আবরণী টিস্যু বলতে কী বোঝায়
আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে বিষয় হলো আবরণী টিস্যু বলতে কী বোঝায় জেনে নিবো। তোমরা যদি পড়াটি ভালো ভাবে নিজের মনের মধ্যে গুছিয়ে নিতে চাও তাহলে অবশ্যই তোমাকে মনযোগ সহকারে পড়তে হবে। চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা জেনে নেই আজকের আবরণী টিস্যু বলতে কী বোঝায়
ক. টিস্যু কী?
খ. আবরণী টিস্যু বলতে কী বোঝায়?
গ. উল্লিখিত টিস্যু উদ্ভিদের বিভিন্ন অংশে উপস্থিত- ব্যাখ্যা করো
ঘ. চিত্র A এর গঠন ও কাজ বর্ণনা করো।
প্রশ্নের উত্তর
ক. একই গঠন বিশিষ্ট একগুচ্ছ কোষ একত্রিত হয়ে যদি একই কাজ করে এবং তাদের উৎপত্তিস্থল যদি অভিন্ন হয় তখন সেই কোষগুচ্ছই হলো টিস্যু।
খ. যে সকল টিস্যু কোনো অঙ্গের আবরণ তৈরি করে সে সকল টিস্যুকে আবরণী টিস্যু বলে। আবরণী টিস্যুর কোষগুলো ঘন সন্নিবেশিত এবং একটি ভিত্তিপর্ণার উপর বিন্যন্ত থাকে।
প্রাণিদেহে আবরণী টিস্যু তিন ধরনের। যথা-
i. স্কোয়ামাস আবরণী টিস্যু;
ii. কিউবয়ডাল আবরণী টিস্যু এবং
iii. কলামনার আবরণী টিস্যু।
গ. উদ্দীপকের টিস্যুটি হলো উদ্ভিদের প্যারেনকাইমা টিস্যু। পাতার প্যারেনকাইমা টিস্যু উদ্ভিদের বিভিন্ন অংশে উপস্থিত।
যেমন- পাতায় প্যারেনকাইমা টিস্যুর উপস্থিতি লক্ষ করা যায়। প্যারেনকাইমাকে প্যালিসেড প্যারেনকাইমা এবং স্পঞ্জি প্যারেনকাইমা বলে।
সালোকসংশ্লেষণে প্রয়োজনীয় পানি এই প্যারেনকাইমার মাধ্যমে রক্ষীকোষে পৌঁছায়। আবার কাণ্ডের ফ্লোয়েম টিস্যুতে প্যারেনকাইমার উপস্থিতি লক্ষ করা যায়।
ফ্লোয়েম টিস্যুর প্যারেনকাইমাকে ফ্লোয়েম প্যারেনকাইমা বলে। এ ধরনের প্যারেনকাইমা পাতায় তৈরি খাদ্য পরিবহনে সাহায্য করে এবং উদ্ভিদকে দৃঢ়তা প্রদান করে।
এমনিভাবে উদ্ভিদমূলের জাইলেম টিস্যুতেও এক ধরনের প্যারেনকাইমা লক্ষ করা যায়। যাকে জাইলেম প্যারেনকাইমা বলে।
এ ধরনের প্যারেনকাইমা পানি ও খনিজ লবণ পরিবহনে ভূমিকা রাখে । সুতরাং সংক্ষিপ্ত আলোচনা থেকে সহজেই বোঝা যায়, উদ্দীপকের প্যারেনকাইমা টিস্যু উদ্ভিদের বিভিন্ন অংশে উপস্থিত।
ঘ. চিত্র-A হলো প্যারেনকাইমা টিস্যু। নিচে প্যারেনকাইমা টিস্যুর গঠন ও কাজ বর্ণনা করা হলো-
গঠন: প্যারেনকাইমা টিস্যুর কোষগুলো জীবিত, সমব্যাসীয়, পাতলা প্রাচীরযুক্ত ও প্রোটোপ্লাজমপূর্ণ। এই টিস্যুতে আন্তঃকোষীয় ফাঁক দেখা যায়।
প্যারেনকাইমা টিস্যুর কোষগুলো গোলাকার, ডিম্বাকার, আয়তাকার বা বহুভূজাকার হয়ে থাকে। এদের কোষপ্রাচীর পাতলা ও সেলুলোজ দ্বারা গঠিত । কাজ:
i. ক্লোরোপ্লাস্টযুক্ত প্যারেনকাইমা টিস্যু অর্থাৎ ক্লোরেনকাইমা টিস্যু সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করা।
ii. বিভিন্ন অংশে খাদ্য সঞ্চয় করে।
iii. জাইলেম ও ফ্লোয়েম প্যারেনকাইমা পানি ও উৎপাদিত খাদ্য পরিবহনে সাহায্য করে।
iv. কাইটিনযুক্ত তুর্কীয় প্যারেনকাইমা দেহের প্রতিরক্ষা ও দৃঢ়তা প্রদান করে ।
V. প্যারেনকাইমা টিস্যু উদ্ভিদের দেহ গঠনেও ভূমিকা রাখে ।
vi. এ টিস্যু উদ্ভিদের ক্ষত পূরণে সাহায্য করে।
আর্টিকেলের শেষকথাঃ আবরণী টিস্যু বলতে কী বোঝায়
আমরা এতক্ষন জেনে নিলাম আবরণী টিস্যু বলতে কী বোঝায় যদি তোমাদের আজকের এই পড়াটিটি ভালো লাগে তাহলে ফেসবুক বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে পারো। আর এই রকম নিত্য নতুন পোস্ট পেতে আমাদের আরকে রায়হান ওয়েবসাইটের সাথে থাকো।