১৭টি বঙ্গবাণী কবিতার জ্ঞানমূলক প্রশ্ন | বঙ্গবাণী কবিতার সংক্ষিপ্ত প্রশ্ন
আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে বিষয় হলো বঙ্গবাণী কবিতার জ্ঞানমূলক প্রশ্ন | বঙ্গবাণী কবিতার সংক্ষিপ্ত প্রশ্ন জেনে নিবো। তোমরা যদি পড়াটি ভালো ভাবে নিজের মনের মধ্যে গুছিয়ে নিতে চাও তাহলে অবশ্যই তোমাকে মনযোগ সহকারে পড়তে হবে। চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা জেনে নেই আজকের বঙ্গবাণী কবিতার জ্ঞানমূলক প্রশ্ন | বঙ্গবাণী কবিতার সংক্ষিপ্ত প্রশ্ন
বঙ্গবাণী কবিতার জ্ঞানমূলক প্রশ্ন বঙ্গবাণী কবিতার সংক্ষিপ্ত প্রশ্ন |
এসএসসি পরীক্ষার প্রশ্ন ও উত্তর-বঙ্গবাণী
প্রশ্ন ১। 'বঙ্গবাণী' কবিতাটি কবির কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে?
উত্তর : 'বঙ্গবাণী' কবিতাটি কবির 'নূরনামা' কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে।
প্রশ্ন ২। কবি কাদের জন্ম পরিচয় সম্পর্কে সন্দেহ প্রকাশ করেছেন?
উত্তর : বাংলাদেশে জন্মগ্রহণ করে বাংলা ভাষাকে যারা হিংসা করে কবি তাদের জন্মপরিচয় সম্পর্কে সন্দেহ প্রকাশ করেছেন ।
প্রশ্ন ৩। 'জুয়ায়' শব্দের অর্থ কী?
উত্তর : জুয়ায় শব্দের অর্থ জোগায়।
প্রশ্ন ৪। মানুষের সব ভাষা বােঝেন কে?
উত্তর: সৃষ্টিকর্তা মানুষের সব ভাষা বােঝেন।
প্রশ্ন ৫। ‘আপে’ শব্দটির অর্থ কী?
উত্তর : ‘আপে’ শব্দটির অর্থ স্বয়ং বা আপনি।
প্রশ্ন ৬। মধ্যযুগের অন্যতম কবি কে?
উত্তর : মধ্যযুগের অন্যতম কবি হলেন আবদুল হাকিম।
প্রশ্ন ৭। আবদুল হাকিম কোন যুগের অন্যতম প্রধান কবি?
উত্তর : আবদুল হাকিম মধ্যযুগের অন্যতম প্রধান কবি।
প্রশ্ন ৮। ‘ছিফত’ শব্দটির অর্থ কী?
উত্তর : ‘ছিফত’ শব্দটির অর্থ গুণ।
প্রশ্ন ৯। কবি কাদের বিদেশ যেতে বলেছেন?
উত্তর : কবি তাদের বিদেশ যেতে বলেছেন দেশি ভাষার প্রতি যাদের অনুরাগ নেই ।
প্রশ্ন ১০। সৃষ্টিকর্তা কোন কোন ভাষা বুঝতে পারেন?
উত্তর : সৃষ্টিকর্তা পৃথিবীর সব ভাষাই বুঝতে পারেন।
প্রশ্ন ১১। কবি কাদের জন্মপরিচয় নিয়ে সন্দিহান?
উত্তর : যারা বাংলাদেশে জন্মে বাংলা ভাষাকে হিংসা করে তাদের জন্মপরিচয় নিয়ে কবি সন্দিহান।
প্রশ্ন ১২। মাতৃভাষা কী?
উত্তর : শিশু প্রথম মায়ের মুখ থেকে যে ভাষায় কথা বলতে শেখে তা-ই তার মাতৃভাষা ।
প্রশ্ন ১৩। প্রভু কোন বাক্য বােঝেন?
উত্তর : প্রভু সব দেশের সব বাক্য বােঝেন।
প্রশ্ন ১৪। ‘হিংসে’ শব্দটির অর্থ কী?
উত্তর : ‘হিংসে’ শব্দটির অর্থ বিদ্বেষ পােষণ করে।
প্রশ্ন ১৫। আরবি-ফারসি ভাষার প্রতি কবির কী নেই?
উত্তর : আরবি-ফারসি ভাষার প্রতি কবির রাগ বা দ্বেষ নেই।
প্রশ্ন ১৬। ‘বঙ্গবাণী’ কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে?
উত্তর : ‘বঙ্গবাণী’ কবিতাটি ‘নূরনামা’ কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে।
প্রশ্ন ১৭। কবি আবদুল হাকিম কোন গ্রামে জন্মগ্রহণ করেন?
উত্তর : কবি আবদুল হাকিম সুধারামপুর গ্রামে জন্মগ্রহণ করেন।
আর্টিকেলের শেষকথাঃ বঙ্গবাণী কবিতার জ্ঞানমূলক প্রশ্ন | বঙ্গবাণী কবিতার সংক্ষিপ্ত প্রশ্ন
আমরা এতক্ষন জেনে নিলাম বঙ্গবাণী কবিতার জ্ঞানমূলক প্রশ্ন | বঙ্গবাণী কবিতার সংক্ষিপ্ত প্রশ্ন যদি তোমাদের আজকের এই পড়াটিটি ভালো লাগে তাহলে ফেসবুক বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে পারো। আর এই রকম নিত্য নতুন পোস্ট পেতে আমাদের আরকে রায়হান ওয়েবসাইটের সাথে থাকো।