কিডনি রোগের লক্ষণ কি কি
আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে বিষয় হলো কিডনি রোগের লক্ষণ জেনে নিবো। তোমরা যদি পড়াটি ভালো ভাবে নিজের মনের মধ্যে গুছিয়ে নিতে চাও তাহলে অবশ্যই তোমাকে মনযোগ সহকারে পড়তে হবে। চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা জেনে নেই আজকের কিডনি রোগের লক্ষণ
কিডনি রোগের লক্ষণ কি কি |
ক. পেলভিস কী?
খ. কিডনি রোগ এর লক্ষণগুলো লেখো।
গ. 'A' কীভাবে তোমার দেহে কাজ করে?— যুক্তিসহ ব্যাখ্যা করো।
ঘ. বৃক্ক বিকলের প্রতিকার কী? আলোচনা করো ।
প্রশ্নের উত্তর
ক. বৃক্কের হাইলাসে অবস্থিত ফানেল আকৃতির প্রশস্ত অংশই হলো পেলভিস।
খ. কিডনি রোগের লক্ষণগুলো হলো—
i.শরীর ফুলে যাওয়া
ii. প্রস্রাবে প্রোটিন বা আমিষ যাওয়া
iii. রক্ত মিশ্রিত প্রস্রাব হওয়া
iv. প্রস্রাবে জ্বালা পোড়া করা
V. ঘন ঘন প্রস্রাব হওয়া বা প্রস্রাব বন্ধ হওয়া।
গ. উদ্দীপকে উল্লিখিত চিত্রটি হলো বৃক্ক এবং 'A' চিহ্নিত অংশটি বৃক্কের কার্যকরী একক নেফ্রনের এবং তার সাথে সংশ্লিষ্ট রেনাল অংশসমূহ। নেফ্রন একটি জটিল প্রক্রিয়ার মাধ্যমে ক্রমাগতভাবে মূত্র উৎপন্ন করে।
নেফ্রনে রেনাল করপাসল ও রেনাল টিউব্যুল থাকে। রেনাল করপাসলে গ্লোমেরুলাস এবং বোম্যান্স ক্যাপসুল নামক দুটি অংশ থাকে। গ্লোমেরুলাস ছাঁকনির মতো কাজ করে রক্ত থেকে পরিস্রুত তরল উৎপন্ন করে। উৎপন্ন পরিস্রুত তরল
অর্থাৎ মূত্র সংগ্রাহী নালিকার মাধ্যমে বৃক্কের পেলভিসে পৌঁছায় এবং পেলভিস থেকে ইউরেটারের ফানেল আকৃতির অংশ বেড়ে ইউরেটারে প্রবেশ করে।
এভাবে, বৃক্কের নেফ্রন আমাদের দেহে রক্ত পরিশ্রুতকরণের কাজ করে।
ঘ. উদ্দীপকের চিত্রটি হলো বৃদ্ধ । বৃক্ক বিকল বা অকেজো হলে দু'ধরনের প্রতিকার ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে। প্রথম ব্যবস্থাটি হলো ডায়ালাইসিস। বৃক্ক সম্পূর্ণ অকেজো হওয়ার পর বৈজ্ঞানিক উপায়ে রক্ত পরিশোধিত করার প্রক্রিয়া হলো ডায়ালাইসিস।
ডায়ালাইসিস মেশিনের সাহায্যে রক্ত পরিশোধিত করা হয়। ফলে নাইট্রোজেন ঘটিত ক্ষতিকর বর্জ্য পদার্থ দেহের বাইরে নিষ্কাশিত হয়।
দ্বিতীয় ব্যবস্থাটি হলো বৃদ্ধ প্রতিস্থাপন। কোনো ব্যক্তির বৃক্ক অকেজো হয়ে পড়লে তখন কোনো সুস্থ ব্যক্তির বৃক্ক তার দেহে প্রতিস্থাপনের প্রক্রিয়াকে বৃদ্ধ প্রতিস্থাপন। এটি দুভাবে সম্পন্ন করা যায়।
যেমন-কোনো নিকট আত্মীয়ের রোগীর দেহে প্রতিস্থাপন করা। অন্যটি, রোগীর দেহে প্রতিস্থাপন করা। মৃত ব্যক্তি বলতে ‘ব্রেন ডেড' বোঝানো হয়েছে। তবে দুক্ষেত্রেই দেখতে হবে টিস্যু ম্যাচ করে কিনা।
সুতরাং যেকোনো একটি গ্রহণ করে বৃক্ক বিকলের প্রতিকার করা সম্ভব। বৃক্ক বিকল হলে উল্লিখিত ডায়ালাইসিস অথবা বৃক্ক প্রতিস্থাপন ব্যবস্থার
আর্টিকেলের শেষকথাঃ কিডনি রোগের লক্ষণ
আমরা এতক্ষন জেনে নিলাম কিডনি রোগের লক্ষণ যদি তোমাদের আজকের এই পড়াটিটি ভালো লাগে তাহলে ফেসবুক বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে পারো। আর এই রকম নিত্য নতুন পোস্ট পেতে আমাদের আরকে রায়হান ওয়েবসাইটের সাথে থাকো।