গ্রামীণ সংস্কৃতি বলতে কি বুঝায়
গ্রামীণ সংস্কৃতি বলতে কি বুঝায় অথবা, গতানুগতিক সংস্কৃতি বলতে কী বুঝ?
গ্রামীণ সংস্কৃতি বলতে কি বুঝায় |
গ্রামীণ সংস্কৃতি বলতে কি বুঝায়
ভূমিকা : সংস্কৃতি হচ্ছে মানুষের অর্জিত আচরণ যা সর্বদাই সমাজ জাত অর্থাৎ যা অবশ্যই সমাজের গর্ভে জন্ম লাভ করে । সংস্কৃতি বলতে বুঝায় মানুষের ভিতরের একটি বিশেষ দিক।
মানুষ যা করে তাই সংস্কৃতি। গ্রামীণ জীবনের আলোকে সমাজবদ্ধভাবে নিজস্ব সত্তা অনুযায়ী সার্বিক জীবন পরিচালনায় হলো গ্রামীণ সংস্কৃতি । সংস্কৃতি মানুষের জীবনের ভিত্তি রচনা করে ।
→ গ্রামীণ/গতানুগতিক সংস্কৃতি : বিশ্ব মানচিত্রে দক্ষিণ এশিয়ার অন্যতম সংস্কৃতির দেশ হলো বাংলাদেশ। এদেশের শতকরা ৮০ জন লোক গ্রামে বসবাস করে। গ্রামীণ জীবনের তথা কৃষক সংস্কৃতিকে গতানুগতিক সংস্কৃতি বলা হয় ।
→ গতানুগতিক সংস্কৃতির প্রামাণ্য সংজ্ঞা : শত বছরের ঐতিহ্যকে লালন-পালন করে নিজস্ব সত্তার আলোকে গ্রামীণ কৃষক যে জীবন পরিচালনা করে তাই গতানুগতিক সংস্কৃতি ।
গতানুগতিক সংস্কৃতি বলতে সেই সংস্কৃতিকে বুঝানো হয় যা কৃষক সমাজ তাদের আদি প্রথানুযায়ী সার্বিকভাবে জীবন পরিচালনা করে থাকে এবং শতাব্দীর পুরনো সংস্কৃতিকে লালন পালন করে ।
১. সমাজবিজ্ঞানীদের মতে, সমাজে বছরের পর বছর এবং .একাধিক প্রজন্ম ধরে যদি একই প্রথা, মূল্যবোধ ইত্যাদি চলতে থাকে তখন ঐ সমাজের ব্যবস্থাসমূহকে গতানুগতিক সংস্কৃতি বলা হয় ।
২. গতানুগতিক সংস্কৃতির বিশেষ ধারক : গ্রামীণ কৃষক সমাজের যে গতানুগতিক সংস্কৃতি প্রচলিত আছে তার পুরোটাই যে উত্তরাধিকার সূত্রে গ্রহণ করবে এমন কোন নিয়মনীতি নেই।
গতানুগতিক সংস্কৃতি প্রাচীনকাল থেকে চলে আসছে এ দেশের মানুষের মূল্যবোধ, আচার আচরণ যা সম্প্রদায় চেতনার বিশেষ দিক।
উপসংহার : পরিশেষে বলা যায় যে, গ্রামীণ সংস্কৃতি অতি প্রাচীন সংস্কৃতি । কৃষক সংস্কৃতিকেই গতানুগতিক সংস্কৃতি বলা হয়ে থাকে ।
Hii
hello bro
hi