ম্যাক্স ওয়েবারের পরিচয় দাও
আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে বিষয় হলো ম্যাক্স ওয়েবারের পরিচয় দাও জেনে নিবো। তোমরা যদি পড়াটি ভালো ভাবে নিজের মনের মধ্যে গুছিয়ে নিতে চাও তাহলে অবশ্যই তোমাকে মনযোগ সহকারে পড়তে হবে। চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা জেনে নেই আজকের ম্যাক্স ওয়েবারের পরিচয় দাও ।
ম্যাক্স ওয়েবারের পরিচয় দাও |
ম্যাক্স ওয়েবারের পরিচয় দাও
- অথবা, ম্যাক্স ওয়েবারের সম্পর্কে যা জান লিখ।
উত্তর : ভূমিকা : ম্যাক্স ওয়েবার ছিলেন একজন সমাজবিজ্ঞানী। তিনি সমাজবিজ্ঞানের উৎপত্তি ও বিকাশে বিভিন্ন গ্রন্থ রচনা করেন। এছাড়াও তিনি বিভিন্ন মতবাদ প্রদান করেন।
সমাজবিজ্ঞানের বিকাশে তার মতবাদগুলো উল্লেখযোগ্য ভূমিকা রাখে। তিনি শুধু কেবল সমাজজ্ঞিানী ছিলেন না, তিনি ছিলেন একাধারে লেখক, আইনজীবী ও শিক্ষক।
ম্যাক্স ওয়েবার : নিম্নে ম্যাক্স ওয়েবারের পরিচয় দেওয়া হলো :
১. জন্ম পরিচয় : ম্যাক্স ওয়েবার ১৮৬৪ সালের ২১ এপ্রিল জার্মানির বার্লিন শহরে এক মধ্যবিত্ত এশিয়ান পরিবারে জন্মগ্রহণ করেন। তার মা ছিলেন Calvirist, বাবা ছিলেন Protestont.
২. সমাজবিজ্ঞানী হিসেবে: ম্যাক্স ওয়েবার সমাজবিজ্ঞানী হিসেবে পরিচিত ছিলেন। সমাজবিজ্ঞানের উদ্ভব ও বিকাশে তার অবদান অনেক।
তিনি একটি আদর্শ সমাজব্যবস্থা কাঠামো তুলে ধরেছিলেন। সমাজবিজ্ঞানী হিসেবে তাঁর নাম ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে ।,
৩. লেখক হিসেবে : ম্যাক্স ওয়েবার লেখক হিসেবে সুখ্যাতি লাভ করে ছিলেন। তিনি সমাজ নিয়ে অনেক রচনা করেন। তার মধ্যে অন্যতম
(i) The Religion of India;
(ii) Economy and society and
(iii) Essays on sociology.
৪. সমাজসেবক হিসেবে : ম্যাক্স ওয়েবার ছিলেন একজন সমাজসেবক। সমাজকে তিনি সুন্দরভাবে সাজান। সমাজে বিরাজমান সকল সমস্যা তিনি সমাধান করেন ।
৫. ধার্মিক হিসেবে : ম্যাক্স ওয়েবার ধার্মিক নেতা হিসেবেও পরিচিত ছিলেন। ধর্ম সম্পর্কে তিনি অনেক গ্রন্থ রচনা করেন। যথা-
(i) The Religion of india and
(ii) The Religious of china.
৬. শিক্ষক ও আইনজীবী : ম্যাক্স ওয়েবার ছিলেন একাধারে শিক্ষক ও আইনজীবী ।
উপসংহার : পরিশেষে বলা যায় যে, ম্যাক্স ওয়েবার কেবল সমাজবিজ্ঞানী ছিলেন না, তিনি ছিলেন একাধারে সমাজসেবক, শিক্ষক, আইনজীবী ইত্যাদি ।
আর্টিকেলের শেষকথাঃ ম্যাক্স ওয়েবারের পরিচয় দাও
আমরা এতক্ষন জেনে নিলাম ম্যাক্স ওয়েবারের পরিচয় দাও । যদি তোমাদের আজকের এই পড়াটিটি ভালো লাগে তাহলে ফেসবুক বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে পারো। আর এই রকম নিত্য নতুন পোস্ট পেতে আমাদের আরকে রায়হান ওয়েবসাইটের সাথে থাকো।
Vai karl marx er sob detail's sombonde jante cai