৩৪টি স্বাধীনতা এ শব্দটি কীভাবে আমাদের হলো কবিতার জ্ঞানমূলক প্রশ্ন
আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে বিষয় হলো স্বাধীনতা এ শব্দটি কীভাবে আমাদের হলো কবিতার জ্ঞানমূলক প্রশ্ন জেনে নিবো। তোমরা যদি পড়াটি ভালো ভাবে নিজের মনের মধ্যে গুছিয়ে নিতে চাও তাহলে অবশ্যই তোমাকে মনযোগ সহকারে পড়তে হবে। চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা জেনে নেই আজকের স্বাধীনতা এ শব্দটি কীভাবে আমাদের হলো কবিতার জ্ঞানমূলক প্রশ্ন
স্বাধীনতা এ শব্দটি কীভাবে আমাদের হলো কবিতার জ্ঞানমূলক প্রশ্ন |
এসএসসি পরীক্ষার প্রশ্ন ও উত্তর-“স্বাধীনতা, এ শব্দটি কীভাবে আমাদের হলো
প্রশ্ন ১। 'বজ্রকণ্ঠ বাণী' অর্থ কী?
উত্তর : 'বজ্রকণ্ঠ বাণী' অর্থ সহজে উদ্দীপ্ত দ্যুতিময় বঙ্গবন্ধুর বাণী।
প্রশ্ন ২। প্রাণের সবুজ কী?
উত্তর : প্রাণের সবুজ হলো আমাদের স্বাধীনতা 1
প্রশ্ন ৩। কোন বিদেশি পত্রিকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ‘রাজনীতির কবি' আখ্যা দেয়?
উত্তর : মার্কিন যুক্তরাষ্ট্রের 'নিউজউইক' পত্রিকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ‘রাজনীতির কবি' আখ্যা দেয়।
প্রশ্ন ৪। ছোটদের জন্য লেখা নির্মলেন্দু গুণের গ্রন্থটির নাম কী?
উত্তর : ছোটদের জন্য লেখা নির্মলেন্দু গুণের গ্রন্থটির নাম— 'কালো মেঘের ভেলা' ।
প্রশ্ন ৫। 'নিউজ উইক' আখ্যায়িত করেছিল?
উত্তর : 'নিউজ উইক' পত্রিকা ত্রিকা বঙ্গবন্ধু শেখ মুজিবকে কী বলে পত্রিকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ‘রাজনীতির কবি' বলে আখ্যায়িত করেছিল।
প্রশ্ন ৬। চোখে স্বপ্ন নিয়ে কারা এসেছিল?
উত্তর : চোখে স্বপ্ন নিয়ে মধ্যবিত্তরা এসেছিল।
প্রশ্ন ৭। “স্বাধীনতা, এ শব্দটি কীভাবে আমাদের হলো' কবিতাটি কবির কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে?
উত্তর : ‘চাষাভূষার কাব্য'
প্রশ্ন ৮। ‘স্বাধীনতা, এ শব্দটি কীভাবে আমাদের হলো' কবিতাটির উৎস কী ?
উত্তর : ‘স্বাধীনতা, এ শব্দটি কীভাবে আমাদের হলো' কবিতাটির উৎস কবির ‘চাষাভূষার কাব্য'।
প্রশ্ন ৯। কবি কাদের আগামী দিনের কবি বলেছেন?
উত্তর : কবি অনাগত শিশুদের আগামী দিনের কবি বলেছেন।
প্রশ্ন ১০। দিগন্ত প্লাবিত মাঠ কিসে ঢাকা ছিল?
উত্তর : দিগন্ত প্লাবিত মাঠ ‘দূর্বাদলে ঢাকা ছিল।
প্রশ্ন ১১। ‘বজ্রকণ্ঠ বাণী’ অর্থ কী?
উত্তর : বজ্রকণ্ঠ বাণী অর্থ- সহজে উদ্দীপ্ত দ্যুতিময় বঙ্গবন্ধুর বাণী।
প্রশ্ন ১২। প্রাণের সবুজ কী?
উত্তর : প্রাণের সবুজ হলাে আমাদের স্বাধীনতা।
প্রশ্ন ১৩। কোন বিদেশি পত্রিকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাজনীতির কবি’ আখ্যা দেয়?
উত্তর : মার্কিন যুক্তরাষ্ট্রের নিউজউইক’ পত্রিকা বঙ্গবন্ধু শেখ, মুজিবুর রহমানকে রাজনীতির কবি’ আখ্যা দেয়।
প্রশ্ন ১৪। ছােটদের জন্য লেখা নির্মলেন্দু গুণের গ্রন্থটির নাম কী?
উত্তর : ছােটদের জন্য লেখা নির্মলেন্দু গুণের গ্রন্থটির নাম ‘কালােমেঘের ভেলা’।
প্রশ্ন ১৫। ‘নিউজউইক’ পত্রিকা বঙ্গবন্ধু শেখ মুজিবকে কী বলে আখ্যায়িত করেছিল?
উত্তর : নিউজউইক’ পত্রিকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ‘রাজনীতির কবি’ বলে আখ্যায়িত করেছিল।
প্রশ্ন ১৬। চোখে স্বপ্ন নিয়ে কারা এসেছিল?
উত্তর : চোখে স্বপ্ন নিয়ে মধ্যবিত্ত এসেছিল।
প্রশ্ন ১৭। “স্বাধীনতা, এ শব্দটি কীভাবে আমাদের হলাে’ কবিতাটি কবির কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে?
উত্তর :কবিতাটি ‘চাষাভূষার কাব্য’ থেকে নেওয়া হয়েছে।
প্রশ্ন ১৮। আগামী দিনের কবি কারা?
উত্তর : আগামী দিনের কবি হলাে অনাগত শিশুরা।
প্রশ্ন ১৯। হাতের মুঠোয় মৃত্যু নিয়ে কারা ৭ই মার্চের ভাষণ শুনতে এসেছিল?
উত্তর : হাতের মুঠোয় মৃত্যু নিয়ে মধ্যবিত্তরা এই মার্চের ভাষণ শুনতে এসেছিল।
প্রশ্ন ২০। কারা হাতের মুঠোয় মৃত্যু এবং চোখে স্বপ্ন নিয়ে এসেছিল ভাষণ শুনতে?
উত্তর : মধ্যবিত্ত, নিম্নবিত্ত, করুণ-কেরানি; নারী, বৃদ্ধ, ভবঘুরে আর পাতা কুড়ানি শিশুরা হাতের মুঠোয় মৃত্যু এবং চোখে স্বপ্ন নিয়ে এসেছিল ভাষণ শুনতে।
প্রশ্ন ২১। সেই দিন এই মাঠ কেমন ছিল?
উত্তর : সেই দিন এই মাঠ ছিল দূর্বাদলে ঢাকা, সবুজে সবুজময়।
প্রশ্ন ২২। আগামী দিনের শিশু কোথায় দোল খাবে?
উত্তর : আগামী দিনের শিশু দোল খাবে শিশুপার্কের রঙিন দোলনায়।
প্রশ্ন ২৩। ‘শােভিত’ শব্দের অর্থ কী?
উত্তর : শােভিত’ শব্দের অর্থ সজ্জিত।
প্রশ্ন ২৪। লাঙল-জোয়াল কাঁধে কারা এসেছিল?
উত্তর : লাঙল-জোয়াল কাঁধে উলঙ্গ কৃষক এসেছিল।
প্রশ্ন ২৫। কার মতাে দৃপ্ত পায়ে হেঁটে কবি জনতার মঞে এসে দাঁড়ালেন?
উত্তর : রবীন্দ্রনাথের মতাে দৃপ্ত পায়ে হেঁটে কবি জনতার মঞে এসে দাড়ালেন।
প্রশ্ন ২৬। লক্ষ বিদ্রোহী শ্রোতা কেন বসে আছে?
উত্তর : লক্ষ বিদ্রোহী শ্রোতা কখন কবি আসবেন সেই অপেক্ষায় বসে আছে।
প্রশ্ন ২৭। রােধে’ শব্দটির অর্থ কী?
উত্তর : ‘রােধে’ শব্দটির অর্থ রােধ করে, বাধা দেওয়া বা বন্ধ করে দেওয়া।
প্রশ্ন ২৮। ‘ভবঘুরে’ শব্দটির অর্থ কী?
উত্তর : ‘ভবঘুরে’ শব্দটির অর্থ যাদের কোনাে আশ্রয় বা কাজ নেই অর্থাৎ বেকার ঘুরে বেড়ায়।
প্রশ্ন ২৯। উদ্যান’ শব্দটির অর্থ কী?
উত্তর : উদ্যান’ শব্দটির অর্থ বাগান, একটু বড় পরিসরের বাগান।
প্রশ্ন ৩০। প্রেমাংশুর রক্ত চাই’ কাব্যগ্রন্থের রচয়িতা কে?
উত্তর :কবি নির্মলেন্দু গুণ।
প্রশ্ন ৩১। কখন জনসমুদ্রে জোয়ার লাগল?
উত্তর : যখন কবি মঞ্চে এসে দাঁড়ালেন তখন জনসমুদ্রে জোয়ার লাগল।
প্রশ্ন ৩২। কারখানা থেকে মাঠে কে ছুটে এলাে?
উত্তর : কারখানা থেকে মাঠে লােহার শ্রমিক ছুটে এলাে।
প্রশ্ন ৩৩। কবির বিরুদ্ধে কে?
উত্তর :কবির বিরুদ্ধে কবি।
প্রশ্ন ৩৪। কবি তার অমর কবিতাখানি কীভাবে শােনালেন?
উত্তর : কবি তার অমর কবিতাখানি শােনালেন গণসূর্যের মঞ্চ কাঁপিয়ে।
আর্টিকেলের শেষকথাঃ স্বাধীনতা এ শব্দটি কীভাবে আমাদের হলো কবিতার জ্ঞানমূলক প্রশ্ন
আমরা এতক্ষন জেনে নিলাম স্বাধীনতা এ শব্দটি কীভাবে আমাদের হলো কবিতার জ্ঞানমূলক প্রশ্ন যদি তোমাদের আজকের এই পড়াটিটি ভালো লাগে তাহলে ফেসবুক বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে পারো। আর এই রকম নিত্য নতুন পোস্ট পেতে আমাদের আরকে রায়হান ওয়েবসাইটের সাথে থাকো।