রৈখিক স্কেল কাকে বলে
আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে বিষয় হলো রৈখিক স্কেল কাকে বলে জেনে নিবো। তোমরা যদি পড়াটি ভালো ভাবে নিজের মনের মধ্যে গুছিয়ে নিতে চাও তাহলে অবশ্যই তোমাকে মনযোগ সহকারে পড়তে হবে। চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা জেনে নেই আজকের রৈখিক স্কেল কাকে বলে।
রৈখিক স্কেল কাকে বলে |
রৈখিক স্কেল কাকে বলে
উত্তর ভূমিকা : সামাজিক গবেষণায় তথ্য একান্ত অপরিহার্য। তথ্য পরিমাপের মাধ্যমে তথ্যের গ্রহণযোগ্যতা ও যথার্থতা নির্ণয় করা হয় ।
তথ্য পরিমাপের বিভিন্ন পদ্ধতির মাধ্যমে তথ্যের গ্রহণযোগ্যতা ও যথার্থতা নিরূপণ করা হয়। তথ্য পরিমাপের অন্যতম পদ্ধতি হলো রৈখিক স্কেল।
রৈখিক স্কেল : রৈখিক স্কেল হলো এমন একটি স্কেল যেখানে কোনো নির্দিষ্ট বিষয় বা বৈশিষ্ট্যের গুণ স্কেলের সর্বোচ্চ ও সর্বনিম্ন পর্যায়ে দুই প্রান্তে নির্দেশিত থাকে। প্রান্ত দুটিকে সরল রেখায় সংযুক্ত করা হয়। এরূপ সরল রেখায় একাধিক ভাগ চিহ্নিত থাকে ।
রৈখিক রেখার উদাহরণ : চাকরি জীবনে আপনি কতটা সুখী?
খুব বেশি সুখী 'যথেষ্ট সুখী
সুখী
মোটামুটি সুখী
অসুখী
বেশ অসুখী
চরম অসুখী
চিত্রে : এখানে চাকরি জীবনে সম্পর্কের পরিমাপক একটি রৈখিক স্কেল তৈরি করা হয়েছে।
উপসংহার : পরিশেষে বলা যায় যে, গবেষণার প্রয়োজনে রৈখিক স্কেল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে ।
আর্টিকেলের শেষকথাঃ রৈখিক স্কেল কাকে বলে
আমরা এতক্ষন জেনে নিলাম রৈখিক স্কেল কাকে বলে। যদি তোমাদের আজকের এই পড়াটিটি ভালো লাগে তাহলে ফেসবুক বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে পারো। আর এই রকম নিত্য নতুন পোস্ট পেতে আমাদের আরকে রায়হান ওয়েবসাইটের সাথে থাকো।