সামাজিক জরিপের বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর
আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে বিষয় হলো সামাজিক জরিপের বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর জেনে নিবো। তোমরা যদি পড়াটি ভালো ভাবে নিজের মনের মধ্যে গুছিয়ে নিতে চাও তাহলে অবশ্যই তোমাকে মনযোগ সহকারে পড়তে হবে। চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা জেনে নেই আজকের সামাজিক জরিপের বৈশিষ্ট্য সংক্ষেপে লেখ।
সামাজিক জরিপের বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর |
সামাজিক জরিপের বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর
- অথবা, সামাজিক জরিপের বৈশিষ্ট্য সংক্ষেপে লেখ।
- অথবা, সামাজিক জরিপের বৈশিষ্ট্যগুলো উল্লেখ কর।
উত্তর ভূমিকা : সমাজবিজ্ঞানে ব্যবহৃত পদ্ধতিগুলোর মধ্যে জরিপ পদ্ধতি অন্যতম। জরিপ পদ্ধতি বিশ্লেষণধর্মী। জরিপ পদ্ধতিতে কোনো ঘটনা, ব্যক্তি বা প্রতিষ্ঠানকে এক হিসেবে ধরা হয় না।
একটি দেশের সমগ্র তথ্য সংগ্রহ করার ক্ষেত্রে জরিপ পদ্ধতি ব্যবহার করা যায়। জরিপ পদ্ধতির মাধ্যমে কোনো গোষ্ঠী, এলাকার চাহিদা, সমস্যা, অবস্থা ইত্যাদি সম্পর্কে ধারণা লাভ করা যায় ।
সামাজিক জরিপের বৈশিষ্ট্যসমূহ : সামাজিক জরিপের বৈশিষ্ট্যসমূহ নিম্নে ব্যাখ্যা করা হলো :
১. তথ্য সরবরাহ ও বিশ্লেষণ : জরিপ পদ্ধতির একটি অন্যতম উদ্দেশ্য হলো তথ্য সরবরাহ করা। জরিপ পদ্ধতি গবেষণা ক্ষেত্র থেকে তথ্যাবলি সংগ্রহ ও সরবরাহ করে। এ সংগৃহীত তথ্যাবলিকে বিশ্লেষণ করে গবেষক তার গবেষণা কার্য পরিচালনা করে থাকে ।
২. অনুকল্প গঠন : সামাজিক গবেষণায় জরিপ পদ্ধতিতে গবেষকের একটি অন্যতম দায়িত্ব হলো অনুকল্প ও তত্ত্ব গঠন করা। গবেষক অনুকল্প গঠনের পর সে অনুযায়ী কাজ পরিচালনা করে ।
৩. বস্তুনিষ্ঠতা : এ পদ্ধতির গবেষণায় অনেক বেশি বস্তুনিষ্ঠতা অর্জন করা সম্ভব। কেননা এতে ব্যাপকভাবে তথ্যসংগ্রহকারী ও কর্মচারী নিয়োজিত থাকে । যে কারণে তথ্য কোনো এক ব্যক্তির মূল্যবোধ ও বিশ্বাস দ্বারা প্রভাবিত হতে পারে না ।
৪. সাধারণীকরণ : সামাজিক গবেষণায় জরিপ পদ্ধতিতে সাধারণীকরণ সর্বাধিক বিশুদ্ধ হয়। কেননা এরূপ সাধারণীকরণ কোনো তত্ত্ব বা নীতির ওপর নির্ভরশীল নয়; বরং বাস্তব অভিজ্ঞতা ও তথ্যের ওপর নির্ভরশীল। তবে স্বচ্ছতার লক্ষ্যমাত্রা . নির্ভর করে বাছাইকৃত অংশের প্রতিনিধিত্বশীল চরিত্রের ওপর।
উপসংহার : পরিশেষে বলা যায় যে, সামাজিক জরিপ হলো বিজ্ঞানসম্মত বিভিন্ন ক্ষেত্রে প্রয়োগে সমাজের অভ্যন্তরীণ বিভিন্ন সমস্যার তথ্যসংগ্রহ, ব্যাখ্যা ও বিশ্লেষণের মাধ্যমে সিদ্ধান্তে উপনীত হওয়া,
অর্থাৎ সামাজিক জরিপ সামাজিক অনুসন্ধানের একটি পদ্ধতি, তথ্যসংগ্রহের কৌশল এবং সমাজ গবেষণার গুরুত্বপূর্ণ অংশবিশেষ। জরিপ পদ্ধতির বিভিন্ন ধাপগুলোর বাস্তবায়নেই এ পদ্ধতি বেশি কার্যকরী হতে পারে।
আর্টিকেলের শেষকথাঃ সামাজিক জরিপের বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর
আমরা এতক্ষন জেনে নিলাম সামাজিক জরিপের বৈশিষ্ট্যগুলো উল্লেখ কর। যদি তোমাদের আজকের এই পড়াটিটি ভালো লাগে তাহলে ফেসবুক বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে পারো। আর এই রকম নিত্য নতুন পোস্ট পেতে আমাদের আরকে রায়হান ওয়েবসাইটের সাথে থাকো।