প্রতীক কি | প্রতীক কাকে বলে | প্রতীক বলতে কি বুঝায়
আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে বিষয় হলো প্রতীক কি | প্রতীক কাকে বলে | প্রতীক বলতে কি বুঝায় জেনে নিবো। তোমরা যদি পড়াটি ভালো ভাবে নিজের মনের মধ্যে গুছিয়ে নিতে চাও তাহলে অবশ্যই তোমাকে মনযোগ সহকারে পড়তে হবে। চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা জেনে নেই আজকের প্রতীক কি | প্রতীক কাকে বলে | প্রতীক বলতে কি বুঝায় ( protik ki | protik kake bole )।
প্রতীক কি প্রতীক কাকে বলে প্রতীক বলতে কি বুঝায় |
প্রতীক কি | প্রতীক কাকে বলে | প্রতীক বলতে কি বুঝায়
উত্তর : | ভূমিকা : প্রতীক হলো কতগুলো চিহ্ন। আদিম যুগে যোগাযোগের অন্যতম মাধ্যম ছিল প্রতীক। প্রতীক মানব সংস্কৃতির একটি বৈচিত্র্যময় বিষয়।
প্রতীক সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ উপাদান। যোগাযোগ, আদর্শ ও মূল্যবোধ বজায় রাখতে প্রতীক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রতীক প্রাচীন সভ্যতার যোগাযোগের সহজ মাধ্যম ছিল ।
→ প্রতীক : প্রতীক হলো কতকগুলো চিহ্ন বা ইঙ্গিত। প্রতীক সাধারণত কোনো কিছুর সংকেত রূপে ব্যবহার হয়ে থাকে। মানব সমাজে কোনো কিছু নির্দেশ করার জন্য, বুঝার জন্য, প্রকাশ করার জন্য ইচ্ছাকৃতভাবে যে সংকেত ব্যবহার করা হয় তাকে প্রতীক বলে।
সমাজের যেকোনো জিনিস দ্বারা প্রতীক তৈরি করা যায় । তবে সমাজের কোনো জিনিস যখন প্রতীক রূপে ব্যবহার হয় তখন তা বিশেষ অর্থ বহন করে।
প্রাচীন যুগে মানুষ প্রতীকের সাহায্যে মনের ভাব প্রকাশ করত। তাদের যোগাযোগের মাধ্যম হলো প্রতীক।
বর্তমানেও যোগাযোগের ক্ষেত্রে প্রতীক ব্যবহার হয়। যেমন- ট্রাফিক সিগন্যাল, দূরে দাঁড়ানো লোকের সাথে যোগাযোগের ক্ষেত্রে প্রতীক ব্যবহৃত হয়।
উপসংহার : পরিশেষে বলা যায় যে, সংস্কৃতির অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান হলো প্রতীক। প্রতীক প্রাচীন সংস্কৃতির নির্দেশক।
প্রাচীন যুগে ভাষা ছিল না। তাই যোগাযোগের অন্যতম সহজ মাধ্যম ছিল প্রতীক। যোগাযোগের মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়।
আর্টিকেলের শেষকথাঃ প্রতীক কি | প্রতীক কাকে বলে | প্রতীক বলতে কি বুঝায়
আমরা এতক্ষন জেনে নিলাম প্রতীক কি | প্রতীক কাকে বলে | প্রতীক বলতে কি বুঝায় । যদি তোমাদের আজকের এই পড়াটিটি ভালো লাগে তাহলে ফেসবুক বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে পারো। আর এই রকম নিত্য নতুন পোস্ট পেতে আমাদের আরকে রায়হান ওয়েবসাইটের সাথে থাকো।