৭২টি কাকতাড়ুয়া উপন্যাসের জ্ঞানমূলক প্রশ্ন - (kaktarua uponnash er)
আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে বিষয় হলো কাকতাড়ুয়া উপন্যাসের জ্ঞানমূলক প্রশ্ন জেনে নিবো। তোমরা যদি পড়াটি ভালো ভাবে নিজের মনের মধ্যে গুছিয়ে নিতে চাও তাহলে অবশ্যই তোমাকে মনযোগ সহকারে পড়তে হবে। চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা জেনে নেই আজকের কাকতাড়ুয়া উপন্যাসের জ্ঞানমূলক প্রশ্ন
কাকতাড়ুয়া উপন্যাসের জ্ঞানমূলক প্রশ্ন |
এসএসসি পরীক্ষার প্রশ্ন ও উত্তর- কাকতাড়ুয়া'
প্রশ্ন ১। উপন্যসের আখ্যানভাগ কী?
উত্তর : উপন্যাসের আখ্যানভাগ হচ্ছে— Plot বা কাহিনি-সমগ্র ।
প্রশ্ন ২। 'কাকতাড়ুয়া' উপন্যাসের মিঠুর ভাইয়ের নাম কী?
উত্তর : ‘কাকতাড়ুয়া' উপন্যাসের মিঠুর ভাইয়ের নাম মধু।
প্রশ্ন ৩। বুধা দুঃখকে কী ভাবে?
উত্তর : বুধা দুঃখকে হিংস্র শকুন ভাবে ।
প্রশ্ন ৪। শাহাবুদ্দিন কার ছবি আঁকবে ?
উত্তর : শাহাবুদ্দিন বুধার সাহসী ও হাস্যোজ্জ্বল ছবি আঁকবে ।
প্রশ্ন ৫। ‘কাকতাড়ুয়া' উপন্যাসে বর্ণিত মুক্তিবাহিনীর কমান্ডার কে?
উত্তর : ‘কাকতাড়ুয়া' উপন্যাসে বর্ণিত মুক্তিবাহিনীর কমান্ডার হলেন শাহাবুদ্দিন ।
প্রশ্ন ৬। মতিউর কী কারণে ফজু মিয়াকে বকাবকি করেছিল?
উত্তর : মতিউর বুধাকে কাজে নেওয়ার জন্য ফজু মিয়াকে বকাবকি করেছিল।
প্রশ্ন ৭। শান্তি কমিটির চেয়ারম্যান কে ছিল?
উত্তর : শান্তি কমিটির চেয়ারম্যান ছিল আহাদ মুন্সি।
প্রশ্ন ৮। তিনুর বয়স কত?
উত্তর : তিনুর বয়স দেড় বছর।
প্রশ্ন ৯। বাঙ্কারের তদারকি করছিল কে?
উত্তর : বাঙ্কারের তদারকি করছিল মতিউর।
প্রশ্ন ১০। 'মেশিনগান বল, আমার নাম মেশিনগান'— বুধা কাকে এ কথা বলেছে?
উত্তর : ‘মেশিনগান বল, আমার নাম মেশিনগান:- বুধা রাজাকার কুদ্দুসকে এ কথা বলেছে ।
প্রশ্ন ১১। শামুকের খোলটা কিসের মতো লাগে বুধার ?
উত্তর : শামুকের খোলটা বুধার কাছে টুপির মতো লাগে ।
প্রশ্ন ১২। মিলিটারি কীভাবে গাঁয়ে প্রবেশ করে ?
উত্তর : মিলিটারি জিপে করে গুলি ছুড়তে ছুড়তে গাঁয়ে প্রবেশ করে।
প্রশ্ন ১৩। কুদ্দুস বুধার কাছে মিঠুর খোঁজ জানতে চাইলে সে কী বলে?
উত্তর : কুদ্দুস বুধার কাছে মিঠুর খোঁজ জানতে চাইলে সে বলে— 'নদীর তলে খুঁজে দেখ ।
প্রশ্ন ১৪। বুধা ঘুমের মধ্যে কিসের স্বপ্ন দেখে?
উত্তর: বুধা ঘুমের মধ্যে স্বাধীনতার স্বপ্ন দেখে।
প্রশ্ন ১৫। 'কাকতাড়ুয়া' উপন্যাসে ছবি আঁকার মানুষ কে?
উত্তর : 'কাকতাড়ুয়া' উপন্যাসে ছবি আঁকার মানুষ হলেন মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাবুদ্দিন ।
প্রশ্ন ১৬। বুধার মতে তিনজন এক হলে কী হয়?
উত্তর: বুধার মতে তিনজন এক হলে শক্তি বাড়ে। লড়াইয়ে শত্রুরা হারে।
প্রশ্ন ১৭। বুধার দৃষ্টিতে লোহার টুপি পরা মানুষেরা কী করে?
উত্তর : বুধার দৃষ্টিতে লোহার টুপি পরা মানুষেরা গুলি করে মানুষ হত্যা করে।
প্রশ্ন ১৮। বুধা রাজাকার কমান্ডারের বাড়িতে আগুন ধরিয়েছিল কেন?
উত্তর : বুধা রাজাকার কমান্ডাদের বাড়িতে আগুন ধরিয়েছিল প্রতিশোধ নেওয়ার জন্য।
প্রশ্ন ১৯। শাহাবুদ্দিন বুধার কী ধরনের ছবি আঁকার সিদ্ধান্ত নিয়েছিল?
উত্তর : শাহাবুদ্দিন বুধার যুদ্ধরত নানা ভঙ্গির ছবি আঁকার সিদ্ধান্ত নিয়েছিল ।
প্রশ্ন ২০। বুধা হাবিব ভাইয়ের কাছে কী জানতে চেয়েছিলা
উত্তর: বুধা হাবিব ভাইয়ের কাছে গণকবরের অর্থ জানতে চেয়েছিল।
প্রশ্ন ২১। কোন ধরনের মানুষকে বুধার মানুষ মনে হয় না? |
উত্তর : যার দৃষ্টিতে ভাষা থাকে না, সেরকম দৃষ্টিহীন মানুষকে বুধার মানুষই মনে হয় না ।
প্রশ্ন ২২। আহাদ মুন্সির চোখ কপালে ওঠে কেন?
উত্তর: বুধা নিজের নাম যুদ্ধ বলায় আহাদ মুন্সির চোখ কপালে ওঠে।
প্রশ্ন ২৩। চাচি বুধাকে কিসের স্বপ্ন দিয়েছেন?
উত্তর : চাচি বুধাকে স্বাধীন মানুষ হওয়ার স্বপ্ন দিয়েছেন ডাকে কেন?
প্রশ্ন ২৪। গায়ের লোকেরা বুধাকে কাকতাড়ুয়া ডাকে
উত্তর : সারাক্ষণ কাকতাড়ুয়া সেজে থাকে বলে গাঁয়ের লোকেরা বুধাকে কাকতাড়ুয়া নামে ডাকে ।
প্রশ্ন ২৫। উপন্যাসের আঙ্গিক ও গঠনকৌশলের দিক কোনটি?
উত্তর : উপন্যাসের কাহিনি কীভাবে গড়ে তোলা হবে সেটাই হচ্ছে
প্রশ্ন ২৬। বুধা বুকের ভেতর কী ধরে রেখেছে?
উত্তর: বুধা বুকের ভেতর মুক্তিযুদ্ধ ধরে রেখেছে।
প্রশ্ন ২৭। বুধা কার বাড়িতে বসে সাতই মার্চের ভাষণ শুনেছিল?
উত্তর : বুধা কানু দয়ালের বাড়িতে বসে সাতই মার্চের ভাষণ শুনেছিল।
প্রশ্ন ২৮। মুক্তিবাহিনীর কমান্ডার কে?
উত্তর : মুক্তিবাহিনীর কমান্ডার হলো শাহাবুদ্দিন ।
প্রশ্ন ২৯। বুধা প্রায়ই কী সাজত?
উত্তর : বুধা প্রায়ই কাকতাড়ুয়া সাজত।
প্রশ্ন ৩০। বুধা আলির কাছ থেকে কেরোসিন এনেছিল কেন?
উত্তর : রাজাকার আহাদ মুন্সির ঘরে আগুন দেওয়ার জন্য মশাল বানাতে বুধা আলির কাছ থেকে কেরোসিন এনেছিল ।
প্রশ্ন ৩১। শাহাবুদ্দিনকে নিয়ে বুধা কিসের শব্দ শোনার জন্য বসে থাকে?
উত্তর : শাহাবুদ্দিনকে নিয়ে বুধা মাইন বিস্ফোরণের শব্দ শোনার জন্য বসে থাকে।
প্রশ্ন ৩২। বুধা দুঃখকে কী ভাবে?
উত্তর: বুধা দুঃখকে হিংস্র শকুন ভাবে।
প্রশ্ন ৩৩। বিনু হাসলে কী মনে হতো?
উত্তর : বিনু হাসলে মনে হতো বিলের জলে ঢেউ বয়ে যাচ্ছে।
প্রশ্ন ৩৪। গেরস্তের উঠোনে কী আছে?
উত্তর : গেরস্তের উঠোনে খড়ের গাদা আছে।
প্রশ্ন ৩৫। বাংলা সাহিত্যে প্রথম সার্থক ঔপন্যাসিক কে?
উত্তর : বাংলা সাহিত্যে প্রথম সার্থক ঔপন্যাসিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।
প্রশ্ন ৩৬। শাহাবুদ্দিনের দৃষ্টিতে বুধা বুকের ভেতর কী ধরে রেখেছে?
উত্তর : শাহাবুদ্দিনের দৃষ্টিতে বুধা বুকের ভেতর মুক্তিযুদ্ধ ধরে রেখেছে।
প্রশ্ন ৩৭। আধুনিক বাংলা উপন্যাসের জনক কে?
উত্তর : আধুনিক বাংলা উপন্যাসের জনক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ।
প্রশ্ন ৩৮। কার নির্দেশনায় বুধা মিলিটারি ক্যাম্পে মাইন পুঁতে এসেছিল?
উত্তর : শাহাবুদ্দিনের নির্দেশে বুধা মিলিটারি ক্যাম্পে মাইন পুঁতে এসেছিল ।
প্রশ্ন ৩৯ 'হাঙ্গর নদী গ্রেনেড' উপন্যাসটি কার লেখা?
উত্তর : 'হাঙ্গর নদী গ্রেনেট' উপন্যাসটি সেলিনা হোসেনের লেখা।
প্রশ্ন ৪০। গাঁয়ের লোকেরা বুধার নাম কী রেখেছে?
উত্তর : গাঁয়ের লোকেরা বুধার নাম রেখেছে— কাকতাড়ুয়া ।
প্রশ্ন ৪১। চাচির মুখে কোন শব্দটি শুনে বুধা হোঁচট খায়?
উত্তর : চাচির মুখে 'মুক্তি' শব্দটি শুনে বুধা হোঁচট খায়।
প্রশ্ন ৪২। বুধার ছোট বোনের বয়স কত ছিল?
উত্তর: বুধার ছোট বোনের বয়স ছিল দেড় বছর ।
প্রশ্ন ৪৩। কে রাজাকার কমান্ডারের বাড়িতে আগুন দিয়েছিল?
উত্তর: বুধা রাজাকার কমান্ডারের বাড়িতে আগুন দিয়েছিল।
প্রশ্ন ৪৪।' 'জননী' উপন্যাসটি কার লেখা? .
উত্তর : 'জননী' উপন্যাসটি শওকত ওসমানের লেখা।
প্রশ্ন ৪৫। অপূর্ব চোখ ছিল কার?
উত্তর : বিনুর অপূর্ব চোখ ছিল ।
প্রশ্ন ৪৬। ফুলকলি বুধাকে কী নামে ডাকতে চায়?
উত্তর : ফুলকলি বুধাকে যুদ্ধ নামে ডাকতে চায় ।
প্রশ্ন ৪৭। বুধা কয়টি মশাল বানিয়েছিল?
উত্তর: বুধা চারটি মশাল বানিয়েছিল।
প্রশ্ন ৪৮। নিজের নিয়মে বড় হয়েছে কে?
উত্তর : নিজের নিয়মে বড় হয়েছে বুধা।
প্রশ্ন ৪৯। গ্রাম থেকে কয় দিনের মাথায় কলেরা চলে যায়?
উত্তর : গ্রাম থেকে সাত দিনের মাথায় কলেরা চলে যায়।
প্রশ্ন ৫০। বড় জামগাছটার নিচে কার সঙ্গে রুধার দেখা হয়?
উত্তর : বড় জামগাছটার নিচে হরিকাকুর সঙ্গে বুধার দেখা হয়।
প্রশ্ন ৫১। আহাদ মুন্সির সাথে কয়জন রাজাকার ছিল?
উত্তর : আহাদ মুন্সির সঙ্গে দুইজন রাজাকার ছিল।
প্রশ্ন ৫২। 'কাকতাড়ুয়া' উপন্যাসে আর্ট কলেজের ছাত্রটি কে?
উত্তর : 'কাকতাড়ুয়া' উপন্যাসের আর্ট কলেজের ছাত্রটি শাহাবুদ্দিন।
প্রশ্ন ৫৩। আহাদ মুন্সির ছেলের নাম কী?
উত্তর : আহাদ মুন্সির ছেলের নাম মতিউর।
প্রশ্ন ৫৪। বুধা কীভাবে গান শিখেছে?
উত্তর: বুধা আখড়ার গান শুনে গান শিখেছে।
প্রশ্ন ৫৫। বুধাকে কে 'মানিকরতন' নামে ডাকে?
উত্তর : বুধাকে হরিকাকু 'মানিকরতন' নামে ডাকে।
প্রশ্ন ৫৬। বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাসের নাম কী?
উত্তর : দুর্গেশনন্দিনী।
প্রশ্ন ৫৭। কারা পাখির মতো মানুষ মারে?
উত্তর : পাখির মতো মানুষ মারে পাকিস্তানি সেনারা
প্রশ্ন ৫৮। নোলক বুয়া বুধাকে কী নামে ডাকত?
উত্তর : নোলক বুয়া বুধাকে 'ছন্নছাড়া' নামে ডাকত ।
প্রশ্ন ৫৯। শান্তি কমিটির চেয়ারম্যান কে ছিল?
উত্তর : শান্তি কমিটির চেয়ারম্যান ছিল আহাদ মুন্সি।
প্রশ্ন ৬০। নোলক বুয়া বুধাকে কী খেতে দেয়?
উত্তর : নোলক বুয়া বুধাকে মুড়ি খেতে দেয় ।
প্রশ্ন ৬১। উপন্যাসের প্রধান উপাদান কী?
উত্তর : উপন্যাসের প্রধান উপাদান এর কাহিনি বা গল্প ।
প্রশ্ন ৬২। বুধার চাচাতো ভাই-বোন কতজন?
উত্তর : বুধার চাচাতো ভাইবোন আটজন ।
প্রশ্ন ৬৩। বুধার পিঠাপিঠি বোনের নাম কী?
উত্তর : বুধার পিঠাপিঠি বোনের নাম বিনু।
প্রশ্ন ৬৪। কার হম্বিতম্বিতে লোক জড়ো হয়?
উত্তর : মতিউরের হম্বিতম্বিতে লোক জড়ো হয়।
প্রশ্ন ৬৫। মধুকে বুধা কী বলে ডাকতে বলেছিল?
উত্তর : মধুকে বুধা 'বঙ্গবন্ধু' বলে ডাকতে বলেছিল
প্রশ্ন ৬৬। পাকবাহিনীর গুলিতে প্রথমে কে মৃত্যুবরণ করে?
উত্তর : পাকবাহিনীর গুলিতে প্রথমে মৃত্যুবরণ করে সালাম চাচা।
প্রশ্ন ৬৭। কুন্তি কে?
উত্তর : কুন্তি হলো বুধার চাচাতো বোন।
প্রশ্ন ৬৮। বুধা ফুলকলিকে কী খেতে দিয়েছিল?
উত্তর : বুধা ফুলকলিকে জিলাপি খেতে দিয়েছিল ।
প্রশ্ন ৬৯। বুধা কাকে ভিতুর ডিম বলেছিল?
উত্তর : বুধা রানিকে ভিতুর ডিম বলেছিল ।
প্রশ্ন ৭০। কুন্তী শাপলা তুলেছিল কেন?
উত্তর : কুন্তী ক্ষুধার হাত থেকে বাঁচার জন্য শাপলা তুলেছিল।
প্রশ্ন ৭১। 'ভাগ হিয়াসে' কথাটি বুধাকে কারা বলেছিল?
উত্তর : ‘ভাগ হিয়াসে' কথাটি বুধাকে পাকিস্তানি সেপাইগুলো বলেছিল ।
প্রশ্ন ৭২। ভয় বুধাকে কাবু করে না কেন?
উত্তর : ছোটবেলায় বুধাকে কেউ ভূতের গল্প শোনায়নি, জুজুর ভয়ও দেখায়নি, এ কারণে ভয় বুধাকে কাবু করে না।
আর্টিকেলের শেষকথাঃ কাকতাড়ুয়া উপন্যাসের জ্ঞানমূলক প্রশ্ন
আমরা এতক্ষন জেনে নিলাম কাকতাড়ুয়া উপন্যাসের জ্ঞানমূলক প্রশ্ন যদি তোমাদের আজকের এই পড়াটিটি ভালো লাগে তাহলে ফেসবুক বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে পারো। আর এই রকম নিত্য নতুন পোস্ট পেতে আমাদের আরকে রায়হান ওয়েবসাইটের সাথে থাকো।