গণতান্ত্রিক নেতৃত্বের বৈশিষ্ট্যসমূহ ব্যাখ্যা কর
আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে বিষয় হলো গণতান্ত্রিক নেতৃত্বের বৈশিষ্ট্যসমূহ ব্যাখ্যা কর জেনে নিবো। তোমরা যদি পড়াটি ভালো ভাবে নিজের মনের মধ্যে গুছিয়ে নিতে চাও তাহলে অবশ্যই তোমাকে মনযোগ সহকারে পড়তে হবে। চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা জেনে নেই আজকের গণতান্ত্রিক নেতৃত্বের বৈশিষ্ট্য আলোচনা কর।
গণতান্ত্রিক নেতৃত্বের বৈশিষ্ট্যসমূহ ব্যাখ্যা কর |
গণতান্ত্রিক নেতৃত্বের বৈশিষ্ট্যসমূহ ব্যাখ্যা কর
- অথবা, গণতান্ত্রিক নেতৃত্বের বৈশিষ্ট্য আলোচনা কর ।
- অথবা, গণতান্ত্রিক নেতৃত্বের বৈশিষ্ট্যসমূহ লেখ।
উত্তর ভূমিকা : গোষ্ঠীর সদস্যদেরকে লক্ষ্য অর্জনে অনুপ্রাণিত করার যোগ্যতা অর্পণই নেতৃত্ব নামে পরিচিত। সঠিক ও যোগ্য নেতৃত্বের মাধ্যমেই কোনো প্রতিষ্ঠান উন্নতি লাভ করে।
তাই যেকোনো প্রতিষ্ঠান পরিচালনার জন্য নেতৃত্ব অপরিহার্য উপাদান । নেতৃত্বের বিভিন্ন ধরনের মধ্যে গণতান্ত্রিক নেতৃত্ব অন্যতম গুরুত্বপূর্ণ ও বিশেষ বৈশিষ্ট্যমণ্ডিত।
গণতান্ত্রিক নেতৃত্বের বৈশিষ্ট্যসমূহ : গণতান্ত্রিক নেতৃত্বের উল্লেখযোগ্য বৈশিষ্ট্যসমূহ নিম্নে আলোচনা করা হলো :
১. গণতান্ত্রিক নেতৃত্বে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের পূর্বে গোষ্ঠীর সদস্যদের সাথে আলাপ-আলোচনা করে নেয় ।
২. সাধারণত গণতান্ত্রিক নেতৃত্ব মানবসত্তার মর্যাদা ও মূল্যের প্রতি শ্রদ্ধাশীল হয় ।
৩. গণতান্ত্রিক নেতৃত্ব গোষ্ঠীগত আচরণ, রীতিনীতি, মূল্যবোধ, বিশ্বাসকে যথেষ্ট মূল্য দেয় এবং তা বিকাশে সহায়তা করে ।
৪. গণতান্ত্রিক নেতৃত্ব মৌলিক মানবাধিকার নিশ্চিত করে। মৌলিক মানবাধিকার নিশ্চিত হওয়ায় সর্বাত্মকবাদী নেতৃত্ব বিলুপ্তির পথে।
৫. গণতান্ত্রিক নেতৃত্ব অংশগ্রহণকারীদের মুক্তি ও স্বাধীনতায় বিশ্বাসী। এখানে একনায়কতান্ত্রিক নেতৃত্বের ক্ষেত্রে স্বাধীনতাকে রুদ্ধ করা হয় না
৬. গণতান্ত্রিক নেতৃত্ব গোষ্ঠীর সদস্যদের সিদ্ধান্ত গ্রহণ ও নিজেদের উন্নতি বিধানের উপযোগী করে তোলে।
উপসংহার : পরিশেষে বলা যায় যে, নেতৃত্বের প্রকারভেদের মধ্যে গণতান্ত্রিক নেতৃত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ।
কেননা এটি মূল্যবোধ, যুক্তিবোধ ও ব্যক্তি স্বাধীনতার ওপর প্রতিষ্ঠিত ও নেতৃত্বের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে সততা এবং সততা হচ্ছে গণতান্ত্রিক নেতৃত্বের নৈতিক মনোবলকে জাগ্রত রাখার ভিত্তি ।
আর্টিকেলের শেষকথাঃ গণতান্ত্রিক নেতৃত্বের বৈশিষ্ট্যসমূহ ব্যাখ্যা কর
আমরা এতক্ষন জেনে নিলাম গণতান্ত্রিক নেতৃত্বের বৈশিষ্ট্যসমূহ লেখ। যদি তোমাদের আজকের এই পড়াটিটি ভালো লাগে তাহলে ফেসবুক বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে পারো। আর এই রকম নিত্য নতুন পোস্ট পেতে আমাদের আরকে রায়হান ওয়েবসাইটের সাথে থাকো।