১৫টি মমতাদি গল্পের জ্ঞানমূলক প্রশ্ন | মমতাদি গল্পের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর
আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে বিষয় হলো মমতাদি গল্পের জ্ঞানমূলক প্রশ্ন | মমতাদি গল্পের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর জেনে নিবো। তোমরা যদি পড়াটি ভালো ভাবে নিজের মনের মধ্যে গুছিয়ে নিতে চাও তাহলে অবশ্যই তোমাকে মনযোগ সহকারে পড়তে হবে। চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা জেনে নেই আজকের মমতাদি গল্পের জ্ঞানমূলক প্রশ্ন | মমতাদি গল্পের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর
মমতাদি গল্পের জ্ঞানমূলক প্রশ্ন মমতাদি গল্পের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর |
১৫টি মমতাদি গল্পের জ্ঞানমূলক প্রশ্ন | মমতাদি গল্পের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর
এসএসসি পরীক্ষার প্রশ্ন ও উত্তর-মমতাদি
প্রশ্ন ১। 'পর্দা ঠেলে উপার্জন' কী?
উত্তর : 'পর্দা ঠেলে উপার্জন' হলো নারীদের অন্তঃপুরে থাকার প্রথা ভেঙে বাইরে এসে আয়-রোজগার করা।
প্রশ্ন ২। মমতাদি তার মাইনে কত আশা করেছিলেন?
উত্তর : মমতাদি তার মাইনে বারো টাকা আশা করেছিল।
প্রশ্ন ৩। মমতাদির কপালের ক্ষত চিহ্নটি কেমন?
উত্তর : মমতাদির কপালের ক্ষত চিহ্নটি আন্দাজে পরা টিপের মতো।
প্রশ্ন ৪। 'অপ্রতিভ' শব্দের অর্থ কী?
উত্তর : ‘অপ্রতিভ' শব্দের অপ্রস্তুত ।
প্রশ্ন ৫। মমতাদির ঘরে কিসের দীনতা ছিল?
উত্তর : মমতাদির ঘরে আলো ও বাতাসের দীনতা ছিল।
প্রশ্ন ৬। খোকা পুলকিত মনে মাকে কোন সংবাদটি শুনিয়েছিল?
উত্তর : খোকা পুলকিত মনে মাকে মমতাদির স্বামীর চাকরি হওয়ার সংবাদটি শুনিয়েছিল ।
প্রশ্ন ৭। মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রকৃত নাম কী?
উত্তর : মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রকৃত নাম বন্দ্যোপাধ্যায়।
প্রশ্ন ৮। ‘মমতাদি' গল্পটি কোন গ্রন্থের অন্তর্ভুক্ত?
উত্তর : 'মমতাদি' গল্পটি 'সরীসৃপ' গ্রন্থের অন্তর্ভুক্ত।
প্রশ্ন ৯। মমতাদির বয়স কত?
উত্তর : মমতাদির বয়স ২৩ বছর ।
প্রশ্ন ১০। গৃহকর্মে মমতাদির মাইনে কত টাকা ঠিক হয়েছিল? [ব. বো. ১৫]
উত্তর : পনেরো টাকা ।
প্রশ্ন ১১। মানিক বন্দ্যোপাধ্যায় কত বছর বয়সে 'দিবারাত্রির কাব্য' রচনা করেন?
উত্তর : মানিক বন্দ্যোপাধ্যায় একুশ বছর বয়সে "দিবারাত্রির কাব্য' রচনা করেন।
প্রশ্ন ১২। মমতাদির বাসার গলির নাম কী? |
উত্তর : মমতাদির বাসার গলির নাম জীবনময়ের গলি।
প্রশ্ন ১৩। 'কৃতার্থ হলাম' মমতাদি কেন কথাটি বলেছে?
উত্তর : 'কৃতার্থ হলাম'- মমতাদি এ কথাটি বলেছে তার কাছে গৃহকর্ত্রীর ছেলে আর একটি লেবু চেয়ে নেওয়ার জন্য ।
প্রশ্ন ১৪। মমতাদি জীবনময়ের গলিতে কত নম্বর বাড়িতে থাকতেন?
উত্তর : মমতাদি জীবনময়ের গলিতে সাতাশ নম্বর বাড়িতে থাকতেন ।
প্রশ্ন ১৫। ‘অতসীমামী' গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল?
উত্তর : 'অতসীমামী' গল্পটি 'বিচিত্রা' পত্রিকায় প্রকাশিত হয়েছিল।
আর্টিকেলের শেষকথাঃ মমতাদি গল্পের জ্ঞানমূলক প্রশ্ন | মমতাদি গল্পের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর
আমরা এতক্ষন জেনে নিলাম মমতাদি গল্পের জ্ঞানমূলক প্রশ্ন | মমতাদি গল্পের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর যদি তোমাদের আজকের এই পড়াটিটি ভালো লাগে তাহলে ফেসবুক বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে পারো। আর এই রকম নিত্য নতুন পোস্ট পেতে আমাদের আরকে রায়হান ওয়েবসাইটের সাথে থাকো।