সমাজবিজ্ঞান কি একটি বিজ্ঞান আলোচনা করো
আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে বিষয় হলো সমাজবিজ্ঞান কি একটি বিজ্ঞান আলোচনা করো জেনে নিবো। তোমরা যদি পড়াটি ভালো ভাবে নিজের মনের মধ্যে গুছিয়ে নিতে চাও তাহলে অবশ্যই তোমাকে মনযোগ সহকারে পড়তে হবে। চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা জেনে নেই আজকের সমাজবিজ্ঞান কি একটি বিজ্ঞান আলোচনা করো ।
সমাজবিজ্ঞান কি একটি বিজ্ঞান আলোচনা করো |
সমাজবিজ্ঞান কি একটি বিজ্ঞান আলোচনা করো
- সমাজবিজ্ঞান কি একটি বিজ্ঞান? সংক্ষেপে লেখ ।
- অথবা, ‘সমাজবিজ্ঞান একটি বিজ্ঞান।'- ব্যাখ্যা কর।
- অথবা, বিজ্ঞান হিসেবে সমাজবিজ্ঞানের যথার্থতা প্রতিপন্ন কর।
উত্তর : ভূমিকা : মানুষ স্বভাবতই সামাজিক জীব। যে সমাজে বাস করে না সে হয় পশু না হয় দেবতা। সমাজবিজ্ঞান সমাজের গঠন কাঠামো ও মানুষের জীবনধারা, সমস্যা ইত্যাদি নিয়ে বিজ্ঞানসম্মত ব্যাখ্যা দেয়।
আসলে সমাজবিজ্ঞান বিজ্ঞান কি না এই বিষয়ে মতভেদ রয়েছে। কোনো বিষয় বিজ্ঞান হিসেবে স্বীকৃতি লাভ করতে হলে তার মধ্যে কতকগুলো বৈশিষ্ট্য থাকতে হবে।
→ সমাজবিজ্ঞান বিজ্ঞান কি না : সমাজবিজ্ঞান বিজ্ঞান কি না তা জানতে হলে সমাজবিজ্ঞান ও বিজ্ঞান কি তা আগে জানতে হবে।
→ সমাজবিজ্ঞান : যে শাস্ত্র সমাজ সম্পর্কে বিজ্ঞানভিত্তিক আলোচনা করে তাকেই সমাজবিজ্ঞান বলে।
→ বিজ্ঞান : কোন বিষয় সম্পর্কিত বিশেষ জ্ঞানই হলো বিজ্ঞান। আবার সুসংবদ্ধ আইন হলো বিজ্ঞান ।
পর্যবেক্ষণ ও তথ্যের যাচাইয়ের ভিত্তিতে অর্জিত জ্ঞানকে বিজ্ঞান বলা হয় ।
সমাজবিজ্ঞান একটি বিজ্ঞানভিত্তিক 'পদ্ধতি হিসেবে তার গবেষণার কাজ চালায়, বিষয় নির্বাচন ও তথ্যসংগ্রহ ইত্যাদির কাজ বিজ্ঞানসম্মতভাবে করে। তথ্যগুলোর ভিত্তিতেই সমাজবিজ্ঞান ভবিষ্যদ্বাণী করে।
সমাজবিজ্ঞান এমন বিজ্ঞান তা কতকগুলো বৈশিষ্ট্যের মাধ্যমে প্রকাশ পায় ।
১. সমস্যা নির্বাচন : সমাজবিজ্ঞান প্রথমে বিজ্ঞানসম্মতভাবে সমস্যা নির্বাচন করে। সমাজবিজ্ঞান এর অন্যতম বৈশিষ্ট্য।
২. পর্যবেক্ষণ : সমাজবিজ্ঞান পর্যবেক্ষণের মাধ্যমে কোন সমস্যা নির্বাচন করে । সমাজবিজ্ঞানের এটি অন্যতম বৈশিষ্ট্য।
৩. তথ্যসংগ্রহ : সমাজবিজ্ঞান যেকোনো সমস্যা সমাধানের জন্য বিজ্ঞানসম্মতভাবে তথ্যসংগ্রহ করে। পর্যাপ্ত তথ্যসংগ্রহ করে সমাজবিজ্ঞান গবেষণা করে।
৪. তথ্যের শ্রেণিবিন্যাসকরণ : সমাজবিজ্ঞান সংগৃহীত তথ্য বিভার বিশ্লেষণের মাধ্যমে শ্রেণিবিন্যাস করে।
৫. বিবৃতি তৈরি : সমাজবিজ্ঞান তথ্যের শ্রেণিবিন্যাসের পর একটি বিবৃতি তৈরি করে ।
৬. যাচাইকরণ : সমাজবিজ্ঞান যে বিবৃতি তৈরি করে তা বাস্তবসম্মত কি না তা যাচাই করা হয়।
৭. ভবিষ্যদ্বাণী করা : সমাজবিজ্ঞান তথ্যটি যাচাই করার পর ভবিষ্যদ্বাণী করে । যা সমাজের জন্য মঙ্গল ও অমঙ্গল হতে পারে।
উপরের বৈশিষ্ট্যের বিচারে বলা যায় যে, সমাজবিজ্ঞান একটি . বিজ্ঞান। কেননা উপরের বৈশিষ্ট্য হলো একটি বিজ্ঞানের বৈশিষ্ট্য।
উপসংহার : পরিশেষে বলা যায় যে, সমাজবিজ্ঞান একটি বিজ্ঞান । সমাজবিজ্ঞান যেকোন সমস্যা বিজ্ঞানসম্মতভাবে সমাধান করে। এটি সমাজের সমস্যা নির্বাচন, যাচাই ও বিশ্লেষণ করে। তাই সমাজবিজ্ঞান নিঃসন্দেহে একটি বিজ্ঞান ।
আর্টিকেলের শেষকথাঃ সমাজবিজ্ঞান কি একটি বিজ্ঞান আলোচনা করো
আমরা এতক্ষন জেনে নিলাম সমাজবিজ্ঞান কি একটি বিজ্ঞান আলোচনা করো । যদি তোমাদের আজকের এই পড়াটিটি ভালো লাগে তাহলে ফেসবুক বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে পারো। আর এই রকম নিত্য নতুন পোস্ট পেতে আমাদের আরকে রায়হান ওয়েবসাইটের সাথে থাকো।