প্রকৃত কোষ বলতে কি বুঝায়

আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে বিষয় হলো প্রকৃত কোষ বলতে কি বুঝায় কি বুঝায় জেনে নিবো। তোমরা যদি পড়াটি ভালো ভাবে নিজের মনের মধ্যে গুছিয়ে নিতে চাও তাহলে অবশ্যই তোমাকে মনযোগ সহকারে পড়তে হবে। চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা জেনে নেই আজকের প্রকৃত কোষ বলতে কি বুঝায়

প্রকৃত কোষ বলতে কি বুঝায়
প্রকৃত কোষ বলতে কি বুঝায়


ক. জীববিজ্ঞানের জনক কে ?
খ.প্রকৃত কোষ বলতে কি বুঝায় ?
গ. চিত্র-২ এ প্রদত্ত জীবের ICBN কর্তৃক স্বীকৃত নামকরণ প্রক্রিয়া বর্ণনা করো।
ঘ. উদ্দীপকের দুটি জীবের মধ্যে কোনটি বৈশিষ্ট্যগত দিক থেকে উন্নত বিশ্লেষণ করো।

প্রশ্নের উত্তর

. গ্রিক দার্শনিক অ্যারিস্টটল হলেন জীববিজ্ঞানের জনক।

খ. যে সকল কোষের নিউক্লিয়াস সুগঠিত, অর্থাৎ নিউক্লিয়ার ঝিল্লি দ্বারা । জীবপ্রয় নিউক্লিও বস্তুসমূহ পরিবেষ্টিত ও সুসংগঠিত থাকে, তাকে প্রকৃত কোষ | আলোি বলে। এসব কোষে রাইবোজোমসহ সকল অঙ্গাণু উপস্থিত থাকে। অধিকাংশ উচ্চশ্রেণির জীবকোষ এ ধরনের হয়।

গ. চিত্র-২ এর জীবটি হলো শাপলা। এর বৈজ্ঞানিক নাম Nymphaea nouchali। এই উদ্ভিদটির নামকরণে ক্যারোলাস লিনিয়াস প্রদত্ত এবং ICBN কর্তৃক স্বীকৃত দ্বিপদ নামকরণ পদ্ধতি অনুসরণ করা হয়েছে যা নিম্নরূপ----

i. নামকরণে ল্যাটিন বা ল্যাটিনকৃত ইংরেজি শব্দ ব্যবহৃত হয়েছে। 

ii. এর Nymphaea অংশটি গণ-পদ এবং nouchali অংশটি প্ৰজাতি-পদ।

iii. এটি অনন্য নাম। এ নামে অন্য আর কোনো জীব নেই এবং সার্বজনীন, সকল ভাষায় এটি এভাবে ব্যবহৃত হবে।

iv. এই নামের প্রথম অংশের আদ্যক্ষর বড় হরফ অর্থাৎ N এবং বাকি অক্ষরগুলো ছোট হরফের এবং দ্বিতীয় অংশের সবগুলোই ছোট হরফের।

v. মুদ্রণের সময় নামটিকে ইটালিক অক্ষরে লিখতে হয়। যেমন- Nymphaea nouchali .

vi. হাতে লেখার সময় এর গণ ও প্রজাতি-পদের নিচে আলাদা ভাবে - দাগ দিতে হবে। যেমন: Nymphaea nouchali |

vii. প্রথমে যে বিজ্ঞানী এর বিজ্ঞানসম্মত নাম দিয়েছেন তার নাম অনুযায়ীই এটি গৃহীত এবং এই নামের শেষে উক্ত বিজ্ঞানীর নাম সংক্ষিপ্ত আকারে সংযোজিত হবে। যেমন: Nymphaea nouchali L. (এখানে L লিনিয়াসের নামের সংক্ষিপ্ত রূপ)।

. উদ্দীপকের চিত্র-১ হলো মাশরুম, এবং চিত্র-২ হলো শাপলা উদ্ভিদ। জীব দু'টির মধ্যে চিত্র-২ এর জীবটি বা শাপলা অধিক উন্নত। নিচে এর ..কারণগুলো বিশ্লেষণ করা হলো-

i. মাশরুম ছত্রাক যা অপুষ্পক উদ্ভিদ; কিন্তু শাপলা সপুষ্পক উদ্ভিদ। সপুষ্পক উদ্ভিদ সর্বদাই ছত্রাক অপেক্ষা উন্নত। 

ii.মাশরুম পরভোজী, নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না। অপরদিকে শাপলা স্বভোজী, এটি সালোকসংশ্লেষণের মাধ্যমে নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে। 

iii. মাশরুম স্পোরের মাধ্যমে বংশবৃদ্ধি ঘটায়; কিন্তু শাপলা যৌন জননের মাধ্যমে বংশবৃদ্ধি ঘটায় যা উন্নত জীবদের বৈশিষ্ট্য 

iv. মাশরুমকে মূল, কাণ্ড ও পাতায় বিভক্ত করা যায় না; কিন্তু শাপলা উদ্ভিদটিকে মূল, কাণ্ড ও পাতায় বিভক্ত করা যায় । 

v. পরিবহন কলাগুচ্ছ মাশরুমে অনুপস্থিত; কিন্তু শাপলা উদ্ভিদে উপস্থিত। পরিবহন কলাগুচ্ছ উন্নত জীবদের বৈশিষ্ট্য । 

vi. মাশরুমের দেহ নরম; কিন্তু শাপলার দেহ সে তুলনায় বেশ শক্ত শক্ত উদ্ভিদদেহ উন্নত উদ্ভিদের বৈশিষ্ট্য বহন করে। উদ্ভিদ। বৈশি

আর্টিকেলের শেষকথাঃ প্রকৃত কোষ বলতে কি বুঝায়

আমরা এতক্ষন জেনে নিলাম প্রকৃত কোষ বলতে কি বুঝায় যদি তোমাদের আজকের এই পড়াটিটি ভালো লাগে তাহলে ফেসবুক বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে পারো। আর এই রকম নিত্য নতুন পোস্ট পেতে আমাদের আরকে রায়হান ওয়েবসাইটের সাথে থাকো।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
আরও পড়ুনঃ
আরও পড়ুনঃ