১২টি নিমগাছ গল্পের জ্ঞানমূলক প্রশ্ন | নিমগাছ গল্পের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর
আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে বিষয় হলো নিমগাছ গল্পের জ্ঞানমূলক প্রশ্ন | নিমগাছ গল্পের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর জেনে নিবো। তোমরা যদি পড়াটি ভালো ভাবে নিজের মনের মধ্যে গুছিয়ে নিতে চাও তাহলে অবশ্যই তোমাকে মনযোগ সহকারে পড়তে হবে। চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা জেনে নেই আজকের নিমগাছ গল্পের জ্ঞানমূলক প্রশ্ন | নিমগাছ গল্পের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর
নিমগাছ গল্পের জ্ঞানমূলক প্রশ্ন নিমগাছ গল্পের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর |
১২টি নিমগাছ গল্পের জ্ঞানমূলক প্রশ্ন | নিমগাছ গল্পের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর
এসএসসি পরীক্ষার প্রশ্ন ও উত্তর-নিমগাছ
প্রশ্ন ১। কারা নিমগাছের প্রশংসায় পঞ্চমুখ?
উত্তর : কবিরাজরা নিমগাছের প্রশংসায় পঞ্চমুখ।
প্রশ্ন ২। নিমের কচি পাতাগুলো অনেকে খায় কেন?
উত্তর : নিমের কচি পাতাগুলো অনেকে খায় কারণ তা ভারি উপকারী ।
প্রশ্ন ৩। কবিরাজ কে?
উত্তর : যিনি গাছগাছালি পরিশোধন করে মনুষ্যরোগের চিকিৎস করেন তিনি হলেন কবিরাজ।
প্রশ্ন ৪। ‘নিমগাছ' গল্পের ম্যাজিক বাক্যটি কী?
উত্তর : ‘নিমগাছ' গল্পের ম্যাজিক বাক্যটি হলো—গৃহকর্ম-নিপুণা লক্ষ্মীবউটার ঠিক এক দশা।
প্রশ্ন ৫। লোকে নিমগাছের কচি ডাল চিবোয় কেন?
উত্তর : নিমের কচি ডাল চিবোলে দাঁত ভালো থাকে বলে লোকে নিমগাছের কচি ডাল চিবোয়।
প্রশ্ন ৬। নফুলের প্রকৃত নাম কী?
উত্তর : বনফুলের প্রকৃত নাম বলাইচাঁদ মুখোপাধ্যায় ।
প্রশ্ন ৭। বাড়ির পাশে নিমগাছ গজালে কারা খুশি হয়?
উত্তর : বাড়ির পাশে নিমগাছ গজালে বিজ্ঞরা খুশি হন ।
প্রশ্ন ৮। যকৃতের পক্ষে কোনটি উপকারী ?
উত্তর : যকৃতের পক্ষে নিমপাতা খুব উপকারী।
প্রশ্ন ৯। 'বিদ্যাসাগর' বনফুলের কোন জাতীয় রচনা?
উত্তর : ‘বিদ্যাসাগর' বনফুলের একটি জীবনী নাটক ।
প্রশ্ন ১০। 'নিমগাছ' গল্পের লেখকের প্রকৃত নাম কী?
উত্তর : ‘নিমগাছ’ গল্পের লেখকের প্রকৃত নাম বলাইচাঁদ মুখোপাধ্যায়।
প্রশ্ন ১১। কে মুগ্ধ দৃষ্টিতে নিমগাছের দিকে চেয়ে থাকে?
উত্তর : কবি মুগ্ধদৃষ্টিতে নিমগাছের দিকে চেয়ে থাকে ।
প্রশ্ন ১২। বনফুল কিসের মাধ্যমে সাহিত্য অঙ্গনে প্রবেশ করেন?
উত্তর : বনফুল ‘শনিবারের চিঠি'তে ব্যঙ্গ কবিতা ও শারোডি লিখে সাহিত্য অঙ্গনে প্রবেশ করেন।
আর্টিকেলের শেষকথাঃ নিমগাছ গল্পের জ্ঞানমূলক প্রশ্ন | নিমগাছ গল্পের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর
আমরা এতক্ষন জেনে নিলাম নিমগাছ গল্পের জ্ঞানমূলক প্রশ্ন | নিমগাছ গল্পের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর যদি তোমাদের আজকের এই পড়াটিটি ভালো লাগে তাহলে ফেসবুক বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে পারো। আর এই রকম নিত্য নতুন পোস্ট পেতে আমাদের আরকে রায়হান ওয়েবসাইটের সাথে থাকো।