২৯টি অপরিচিতা গল্পের সকল জ্ঞানমূলক প্রশ্ন - Oporichita Short Question Answer
অপরিচিতা গল্পের সকল জ্ঞানমূলক প্রশ্ন pdf Oporichita Short Question Answer |
২৯টি অপরিচিতা গল্পের সকল জ্ঞানমূলক প্রশ্ন PDF - Oporichita Short Question Answer
■ লেখক-পরিচিতি
প্রশ্ন-১. রবীন্দ্রনাথ ঠাকুর কত খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন?
উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর ১৮৬১ খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন।
প্রশ্ন-২. বাংলা সাহিত্যে প্রথম সার্থক ছোটগল্প রচয়িতা কে?
উত্তর: বাংলা সাহিত্যে প্রথম সার্থক ছোটগল্প রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর।
প্রশ্ন-৩. রবীন্দ্রনাথ ঠাকুরের কোন স্থানে বসবাসের সময়টি 'ছোটগল্প রচনার স্বর্ণযুগ' হিসেবে বিবেচিত হয়?
উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুরের কুষ্টিয়ার শিলাইদহে বসবাসের সময়টি ‘ছোটগল্প রচনার স্বর্ণযুগ' হিসেবে বিবেচিত হয়।
প্রশ্ন-৪. রবীন্দ্রনাথ ঠাকুর কত তারিখে মৃত্যুবরণ করেন?
উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর ১৯৪১ খ্রিষ্টাব্দের ৭ আগস্ট মৃত্যুবরণ করেন । মূলপাঠ
প্রশ্ন-৫. বিয়ের সময় অনুপমের বয়স কত ছিল? (ডা. কে. ১৭/
উত্তর: বিয়ের সময় অনুপমের বয়স ছিল তেইশ বছর।
প্রশ্ন-৬. অনুপমকে 'মাকাল ফল'-এর সাথে তুলনা করে বিদ্রুপ করেছিল কে? /ক. বো. ১৯/
উত্তর: অনুপমকে ‘মাকাল ফল'-এর সাথে তুলনা করে বিদ্রুপ করেছিল। পণ্ডিতমশায় ।
প্রশ্ন-৭. কাকে মাকাল ফল বলে বিদ্রুপ করা হয়েছে? /রাং কে. ১৭/
উত্তর: অনুপমকে 'মাকাল ফল' বলে বিদ্রুপ করা হয়েছে।
প্রশ্ন-৮. অনুপমের বাবার পেশা কী ছিল? / চ. বো. ১৯/
উত্তর: অনুপমের বাবার পেশা ছিল ওকালতি।
প্রশ্ন-৯. ‘অপরিচিতা' গল্পে কাকে গজাননের ছোটো ভাই বলা হয়েছে?
উত্তর: ‘অপরিচিতা' গল্পে ব্যঙ্গার্থে অনুপমকে গজাননের ছোটো ভাই বলা হয়েছে।
প্রশ্ন-১০. কন্যাকে আশীর্বাদ করার জন্য কাকে পাঠানো হলো?
উত্তর: কন্যাকে আশীর্বাদ করার জন্য অনুপমের পিসতুতো ভাই বিনুদাকে পাঠানো হয়েছিল।
প্রশ্ন-১১. কল্যাণীকে আশীর্বাদ করেছিলেন কে?
উত্তর: কল্যাণীকে আশীর্বাদ করেছিলেন অনুপমের পিসতুতো ভাই বিনুদা ।
প্রশ্ন-১২. অনুপমের পিসতুতো ভাইয়ের নাম কী?
উত্তর: অনুপমের পিসতুতো ভাইয়ের নাম- বিনু ।
প্রশ্ন-১৩. কোন কথা স্মরণ করে অনুপমের মামা ও মা একযোগে বিস্তর হাসিলেন?
উত্তর: গায়ে হলুদে কনের বাড়িতে যে পরিমাণ বাহক গিয়েছিল তাদের আপ্যায়নে কল্যাণীদের কী রকম নাকাল হতে হবে, সে কথা স্মরণ করে অনুপমের মামা ও মা ‘একযোগে বিস্তর হাসিলেন।'
প্রশ্ন-১৪. 'অপরিচিতা' গল্পে কন্যাকে কী দিয়ে আশীর্বাদ করা হয়েছিল?
উত্তর: ‘অপরিচিতা' গল্পে কন্যাকে এয়ারিং দিয়ে আশীর্বাদ করা হয়েছিল
প্রশ্ন-১৫. ঠাট্টার সম্পর্ককে কে স্থায়ী করতে চাননি ?
উত্তর: ঠাট্টার সম্পর্ককে শম্ভুনাথ সেন স্থায়ী করতে চাননি ।
প্রশ্ন-১৬. 'অপরিচিতা' গল্পে শম্ভুনাথ সেনের পেশা কী ছিল?
উত্তর: ‘অপরিচিতা' গল্পে শম্ভুনাথ সেনের পেশা ছিল ডাক্তারি।
প্রশ্ন-১৭. কল্যাণীর বাবার নাম কী?
উত্তর: কল্যাণীর বাবার নাম শম্ভুনাথ সেন ।
প্রশ্ন-১৮. কল্যাণী কোন স্টেশনে নেমেছিল?
উত্তর: কল্যাণী কানপুর স্টেশনে নেমেছিল।
প্রশ্ন-১৯, বিবাহ ভাঙার পর হতে কল্যাণী কোন ব্রত গ্রহণ করেছে?
উত্তর: বিবাহ ভাঙ্গার পর থেকে কল্যাণী মেয়েদের শিক্ষা ব্রত গ্রহণ করেছে। ।
প্রশ্ন ২০. গজাননের ছোটো ভাই কে?
উত্তর: গজাননের ছোটো ভাই কার্তিক।
প্রশ্ন-২১. ভারতের গয়া অঞ্চলের অন্তঃসলিলা নদীর নাম কী?
উত্তর: ভারতের গয়া অঞ্চলের অন্তঃসলিলা নদীর নাম ফল্গু ।
প্রশ্ন-২২, ‘কন্সট’ শব্দের অর্থ কী? ক. বো. ১৭/
উত্তর: 'কন্সট' শব্দের অর্থ—নানারকম বাদ্যযন্ত্রের ঐকতান
প্রশ্ন-২৩. ‘প্রদোষ' শব্দের অর্থ কী?
উত্তর: 'প্রদোষ' শব্দের অর্থ সন্ধ্যা।
■ পাঠ-পরিচিতি
প্রশ্ন-২৪. ‘অপরিচিতা' গল্পের লেখক কে?
উত্তর: ‘অপরিচিতা' গল্পের লেখক রবীন্দ্রনাথ ঠাকুর।
প্রশ্ন-২৫. ‘অপরিচিতা' গল্পটি প্রথম কোথায় প্রকাশিত হয়?
উত্তর: ‘অপরিচিতা' গল্পটি প্রথম প্রকাশিত হয় প্রথম চৌধুরী সম্পাদিত মাসিক ‘সবুজপত্র' পত্রিকার ১৩২১ বঙ্গাব্দের (১৯১৪) কার্তিক সংখ্যায় ।
প্রশ্ন-২৬. 'সবুজপত্র' পত্রিকার সম্পাদক কে ছিলেন?
উত্তর: ‘সবুজপত্র' পত্রিকার সম্পাদক ছিলেন প্রমথ চৌধুরী।
প্রশ্ন-২৭. ‘অপরিচিতা' গল্পের গল্পকথকের নাম কী?
উত্তর: ‘অপরিচিতা' গল্পের গল্পকথকের নাম অনুপম ।
প্রশ্ন-২৮. ‘অপরিচিতা' গল্পটি প্রথম কোন গ্রন্থে প্রকাশিত হয়?
উত্তর: ‘অপরিচিতা' গল্পটি প্রথম ‘গল্পসপ্তক' গ্রন্থে প্রকাশিত হয় ।
প্রশ্ন-২৯. ‘গল্পসপ্তক' কীসের সংকলন?
উত্তর: ‘গল্পসপ্তক’ হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প সংকলন ।
Thanks
Ami ki apnar sathe kaj kore taka inkam korte pari