নগরের বৈশিষ্ট্যসমূহ উল্লেখ কর | শহরের বৈশিষ্ট্য গুলো লিখ
নগরের বৈশিষ্ট্যসমূহ উল্লেখ কর | শহরের বৈশিষ্ট্য গুলো লিখ
নগরের বৈশিষ্ট্যসমূহ উল্লেখ কর | শহরের বৈশিষ্ট্য গুলো লিখ |
উত্তর : ভূমিকা : শহুরে জীবনের এমন কতকগুলো বৈশিষ্ট্য রয়েছে যা পল্লি বা গ্রামের জনগণের মাঝে নেই। শহুরে জীবনের এসব বৈশিষ্ট্য শহরবাসীকে স্বাতন্ত্র্য দান করে। শহরে লোকের জীবনযাত্রা পদ্ধতি গ্রামের লোকের জীবনযাত্রা পদ্ধতি থেকে সম্পূর্ণ ভিন্ন।
শহরের লোকদের কর্মস্থল, বাসস্থান এমনকি পেশা একরকম নাও হতে পারে। শহরের লোকদের উৎপাদনের ইউনিট হিসেবে ধরে নেওয়া হয়। সাধারণভাবে একটি শহর বা নগর গড়ে ওঠার যে সকল বৈশিষ্ট্য বা উপাদান নির্ধারণ করা যায় তা হলো :
(ক) প্রাচীন নগর বসতির বৈশিষ্ট্য :
১. প্রাকৃতিক অর্থনৈতিক ও প্রতিরক্ষার ক্ষেত্রে দুর্গের প্রাধান্য ছিল। ২. নগরের কেন্দ্রস্থলে প্রশাসনিক ভবন ও ধর্মীয় প্রতিষ্ঠান গড়ে তোলা হতো।
৩. নগরের কেন্দ্রস্থলে রাজনৈতিক ও ধর্মীয় প্রতিষ্ঠান গড়ে তোলা হতো।
৪. অর্থনৈতিক কর্মকাণ্ড অপ্রধান ও সীমিত।
৫. কৃষিজীবীরা শহরের নাগরিক ছিল না কিন্তু কৃষি ভূমি ও কৃষিজীবী সম্প্রদায় শহরের নিয়ন্ত্রণাধীন ছিল ।
৬. নগর কেন্দ্রের নিকটস্থ প্রশস্ত রাজপথ এলাকায় উচ্চ শ্রেণির আবাসিক এলাকা ছিল।
৭. নগর প্রাচীরের বাইরে নিম্ন আয়ের লোকের আবাসিক এলাকা ছিল।
(খ) আধুনিক নগর বসতির বৈশিষ্ট্য :
১. প্রাচীর ও পরীক্ষামূলক নগর প্রতিরক্ষা ব্যবস্থার বিলুপ্তি।
২. আকার ও আয়তনে নগর ব্যাপকতা পূর্ণরূপ লাভ করে।
৩. অর্থনৈতিক ও বাণিজ্য বিনিয়োগের প্রাধান্য বিদ্যমান।
৪. অভ্যন্তরীণ পরিবহণ ও যোগাযোগ ব্যবস্থার পারস্পরিক বিস্তৃতি ও আধুনিকায়ন ঘটতে থাকে ।
৫. ব্যাপকভাবে শ্রমবিভাজন ঘটে।
৬. ন্যূনতম জনসংখ্যা ১ হাজার বা ১ মিলিয়ন। বাংলাদেশের প্রেক্ষাপটে ৫,০০০ লোকসংখ্যার কোন স্থানকে নগর বলা হয়। ৭. নাগরিক সুযোগ-সুবিধা উচ্চ...
৮. শহরের মানুষগুলো সময়কে বেশি প্রাধান্য দেয়।
৯. সরকারি-বেসরকারি প্রশাসনিক কেন্দ্রগুলো শহর এলাকাতে হয়ে থাকে ।
১০. শহরে ব্যাপক গতিশীলতা বিদ্যমান ।
১১. পরিবহণ ও যোগাযোগ ব্যবস্থা ভালো হয়ে থাকে ।
উপসংহার : পরিশেষে বলা যায় যে, শহরের বৈচিত্র্যময় পরিবেশের কারণে গ্রাম অপেক্ষা শহরে লোকবসতির হার অনেকটা বেশি। শহরের চাকচিক্যময় পরিবেশ সবাইকে আকৃষ্ট করে।
শহরের বিখ্যাত জাদুঘর, পাঠাগার, শিশুপার্ক, খেলার মাঠ, বড় বড় দালানকোঠা প্রভৃতি দেখার জন্য প্রতিদিন অনেক লোক ভিড় জমায়।
শহরের আরো একটি প্রধান বৈশিষ্ট্য হলো পার্শ্ববর্তী ছোট ছোট শহর ছেড়ে বড় শহরে লোকজন বসবাস করতে বেশি পছন্দ করে । আমাদের বর্তমান বিশ্ব ব্যবস্থায় শহরের গুরুত্ব অপরিসীম ।