৪৩টি রানার কবিতার জ্ঞানমূলক প্রশ্ন | রানার কবিতার সংক্ষিপ্ত প্রশ্ন
আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে বিষয় হলো রানার কবিতার জ্ঞানমূলক প্রশ্ন জেনে নিবো। তোমরা যদি পড়াটি ভালো ভাবে নিজের মনের মধ্যে গুছিয়ে নিতে চাও তাহলে অবশ্যই তোমাকে মনযোগ সহকারে পড়তে হবে। চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা জেনে নেই আজকের রানার কবিতার সংক্ষিপ্ত প্রশ্ন
রানার কবিতার জ্ঞানমূলক প্রশ্ন | রানার কবিতার সংক্ষিপ্ত প্রশ্ন |
এসএসসি পরীক্ষার প্রশ্ন ও উত্তর-রানার
প্রশ্ন ১। রানার দস্যুর চেয়ে বেশি ভয় পায় কাকে?
উত্তর : রানার দস্যুর চেয়ে বেশি ভয় পায় সূর্য ওঠাকে।
প্রশ্ন ২। রানার কী কাজ নিয়েছে?
উত্তর : রানার নতুন খবর আনার কাজ নিয়েছে
প্রশ্ন ৩। রানারের কাছে সহানুভূতির চিঠি পাঠাবে কে?
উত্তর : রানারের কাছে সহানুভূতির চিঠি পাঠাবে ভোরের
প্রশ্ন ৪। রানার কী কাজ নিয়েছে?
উত্তর : রানার নতুন খবর আনার কাজ নিয়েছে।
প্রশ্ন ৫। রানারের কাজ কী?
উত্তর : রানারের কাজ হচ্ছে ডাক বহন করা এবং নতুন খবর বয়ে আনা।
প্রশ্ন ৬। দরদে কার চোখ মিটিমিটি কাঁপে?
উত্তর : দরদে তারার চোখ মিটিমিটি কাঁপে।
প্রশ্ন ৭। রানার কী হাতে চলেছে?
উত্তর : রানার খবরের বোঝা হাতে চলেছে।
প্রশ্ন ৮। দস্যুর চেয়ে রানারের বেশি ভয় কিসে?
উত্তর : দস্যর চেয়ে রানারের বেশি ভয় কখন সূর্য ওঠে।
প্রশ্ন ৯। সুকান্ত ভট্টাচার্য কত বঙ্গাব্দে জন্মগ্রহণ করেন?
উত্তর : সুকান্ত ভট্টাচার্য বাংলা ১৩৩৩ বঙ্গাব্দে জন্মগ্রহণ করেন।
প্রশ্ন ১০। সুকান্ত ভট্টাচার্য কোথায় জন্মগ্রহণ করেন?
উত্তর : সুকান্ত ভট্টাচার্য কলকাতার কালীঘাটে জন্মগ্রহণ করেন।
প্রশ্ন ১১। সুকান্ত ভট্টাচার্য কোন পরীক্ষায় অকৃতকার্য হন?
উত্তর : সুকান্ত ভট্টাচার্য ম্যাট্রিক পরীক্ষায় অকৃতকার্য হন।
প্রশ্ন ১২। কোন যুদ্ধ সুকান্তকে দারুণভাবে স্পর্শ করে?
উত্তর : দ্বিতীয় বিশ্বযুদ্ধ সুকান্তকে দারুণভাবে স্পর্শ করে ।
প্রশ্ন ১৩। সুকান্তের কবিতায় কিসের বিরুদ্ধে প্রবল প্রতিবাদ পাওয়া যায়?
উত্তর : সুকান্তের কবিতায় অনাচার ও বৈষম্যের বিরুদ্ধে প্রবল প্রতিবাদ পাওয়া যায়।
প্রশ্ন ১৪। সুকান্তের কবিতায় কার প্রতি গভীর মমতা প্রকাশ পেয়েছে?
উত্তর : সুকান্তের কবিতায় নিপীড়িত মানুষের প্রতি গভীর মমতা প্রকাশ পেয়েছে।
প্রশ্ন ১৫। বাংলা কত সালে সুকান্ত ভট্টাচার্য মারা যান?
উত্তর : বাংলা ১৩৫৪ সালে সুকান্ত ভট্টাচার্য মারা যান।
প্রশ্ন ১৬। রানার কবিতাটি কাদেরকে নিয়ে লেখা?
উত্তর : রানার’ কবিতাটি শ্রমজীবী মানুষদের নিয়ে লেখা ।
প্রশ্ন ১৭। রানার ছুটেছে, তাই কী বাজছে?
উত্তর : রানার ছুটেছে, তাই ঝুমঝুম ঘন্টা বাজছে
প্রশ্ন ১৮। রানারের হাতে কিসের বােঝা?
উত্তর : রানারের হাতে খবরের বােঝা।
প্রশ্ন ১৯। রাতে চলার পথে রানার কী মানে না?
উত্তর : রাতে চলার পথে রানার কোনাে নিষেধ মানে না।
প্রশ্ন ২০। দিগন্ত থেকে দিগন্তে কে ছােটে?
উত্তর : দিগন্ত থেকে দিগন্তে রানার ছােটে
প্রশ্ন ১৪। রানার কিসের কাজ নিয়েছে?
উত্তর : রানার নতুন খবর আনার কাজ নিয়েছে।
প্রশ্ন ২১। জানা-অজানার বােঝা কার কাঁধে?
উত্তর : জানা-অজানার বােঝ রানারের কাধে।
প্রশ্ন ২২। ‘রানার’ কবিতায় কে দুর্বার দুর্জয়?
উত্তর : রানার’ কবিতায় রানার দুর্বার দুর্জয়।
প্রশ্ন ২৩। জীবনের স্বপ্নের মতাে পিছে কী সরে যায়?
উত্তর : জীবনের স্বপ্নের মতাে পিছে বন সরে যায়।
প্রশ্ন ২৪। ভােরের আগমনে কোথায় লাল রং দেখা যায়?
উত্তর : ভােরের আগমনে পূর্ব কোণে লাল রং দেখা যায়।
প্রশ্ন ২৫। কারা আকাশে মিটমিট করে চায়?
উত্তর : অবাক রাতের তারারা আকাশে মিটমিট করে চায়।
প্রশ্ন ২৬। রানার কখন শহরে পৌছে যাবে?
উত্তর : রানার ভােরে শহরে পৌছে যাবে ।
প্রশ্ন ২৭। হাতের লণ্ঠন কী রকম শব্দ করে?
উত্তর : হাতের লণ্ঠন ঠনঠন শব্দ করে ।
প্রশ্ন ২৮। রানারের চলার পথে কারা আলাে দেয়?
উত্তর : রানারের চলার পথে জোনাকির আলাে দেয় ।
প্রশ্ন ২৯। কে জীবনের বহু বছর পেছনে ফেলে গেছে?
উত্তর : রানার জীবনের বহু বছর পেছনে ফেলে গেছে।
প্রশ্ন ৩০। ক্লান্তশ্বাস কী ছুঁয়েছে?
উত্তর : ক্লান্তশ্বাস আকাশ ছুঁয়েছে।
প্রশ্ন ৩১। মাটি কিসে ভিজে গেছে?
উত্তর : মাটি ঘামে ভিজে গেছে।
প্রশ্ন ৩২। কার প্রিয়া একা ঘরে অভিমান করে আছে?
উত্তর : রানারের প্রিয়া একা ঘরে অভিমান করে আছে।
প্রশ্ন ৩৩। কে একা শয্যায় বিনিদ্র রাত কাটায়?
উত্তর : রানারের প্রিয়া একা শয্যায় বিনিদ্র রাত কাটায়।
প্রশ্ন ৩৪। রাত শেষ হলে কী ওঠে?
উত্তর : রাত শেষ হলে সূর্য ওঠে ।
প্রশ্ন ৩৫। ঘরে অভাব থাকার কারণে পৃথিবীকে কী মনে হয়?
উত্তর : ঘরে অভাব থাকার কারণে পৃথিবীকে কালাে ধােয়া মনে হয়।
প্রশ্ন ৩৬। কার পিঠে টাকার বােঝা?
উত্তর : রানারের পিঠে টাকার বােঝা।
প্রশ্ন ৩৭। পথে কিসের ভয়?
উত্তর : পথে দস্যুর ভয়।
প্রশ্ন ৩৮। দুঃখে ও শােকে মানুষ কী লেখে?
উত্তর : দুঃখে ও শােকে মানুষ চিঠি লেখে ।
প্রশ্ন ৩৯। রানারের জীবনের দুঃখ কে জানে?
উত্তর : রানারের জীবনের দুঃখ পথের তৃণ জানে।
প্রশ্ন ৪০। কার কথা কালাে রাত্রির খামে ঢাকা পড়ে থাকবে?
উত্তর : রানারের কথা কালাে রাত্রির খামে ঢাকা পড়ে থাকবে।
প্রশ্ন ৪১। রানারকে কে সহানুভূতির চিঠি পাঠাবে?
উত্তর : রানারকে ভােরের আকাশ সহানুভূতির চিঠি পাঠাবে।
প্রশ্ন ৪২। কে ক্ষুধার ক্লান্তিতে ক্ষয়ে ক্ষয়ে যায়?
উত্তর : রানার ক্ষুধার ক্লান্তিতে ক্ষয়ে ক্ষয়ে যায় ।
প্রশ্ন ৪৩। কিসের স্পর্শে রানারের দুঃখের কাল কেটে যাবে?
উত্তর : আলাের স্পর্শে রানারের দুঃখের কাল কেটে যাবে।
আর্টিকেলের শেষকথাঃ রানার কবিতার জ্ঞানমূলক প্রশ্ন
আমরা এতক্ষন জেনে নিলাম রানার কবিতার সংক্ষিপ্ত প্রশ্ন যদি তোমাদের আজকের এই পড়াটিটি ভালো লাগে তাহলে ফেসবুক বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে পারো। আর এই রকম নিত্য নতুন পোস্ট পেতে আমাদের আরকে রায়হান ওয়েবসাইটের সাথে থাকো।