জিয়াদাতুল্লাহ কর্তৃক সিসিলির বিরুদ্ধে প্রেরিত অভিযান সম্পর্কে লিখ
আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে বিষয় হলো জিয়াদাতুল্লাহ কর্তৃক সিসিলির বিরুদ্ধে প্রেরিত অভিযান সম্পর্কে লিখ জেনে নিবো। তোমরা যদি পড়াটি ভালো ভাবে নিজের মনের মধ্যে গুছিয়ে নিতে চাও তাহলে অবশ্যই তোমাকে মনযোগ সহকারে পড়তে হবে। চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা জেনে নেই আজকের জিয়াদাতুল্লাহ কর্তৃক সিসিলির বিরুদ্ধে প্রেরিত অভিযান সম্পর্কে সংক্ষেপে বর্ণনা কর।
জিয়াদাতুল্লাহ কর্তৃক সিসিলির বিরুদ্ধে প্রেরিত অভিযান সম্পর্কে লিখ |
জিয়াদাতুল্লাহ কর্তৃক সিসিলির বিরুদ্ধে প্রেরিত অভিযান সম্পর্কে লিখ
উত্তর : ভূমিকা : নবম শতকে মধ্য ইউরোপ ও সিসিলিতে মুসলিম বিজয়ের নেতৃত্ব দিয়েছিল আঘলাবী বংশ। আঘলাবী শাসক জিয়াদাতুল্লাহ সিসিলি বিজয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। জিয়াদাতুল্লাহ সিসিলি বিজয়ের কারণে ইতিহাস তথা ইসলামের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে আছেন।
জিয়াদাতুল্লাহ কর্তৃক সিসিলির বিরুদ্ধে প্রেরিত অভিযান : জিয়াদাতুল্লাহ ছিলেন অত্যন্ত দক্ষ, বিচক্ষণ ও প্রতিভাবান শাসক । আঘলাবী জিয়াদাতুল্লাহ রাজ্য বিস্তারে যথেষ্ট মনোযোগী ছিলেন। এই কারণে তিনি সেনাছাউনি নির্মাণ ও সেনাবাহিনীর উন্নতি সাধন করেন।
৮২৭ সালে সাইরোকিউজের ইউফেমিয়াস নামক এক ব্যক্তি বাইজান্টাইনের বিদ্রোহী শাসকের বিরুদ্ধে অভিযোগ করে আঘলাবীয় দরবারে সাহায্য প্রার্থনা করে। এই সুযোগ আঘলাবী শাসক জিয়াদাতুল্লাহ সিসিলি অভিযানের পরিকল্পনা করেন।
তার পরিকল্পনা অনুযায়ী কাজী আসাদ ইবনে ফুরাতের নেতৃত্বে এক বিশাল সৈন্য বাহিনী নিয়ে সিসিলি অভিমুখে যাত্রা শুরু করেন। তার বাহিনীতে দশ হাজার সৈন্য, ৭০টি যুদ্ধ জাহাজ এবং ৭০০টি ঘোড়া ছিল। জিয়াদাতুল্লাহর সৈন্যবাহিনী মাজারায় প্রথমে বিজয়াভিযান শুরু করেন। অতি অল্প সময়ের মধ্যে তারা সিসিলি বহু দ্বীপ দখল করতে সক্ষম হয়েছিলেন।
এ সময় মহামারী রোগ চরম আকার ধারণ করে এবং ইউফেমিয়াসের মৃত্যুর জন্য সমগ্র সিসিলি জয় করতে বিলম্ব হয়। অতঃপর ৮৩১ সালে রাজধানী পালেরমো অধিকার করেন। পালেরমো দখল করার পর ৮৪৩ মেসিনা এবং ৮৭৮ সালে সাইরাকিউজ দখল করার মাধ্যমে মুসলমানদের আধিপত্য প্রতিষ্ঠিত হয়।
উপসংহার : পরিশেষে বলা যায় যে, আঘলাবীয়দের দ্বারা সিসিলি বিজয় ছিল একটি উল্লেখযোগ্য ঘটনা। সিসিলি অভিযানের কৃতিত্বের দাবিদার ছিলেন আঘলাবীয় শাসক জিয়াদাতুল্লাহ। এ অভিযান ভূরাজনৈতিক ও সামরিক দিক থেকে এর ফলাফল ছিল অত্যন্ত সুদূরপ্রসারী।
আর্টিকেলের শেষকথাঃ জিয়াদাতুল্লাহ কর্তৃক সিসিলির বিরুদ্ধে প্রেরিত অভিযান সম্পর্কে সংক্ষেপে বর্ণনা কর
আমরা এতক্ষন জেনে নিলাম জিয়াদাতুল্লাহ কর্তৃক সিসিলির বিরুদ্ধে প্রেরিত অভিযান সম্পর্কে সংক্ষেপে বর্ণনা কর । যদি তোমাদের আজকের এই পড়াটিটি ভালো লাগে তাহলে ফেসবুক বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে পারো। আর এই রকম নিত্য নতুন পোস্ট পেতে আমাদের আরকে রায়হান ওয়েবসাইটের সাথে থাকো।