কে গান গাবে?
উত্তর : লক্ষ্মীটির তরে লক্ষ্মীপেঁচা গান গাবে।
প্রশ্ন ২৪। সেইদিন এই মাঠ’ কবিতায় কোন পাখির উল্লেখ আছে?
উত্তর : লক্ষ্মীপেঁচা।
প্রশ্ন ২৫। মানুষের গড়া পৃথিবীর অনেক সভ্যতা কী হয়ে গেছে?
উত্তর : মানুষের গড়া পৃথিবীর অনেক সভ্যতা বিলীন হয়ে গেছে।
প্রশ্ন ২৬। এশিরীয় ও বেবিলনীয় সভ্যতা এখন কী নয়?
উত্তর : এশিরীয় ও বেবিলনীয় সভ্যতা এখন ধ্বংসস্তৃপ ছাড়া কিছু নয় ।
প্রশ্ন ২৭। সভ্যতা একদিকে যেমন ক্ষয়িষ্ণু অন্যদিকে তার কী চলে?
উত্তর : সভ্যতা একদিকে যেমন ক্ষয়িষ্ণু অন্যদিকে চলে তার বিনির্মাণ ।
প্রশ্ন ২৮। সেইদিন এই মাঠ’ কবিতায় শীতের শিশির কোথায় পড়ে?
উত্তর : ‘সেইদিন এই মাঠ’ কবিতায় শীতের শিশির চালতাফুলে পড়ে।
প্রশ্ন ২৯। লক্ষ্মীপেঁচার কণ্ঠে কী ধ্বনিত হয়?
উত্তর : লক্ষীপেঁচার কণ্ঠে মঙ্গলবার্তা ধ্বনিত হয়।
প্রশ্ন ৩০। প্রকৃতপক্ষে কিসের মৃত্যু আছে?
উত্তর : প্রকৃতপক্ষে মানুষের মৃত্যু আছে।
প্রশ্ন ৩১। ঝরা পালক’ কার রচিত কাব্যগ্রন্থ?
উত্তর : ‘ঝরা পালক’ কবি জীবনানন্দ দাশ রচিত কাব্যগ্রন্থ।
প্রশ্ন ৩২। জীবনানন্দ দাশের মা কী ছিলেন?
উত্তর : জীবনানন্দ দাশের মা একজন স্বভাবকবি ছিলেন।
প্রশ্ন ৩৩। ‘ধূসর পাণ্ডুলিপি কী জাতীয় গ্রন্থ?
উত্তর : ‘ধূসর পাণ্ডুলিপি’ জীবনানন্দ দাশের বিখ্যাত কাব্যগ্রন্থ।
আর্টিকেলের শেষকথাঃ সেইদিন এই মাঠ কবিতার জ্ঞানমূলক প্রশ্ন
আমরা এতক্ষন জেনে নিলাম সেইদিন এই মাঠ কবিতার সংক্ষিপ্ত প্রশ্ন যদি তোমাদের আজকের এই পড়াটিটি ভালো লাগে তাহলে ফেসবুক বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে পারো। আর এই রকম নিত্য নতুন পোস্ট পেতে আমাদের আরকে রায়হান ওয়েবসাইটের সাথে থাকো।