বিশ্বায়ন কাকে বলে | বিশ্বায়ন বলতে কি বুঝ
আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে বিষয় হলো বিশ্বায়ন কাকে বলে | বিশ্বায়ন বলতে কি বুঝ জেনে নিবো। তোমরা যদি পড়াটি ভালো ভাবে নিজের মনের মধ্যে গুছিয়ে নিতে চাও তাহলে অবশ্যই তোমাকে মনযোগ সহকারে পড়তে হবে। চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা জেনে নেই আজকের বিশ্বায়ন কাকে বলে | বিশ্বায়ন বলতে কি বুঝ ।
বিশ্বায়ন কাকে বলে | বিশ্বায়ন বলতে কি বুঝ |
বিশ্বায়ন কাকে বলে | বিশ্বায়ন বলতে কি বুঝ
- বিশ্বায়নের সংজ্ঞা দাও ।
- বিশ্বায়ন কি?
- বিশ্বায়ন বলতে কী বোঝায়?
উত্তর : ভূমিকা : বিশ্বায়ন শব্দটি Globalization থেকে আগত। বিশ্বাবাসীর কাছে আজ সবচেয়ে বহুল ব্যবহৃত শব্দ হলো বিশ্বকরণ বা বিশ্বায়ন। সমাজ, সংস্কৃতি, অর্থনীতি, রাজনীতি সকল কিছুই আজ বিশ্বায়নের আলোচিত বিষয়।
বর্তমানে বিশ্বায়নের বিকাশ সাধিত হচ্ছে পুঁজি বিনিয়োগের মাধ্যমে, তথ্যপ্রযুক্তির অবাধ ব্যবহারের মধ্য দিয়ে। বিশ্বায়ন ২১ শতাব্দীর গুরুত্বপূর্ণ আলাচনার বিষয়।
→ বিশ্বায়ন : বিশ্বায়নের ইংরেজি হলো Globalization সবচেয়ে সাড়াজাগানো প্রত্যয়টি Globe প্রথম ব্যবহৃত হয় ১৫৫১ সালে আর Global ব্যবহৃত হয় ১৭৭৬ সালে। যার আভিধানিক অর্থ হলো বিশ্ব বা পৃথিবী ।
→ পারিভাষিক অর্থ : বিশ্বায়ন হলো দেশীয় সম্পদ বা বিভিন্ন আঞ্চলিক সম্পদ, পুঁজি, প্রযুক্তি, সামাজিক, সাংস্কৃতিক বিষয়াদি পৃথিবীর কোন সুনির্দিষ্ট দেশ বা অঞ্চলে সীমাবদ্ধ না রেখে তা পুরো পৃথিবীতে ছড়িয়ে দেয়া বা সেই পণ্যের অবাধ চলা ফেরার বিশেষ ব্যবস্থা করা ।
প্রামাণ্য সংজ্ঞা : এই শতাব্দীর সবচেয়ে আলোচিত বিষয় হলো Globalization। সমাজবিজ্ঞানীরা বিশ্বায়নের সংজ্ঞা বিভিন্নভাবে করেছেন। নিম্নে বিশেষ কিছু সমাজবিজ্ঞানীদের মতামত তুলে ধরা হলো :
মার্শাল ম্যাকলুহানের মতে, “বিশ্বায়নের ধারণাটি মূলত গ্লোবাল ভিলেজের ধারণা থেকে উদ্ভাবিত হয়েছে।”
গিলবার্ট এবং স্টোনারের মতে, “ব্যবসায়ী আঞ্চলিক দৃষ্টিভঙ্গির পরিবর্তে বিশ্বব্যাপী দৃষ্টিভঙ্গি পোষণ করার বিষয়ে সংগঠনসমূহের স্বীকৃতি হলো বিশ্বায়ন।”
Anita Rodies-এর মতে, “নিয়ন্ত্রণমুক্তকরণ, বেসরকারিকরণ, এবং বিশ্ববাণিজ্য ও বিনিয়োগের অধিকতরভাবে উন্মুক্ত হওয়ার মাধ্যমে বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থার সাথে একত্রীভূত হওয়াকে বিশ্বায়ন বলে।”
উপসংহার : পরিশেষে বলা যায় যে, বিশ্বায়ন হচ্ছে সামগ্রিক বিশ্বের এমন একটি আর্থসামাজিক কর্মসূচি যার মাধ্যমে অভিন্ন উন্নয়ন কর্মসূচি গ্রহণ করা হয় ।
আর্টিকেলের শেষকথাঃ বিশ্বায়ন কাকে বলে | বিশ্বায়ন বলতে কি বুঝ
আমরা এতক্ষন জেনে নিলাম বিশ্বায়ন কাকে বলে | বিশ্বায়ন বলতে কি বুঝ । যদি তোমাদের আজকের এই পড়াটিটি ভালো লাগে তাহলে ফেসবুক বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে পারো। আর এই রকম নিত্য নতুন পোস্ট পেতে আমাদের আরকে রায়হান ওয়েবসাইটের সাথে থাকো।