সংখ্যাভিত্তিক স্কেলিং বলতে কী বুঝ
আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে বিষয় হলো সংখ্যাভিত্তিক স্কেলিং বলতে কী বুঝ জেনে নিবো। তোমরা যদি পড়াটি ভালো ভাবে নিজের মনের মধ্যে গুছিয়ে নিতে চাও তাহলে অবশ্যই তোমাকে মনযোগ সহকারে পড়তে হবে। চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা জেনে নেই আজকের সংখ্যাভিত্তিক স্কেলিং কাকে বলে।
সংখ্যাভিত্তিক স্কেলিং বলতে কী বুঝ |
সংখ্যাভিত্তিক স্কেলিং বলতে কী বুঝ
- অথবা, সংখ্যাভিত্তিক স্কেলিং কাকে বলে?
- অথবা, সংখ্যাভিত্তিক স্কেলিং কী?
উত্তর ভূমিকা : সামাজিক গবেষণায় তথ্য একান্ত অপরিহার্য। গবেষণার জন্য যেসব তথ্য সংগৃহীত হয় সেসব তথ্যকে নানাভাবে বিন্যস্ত করে বিভিন্ন ধরনের পরিমাপক দ্বারা পরিমাপ করা হয়। তথ্য পরিমাপ করতে প্রয়োজন হয় স্কেলের। বিভিন্ন ধরনের স্কেলের মধ্যে অন্যতম হলো সংখ্যাভিত্তিক স্কেল।
সংখ্যাভিত্তিক স্কেল : সামাজিক গবেষণায় এমন কিছু বিষয় বা চলক আছে যা সংখ্যাতাত্ত্বিক শ্রেণিতে শ্রেণিবদ্ধ করা। যায় চলকগুলোকে পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে প্রকৃতি, ধরন, বৈশিষ্ট্য ও গুণের ক্রমে সংখ্যাভিত্তিক স্কেলিং এ প্রকাশ করা যায় ।
উপসংহার : পরিশেষে বলা যায় যে, সংখ্যাভিত্তিক স্কেল সংখ্যাতাত্ত্বিক তথ্যাবলি শ্রেণিবদ্ধ করে পরিমাপ করে থাকে।
আর্টিকেলের শেষকথাঃ সংখ্যাভিত্তিক স্কেলিং বলতে কী বুঝ
আমরা এতক্ষন জেনে নিলাম সংখ্যাভিত্তিক স্কেলিং কী। যদি তোমাদের আজকের এই পড়াটিটি ভালো লাগে তাহলে ফেসবুক বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে পারো। আর এই রকম নিত্য নতুন পোস্ট পেতে আমাদের আরকে রায়হান ওয়েবসাইটের সাথে থাকো।