৩৩টি জীবন সঙ্গীত কবিতার জ্ঞানমূলক প্রশ্ন | জীবন সঙ্গীত কবিতার সংক্ষিপ্ত প্রশ্ন
আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে বিষয় হলো জীবন সঙ্গীত কবিতার জ্ঞানমূলক প্রশ্ন | জীবন সঙ্গীত কবিতার সংক্ষিপ্ত প্রশ্ন জেনে নিবো। তোমরা যদি পড়াটি ভালো ভাবে নিজের মনের মধ্যে গুছিয়ে নিতে চাও তাহলে অবশ্যই তোমাকে মনযোগ সহকারে পড়তে হবে। চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা জেনে নেই আজকেরজীবন সঙ্গীত কবিতার জ্ঞানমূলক প্রশ্ন | জীবন সঙ্গীত কবিতার সংক্ষিপ্ত প্রশ্ন
জীবন সঙ্গীত কবিতার জ্ঞানমূলক প্রশ্ন জীবন সঙ্গীত কবিতার সংক্ষিপ্ত প্রশ্ন |
৩৩টি জীবন সঙ্গীত কবিতার জ্ঞানমূলক প্রশ্ন | জীবন সঙ্গীত কবিতার সংক্ষিপ্ত প্রশ্ন
এসএসসি পরীক্ষার প্রশ্ন ও উত্তর-
প্রশ্ন ১। 'বাহ্যদৃশ্য' শব্দের অর্থ কী?
উত্তর : 'বাহ্যদৃশ্য' শব্দের অর্থ বাইরের জগতের চাকচিক্যময় রূপ বা জিনিস।
প্রশ্ন ২। জীবনের উদ্দেশ্য কী নয়?
উত্তর : মিথ্যা সুখের আশা করে দুঃখ বাড়ানো জীবনের উদ্দেশ্য নয়।
প্রশ্ন ৩। 'জীবন-সঙ্গীত' কবিতাটি ইংরেজি কোন কবিতার ভাবানুবাদ?
উত্তর : 'জীবন-সঙ্গীত' কবিতাটি ইংরেজি A Psalm of Life কবিতার ভাবানুবাদ ।
প্রশ্ন ৪। 'দারা' শব্দের অর্থ কী?
উত্তর : 'দারা' শব্দের অর্থ স্ত্রী।
প্রশ্ন ৫। ‘ধ্বজা' শব্দের অর্থ কী?
উত্তর : ‘ধ্বজা' শব্দের অর্থ হলো পতাকা, নিশান ।
প্রশ্ন ৬। বীর্যবান শব্দের অর্থ কী?
উত্তর : বীর্যবান শব্দের অর্থ হলো— শক্তিমান ।
প্রশ্ন ৭। কবি কোন দৃশ্যে ভুলতে নিষেধ করেছেন?
উত্তর : কবি বাহ্যদৃশ্যে ভুলতে নিষেধ করেছেন।
প্রশ্ন ৮। জগতে কোনটি দুর্লভ?
উত্তর : জগতে মহিমা দুর্লভ ।
প্রশ্ন ৯। কবি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় রচিত মহাকাব্যের নাম কী?
উত্তর : কবি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় রচিত মহাকাব্যের নাম ‘বৃত্রসংহার ।
প্রশ্ন ১০ । বৃত্রসংহার কী ধরনের রচনা?
উত্তর : বৃত্রসংহার একটি মহাকাব্য।
প্রশ্ন ১১। সংসার সমরাঙ্গন কী?
উত্তর : সংসার সমরাঙ্গন হলো সংসারের ঘাত-প্রতিঘাত ।
প্রশ্ন ১২। এ সংসারে জন্ম কী নয়?
উত্তর : এ সংসারে জন্ম বৃথা নয়।
প্রশ্ন ১৩। ‘নিশার স্বপন’ অর্থ কী?
উত্তর : ‘নিশার স্বপন’ অর্থ রাতের স্বপ্ন।
প্রশ্ন ১৪। কী আর পাওয়া যাবে না?
উত্তর : এমন মানব-জনম আর পাওয়া যাবে না ।
প্রশ্ন ১৫। কাকে বাহ্যদৃশ্য দেখে ভুলতে মানা করা হয়েছে?
উত্তর : মনকে বাহ্যদৃশ্য দেখে ভূলতে মানা করা হয়েছে।
প্রশ্ন ১৬। সুখের আশা করলে কিসের ফাস গলায় পড়বে?
উত্তর : সুখের আশা করলে দুঃখের ফাস গলায় পড়বে।
প্রশ্ন ১৭। দুঃখের ফাস পরা কিসের উদ্দেশ্য নয়?
উত্তর : দুঃখের ফাস পরা জীবনের উদ্দেশ্য নয়।
প্রশ্ন ১৮। সংসারে আমাদের কী সাজতে হবে?
উত্তর : সংসারে আমাদের সংসারী সাজতে হবে।
প্রশ্ন ১৯। নিত্য কী করতে হবে?
উত্তর : নিত্য নিজ কাজ করতে হবে ।
প্রশ্ন ২০। নিত্য নিজ কাজ করলে কী হবে?
উত্তর : নিত্য নিজ কাজ করলে ভবের (সংসারের) উন্নতি হবে।
প্রশ্ন ২১। সময় কখনাে কেমন থাকে না?
উত্তর : সময় কখনাে স্থির থাকে না।
প্রশ্ন ২২। সহায়-সম্পদ কী হয়?
উত্তর : সহায়-সম্পদ শেষ হয়ে যায় ।
প্রশ্ন ২৩। ‘জীবন-সঙ্গীত’ কবিতাটি ইংরেজি কোন কবিতার ভাবানুবাদ?
উত্তর: ‘জীবন-সঙ্গীত’ কবিতাটি ইংরেজি A Psalm of Life কবিতার ভাবানুবাদ।
প্রশ্ন ২৪। ‘দারা’ শব্দের অর্থ কী?
উত্তর : ‘দারা’ শব্দের অর্থ স্ত্রী।
প্রশ্ন ২৫। ‘ধ্বজা’ শব্দের অর্থ কী?
উত্তর : ধ্বজা’ শব্দের অর্থ হলাে পতাকা, নিশান।
প্রশ্ন ২৬। বীর্যবান শব্দের অর্থ কী?
উত্তর : বীর্যবান শব্দের অর্থ হলাে- শক্তিমান।
প্রশ্ন ২৭। ‘জীবন-সঙ্গীত’ কবিতায় কবি কী বলে ক্রন্দন করতে নিষেধ করেছেন?
উত্তর : ‘জীবন-সঙ্গীত কবিতায় কবি তুমি কার কে তােমার বলে ক্রন্দন করতে নিষেধ করেছেন।
প্রশ্ন ২৮। ‘জীবন-সঙ্গীত’ কবিতা অনুসারে জগতে কোন বিষয়টি দুর্লভ?
উত্তর : ‘জীবন-সঙ্গীত’ কবিতা অনুসারে মহিমা এ জগতে দুর্লভ।
প্রশ্ন ২৯। মানুষের আয়ুকে কিসের সঙ্গে তুলনা .করা হয়েছে?
উত্তর : মানুষের আয়ুকে. শৈবালের নীর অর্থাৎ শেওলার উপর পানির ফোটার সঙ্গে তুলনা করা হয়েছে।
প্রশ্ন ৩০। আয়ু কিসের. নীর?
উত্তর : আয়ু যেন. শৈবালের নীর।
প্রশ্ন ৩১। ‘আকিঞ্চন’ শব্দের অর্থ কী?
উত্তর : ‘আকিঞ্চন’ শব্দের. অর্থ চেষ্টা বা আকাঙ্ক্ষা।
প্রশ্ন ৩২। কবি জীবকে কী করতে বলেছেন?
উত্তর : কবি জীবকে. আকিঞন করতে বলেছেন।
প্রশ্ন ৩৩। কী অনিত্য নয়?
উত্তর : জীবাত্মা. অনিত্য নয়।
আর্টিকেলের শেষকথাঃ জীবন সঙ্গীত কবিতার জ্ঞানমূলক প্রশ্ন | জীবন সঙ্গীত কবিতার সংক্ষিপ্ত প্রশ্ন
আমরা এতক্ষন জেনে নিলাম জীবন সঙ্গীত কবিতার জ্ঞানমূলক প্রশ্ন | জীবন সঙ্গীত কবিতার সংক্ষিপ্ত প্রশ্ন যদি তোমাদের আজকের এই পড়াটিটি ভালো লাগে তাহলে ফেসবুক বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে পারো। আর এই রকম নিত্য নতুন পোস্ট পেতে আমাদের আরকে রায়হান ওয়েবসাইটের সাথে থাকো।