কালাজ্বর কী | কালাজ্বর কেন হয় | কালাজ্বরের লক্ষণ গুলো কি
আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে বিষয় হলো কালাজ্বর কী | কালাজ্বর কেন হয় | কালাজ্বরের লক্ষণ গুলো কি জেনে নিবো। তোমরা যদি পড়াটি ভালো ভাবে নিজের মনের মধ্যে গুছিয়ে নিতে চাও তাহলে অবশ্যই তোমাকে মনযোগ সহকারে পড়তে হবে। চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা জেনে নেই আজকের কালাজ্বর কী | কালাজ্বর কেন হয় | কালাজ্বরের লক্ষণ গুলো কি ।
কালাজ্বর কী কালাজ্বর কেন হয় কালাজ্বরের লক্ষণ গুলো কি |
কালাজ্বর কী | কালাজ্বর কেন হয় | কালাজ্বরের লক্ষণ গুলো কি
- কালাজ্বর রোগ সম্পর্কে লিখ?
- অথবা, কালাজ্বর রোগ সম্পর্কে ধারণা দাও ।
উত্তর : ভূমিকা : কালাজ্বর আসলে এক প্রকার জীবাণু সংক্রমিত জ্বর। এটি বিভিন্ন ব্যক্তি বা প্রাণীর মাধ্যমে ছড়ায় তবে মূলত কালাজ্বর আক্রান্ত মানুষ, কুকুর এবং অন্যন্য স্তন্যপায়ী প্রাণী যেমন- ইঁদুর জাতীয় জন্তু থেকে কালাজ্বর হতে পারে ।
→ কালাজ্বরের জীবাণু : কালাজ্বরের সংক্রমণকারী জীবাণুর | নাম হলো লিসমেনিয়া ডনোভানি, এটি এক প্রকার প্রটোজোয়া । এ জীবাণু আকারে গোলাকার ও ডিম্বাকার হয়ে থাকে।
. কালাজ্বরের লক্ষণ ও উপসর্গ :
১. সাধারণত কালাজ্বরের প্রধান লক্ষণ হলো অবিরাম জ্বর দিনে কমপক্ষে ২ বার বৃদ্ধি পায় ।
২. রোগীর অবস্থা নন টক্সিক বা বিষক্রিয়ামুক্ত থাকে ।
৩. জিহ্বা পরিষ্কার থাকে।
৪. পেটের কোনো সমস্যা থাকে না কিন্তু ক্ষুধা বৃদ্ধি পায় ।
৫. তিন সপ্তাহের দিকে প্লীহার বৃদ্ধি বুঝা যায় ।
৬. যকৃৎ কিছুটা বৃদ্ধি পায়। এমতাবস্থায় ম্যালেরিয়ার অ্যান্টিবায়োটিক খেলেও কোনো উপকার পাওয়া যায় না।
→ রোগ নির্ণয় : কমপ্লিমেন্ট ফিক্সেশন টেস্ট করে সিরাম পরীক্ষা করে রক্তে সিএফটি ফর কালাজ্বর বা অস্থিমসজ্জা করলে বিশেষ করে বক্ষস্থিত স্টারনাম টিবিয়া বা ইলিয়াস হতে মজ্জা নিয়ে পরীক্ষা করলে এলডিবডি বা কালাজ্বর জীবাণু পাওয়া যায় ।
সিরাম হতে অ্যালডিহাইড ও চোপড়া টেস্ট করা যায়। তবে এগুলো তিন মাসের পূর্বে Positive পাওয়া যায় ।
উপসংহার : পরিশেষে বলা যায় যে, কালাজ্বর থেকে অবশ্যই আমাদের মুক্ত থাকতে হবে নতুবা শারীরিক সক্ষমতা হারাতে বাধ্য।
ইউরিয়া স্টিরামিন এবং সোডিয়াম স্টিবোল্লুকোনোট ইনজেকশন দ্বারা এ রোগের চিকিৎসা করা হয়। মূলত এ দুটি ঔষধই পেন্টাভ্যালেন্ট অ্যান্টিমনি সমৃদ্ধ ।
আর্টিকেলের শেষকথাঃ কালাজ্বর কী | কালাজ্বর কেন হয় | কালাজ্বরের লক্ষণ গুলো কি
আমরা এতক্ষন জেনে নিলাম কালাজ্বর কী | কালাজ্বর কেন হয় | কালাজ্বরের লক্ষণ গুলো কি । যদি তোমাদের আজকের এই পড়াটিটি ভালো লাগে তাহলে ফেসবুক বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে পারো। আর এই রকম নিত্য নতুন পোস্ট পেতে আমাদের আরকে রায়হান ওয়েবসাইটের সাথে থাকো।