কোটা নমুনায়ন কি
আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে বিষয় হলো কোটা নমুনায়ন কি জেনে নিবো। তোমরা যদি পড়াটি ভালো ভাবে নিজের মনের মধ্যে গুছিয়ে নিতে চাও তাহলে অবশ্যই তোমাকে মনযোগ সহকারে পড়তে হবে। চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা জেনে নেই আজকের কোটা নমুনায়ন কি।
কোটা নমুনায়ন কি |
কোটা নমুনায়ন কি
উত্তর ভূমিকা : কোটা নমুনায়ন নমুনা নির্ধারণের একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি। কম সময়ে, কম পরিশ্রমে এবং কম ব্যয়ে তথ্য সংগ্রহ করা যায় কোটা নমুনায়নে ।
কোটা নমুনায়ন : বিভিন্ন ধরনের বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে সমগ্রককে কতকগুলো স্তরে ভাগ করে প্রতিটি স্তর থেকে। নির্ধারিত আনুপাতিক হারে নমুনা নির্বাচন করার পদ্ধতি হলো কোটা নমুনায়ন।
এরূপ পদ্ধতিতে তথ্য সংগ্রহের জন্য পূর্ব থেকেই কোটা নির্ধারণ করা হয়ে থাকে। যেমন— ৫০০ নমুনা একক থেকে তথ্য সংগ্রহ করা হয় যেকোনো মোবাইল। কোম্পানির সেবা সব থেকে ভালো ।
এরূপ ক্ষেত্রে –২০০ জন চাকরিজীবী, ১০০ জন কৃষক, ১০০ জন গৃহিনী, ১০০ জন ছাত্রছাত্রী । এরূপ কোটা পদ্ধতির মাধ্যমে শর্ত সংগ্রহ করা হলো কোটা নমুনায়ন ।
উপসংহার : পরিশেষে বলা যায় যে, পূর্বনির্ধারিত কোটা পদ্ধতি অনুসরণ করে সমগ্রক থেকে স্তর ভাগ করে তথ্য সংগ্রহের পদ্ধতি হলো কোটা নমুনায়ন।
এর মাধ্যমে স্বল্প সময় ও ব্যায়সাপেক্ষে নমুনায়ন করা যায় এবং সমগ্রক সম্পর্কে সহজেই ধারণা পাওয়া যায় ।
আর্টিকেলের শেষকথাঃ কোটা নমুনায়ন কি
আমরা এতক্ষন জেনে নিলাম কোটা নমুনায়ন কি। যদি তোমাদের আজকের এই পড়াটিটি ভালো লাগে তাহলে ফেসবুক বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে পারো। আর এই রকম নিত্য নতুন পোস্ট পেতে আমাদের আরকে রায়হান ওয়েবসাইটের সাথে থাকো।