ম্যালেরিয়া প্রতিরোধের উপায় ও ম্যালেরিয়া রোগের প্রতিকার
আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে বিষয় হলো ম্যালেরিয়া প্রতিরোধের উপায় ও ম্যালেরিয়া রোগের প্রতিকার জেনে নিবো। তোমরা যদি পড়াটি ভালো ভাবে নিজের মনের মধ্যে গুছিয়ে নিতে চাও তাহলে অবশ্যই তোমাকে মনযোগ সহকারে পড়তে হবে। চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা জেনে নেই আজকের ম্যালেরিয়া প্রতিরোধের উপায় ও ম্যালেরিয়া রোগের প্রতিকার ।
ম্যালেরিয়া প্রতিরোধের উপায় ও ম্যালেরিয়া রোগের প্রতিকার |
ম্যালেরিয়া প্রতিরোধের উপায় ও ম্যালেরিয়া রোগের প্রতিকার
- ম্যালেরিয়া রোগের প্রতিষেধক বর্ণনা কর।
- অথবা, ম্যালেরিয়া রোগের প্রতিষেধক সম্পর্কে ধারণা দাও।
উত্তর : ভূমিকা : ম্যালেরিয়া হলো এক প্রকার অসুস্থতার নাম । যা সাধারণত মশা, মাছি ও এনোফিলিস মশার মাধ্যমে ছড়িয়ে পড়ে। বর্তমান সময়ে আমাদের দেশে ম্যালেয়িরা রোগ ব্যাপকভাবে লক্ষ্য করা যায়।
সাধারণত ম্যালেরিয়া আক্রান্ত ব্যক্তি এবং এ এনোফিলিস নামক মশা এ রোগের জীবাণু বহন করে। এ রোগের জীবাণুর প্রবেশপথ হলো মানুষের শরীরের চর্ম বা ত্বক ।
→ নিম্নে ম্যালেরিয়া রোগের প্রতিষেধক আলোচনা করা হলো :
(ক) ব্যক্তিগত ব্যবস্থাসমূহ :
১. শেয়ার সময় মশারি ব্যবহার করা।
২. বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা ।
৩. রোগ নিবারক ঔষধ নির্দিষ্ট মাত্রায় সপ্তাহে ১ দিন নিয়মিত গ্রহণ করা।
৪. এমনকি উন্মুক্ত হাত, পা, ও মুখে মশা নিরোধক ঔষধ প্রলেপ লাগানো ।
(খ) সামাজিক ব্যবস্থাসমূহ :
১. স্বাস্থ্য সম্পর্কে শিক্ষার প্রচার ও প্রসার।
২. আক্রান্ত ব্যক্তির চিকিৎসা নিশ্চিত করা ।
৩. স্বাস্থ্য সম্মত পরিবেশ বজায় রাখা ।
৪. এলাকায় মশা নিবারণ ও উচ্ছেদের ব্যবস্থা করা ।
৫. পুকুর ডোবা নর্দমা পরিষ্কার করে মশা নিধনের ব্যবস্থা করা ।
৬. সামাজিকভাবে সচেতনা গজিয়ে তোলা ইত্যাদি ।
উপসংহার : পরিশেষে বলা যায় যে, ম্যালেরিয়া মূলত অপরিচ্ছন্ন পরিবেশ ও বাড়ির আশপাশের জায়গা অপরিষ্কারের কারণে হয়।
কারণ এসব জায়গায় মশা মাছি বেশি জন্মায় এবং এ সকল মশা মাছিই ম্যালেরিয়ার জীবাণু বহন করে। তাই সামাজিক পদক্ষেপের পাশাপাশি আমাদের ব্যক্তিগত ও সরকারিভাবে কিছু পদক্ষেপ গ্রহণ করতে হবে।
আর্টিকেলের শেষকথাঃ ম্যালেরিয়া প্রতিরোধের উপায় ও ম্যালেরিয়া রোগের প্রতিকার
আমরা এতক্ষন জেনে নিলাম ম্যালেরিয়া প্রতিরোধের উপায় ও ম্যালেরিয়া রোগের প্রতিকার । যদি তোমাদের আজকের এই পড়াটিটি ভালো লাগে তাহলে ফেসবুক বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে পারো। আর এই রকম নিত্য নতুন পোস্ট পেতে আমাদের আরকে রায়হান ওয়েবসাইটের সাথে থাকো।