ম্যালেরিয়া রোগের লক্ষণ ও উপসর্গ আলোচনা কর
আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে বিষয় হলো ম্যালেরিয়া রোগের লক্ষণ গুলি কি কি জেনে নিবো। তোমরা যদি পড়াটি ভালো ভাবে নিজের মনের মধ্যে গুছিয়ে নিতে চাও তাহলে অবশ্যই তোমাকে মনযোগ সহকারে পড়তে হবে। চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা জেনে নেই আজকের ম্যালেরিয়া রোগের লক্ষণ ও উপসর্গ আলোচনা কর ।
ম্যালেরিয়া রোগের লক্ষণ ও উপসর্গ আলোচনা কর |
ম্যালেরিয়া রোগের লক্ষণ ও উপসর্গ আলোচনা কর
- অথবা, ম্যালেরিয়া রোগের লক্ষণ ও উপসর্গগুলো বর্ণনা কর ।
উত্তর : ভূমিকা : ম্যালেরিয়া রোগে আক্রান্ত ব্যক্তিই হলো ম্যালেরিয়া রোগের প্রধান উৎস। ম্যালেরিয়া রোগের জীবাণুর নাম হলো প্লাসনোডিয়াম, সাধারণত অপরিষ্কার অপরিচ্ছন্ন জায়গায় মাধ্যমে এ রোগ ছড়ায়। এ রোগে আক্রান্ত ব্যক্তি নানা সমস্যায় ভোগে ।
→ ম্যালেরিয়া রোগের লক্ষণ ও উপসর্গ : সাধারণভাবে এনোফিলিস জাতীয় মশা এ রোগের জীবাণু বহন করে এবং এভাবে ম্যালেরিয়া সংক্রমণ করে থাকে। ত্বক হলো এ জীবাণুর অন্যতম প্রবেশপথ।
প্লাসনোডিয়াম হলো এ রোগের জীবাণু আমরা সাধারণত ৪ ধরনের প্লাসনোডিয়াম দেখি যথা : (ক) প্লাসনোডিয়াম ভাইভেক্স, (খ) ফ্যালসিপেরাম, (গ) ম্যালেরিয়া ও (ঘ) ওভেল । এছাড়া ম্যালেরিয়ার অন্যতম লক্ষণগুলো হলো-
১. এটি একটি মারাত্মক সংক্রামক রোগ।
২. এতে প্রচণ্ড জ্বর আসে এবং দীর্ঘদিন থাকে ।
৩. শরীরে রক্তশূন্যতা দেখা দেয় ।
৪. প্লীহাস্ফীতি হয়, আবার চারধরনের জীবাণুর জন্য ৪ ধরনের ম্যালেরিয়া হলো যথা :
জীবাণুর নাম | রোগের নাম |
---|---|
প্লসিমোডিয়াম ভাইভেক্স | বিনাইন টারসিয়ান ম্যালেরিয়া |
প্লাসমেডিয়াম ফ্যালমি পরাম | ম্যালিগন্যাস্ট টারসিয়ান ম্যালেরিয়া |
প্লাসমোডিয়াম ম্যালেরিয়া | কোয়াটনি ম্যালেরিয়া |
প্লাসমোডিয়াম ও ভালো | ওভেল টারসিয়ান ম্যালেরিয়া |
৬. বিনাইন ও ওভেল টারসিয়ান ম্যালেরিয়া জ্বর কাঁপুনি দিয়ে আসে এবং একদিন পরপর পুনরাবৃত্তি ঘটে । একে লালা জ্বরও বলা হয় ।
৭. ম্যালেরিয়া জ্বর ২ দিন অন্তর আসে এ জ্বরকে কোয়ার্টান বলে ।
৮. ম্যালিগম্যান্ট জ্বরে তেমন কাঁপুনি হয় না কিন্তু শীতল ও উষ্ণ দীর্ঘস্থায়ী হয়।
উপসংহার : পরিশেষে বলা যায় যে, মশা মাছির উপদ্রবে সাধারণত ম্যালেরিয়া হয় তাই তা নিরোধন করতে হবে।
আর্টিকেলের শেষকথাঃ ম্যালেরিয়া রোগের লক্ষণ গুলি কি কি
আমরা এতক্ষন জেনে নিলাম ম্যালেরিয়া রোগের লক্ষণ ও উপসর্গ আলোচনা কর । যদি তোমাদের আজকের এই পড়াটিটি ভালো লাগে তাহলে ফেসবুক বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে পারো। আর এই রকম নিত্য নতুন পোস্ট পেতে আমাদের আরকে রায়হান ওয়েবসাইটের সাথে থাকো।