Currency pair কি না জেনে থাকলে এখনি জেনে নিন

আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা। আশা করি আলাহর রহমতে সবাই ভালো আছেন। যাইহোক আপনারা নিত্য নতুন পোষ্ট পেতে আমাদের আরকে রায়হান ভিজিট করেন সেজন্য আপনাকে স্বাগতম জানাই।

Currency pair কি না জেনে থাকলে এখনি জেনে নিন
Currency pair কি না জেনে থাকলে এখনি জেনে নিন

হ্যালো বন্ধুরা আমি আরকে রায়হান আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব Currency pair কি সম্পর্কে। আশা করি আমাদের আজকের এই আরটিকেল টি আপনাদের ভালো লাগবে।

মুদ্রাজোড়া বা Currency pair কিঃ-

সাধারণত Forex trading এর ক্ষেত্রে দুটি ভিন্ন মুদ্রা একই সাথে জোড়া আকারে থাকে । ভিন্ন দুটি মুদ্রার একত্রে থাকার বিষটিকে মুদ্রা জোড়া বা Currency pair বলে । 

Forex trading-এ সাধারণত সবগুলো মুদ্রাই জোড়া আকারে থাকে । এবং প্রতিটি জোড়ার মুদ্রা গুলো একে অপরের সাথে ক্রয়-বিক্রয় হয়ে থাকে। 

যেমন EUR/USD – EUR / US Dollar অর্থাৎ আপনি যদি EUR/USD নিয়ে ট্রেড করেন তবে আপনার মুদ্রা ক্রয়-বিক্রয় হবে EUR এবং USD-এর মধ্যে ।

Currency pair কিঃ 

Forex trading-এর ক্ষেত্রে যে মুদ্রাগুলো US Dollar-এর সাথে যুক্ত হয়ে জোড়া বা pair তৈরি করে তাদেরকে Central Currency বলা হয় । এবং এই Currency গুলো সবচাইতে বেশি জনপ্রিয় । নিচে Central Currency গুলো দেয়া হলোঃ

EUR/USD - EURO/US Dollar

GBP/USD British pound/US Dollar 

USD/JPY-US Dollar/ Japanese Yen 

USD/CHF-US Dollar/Swim France 

USD/CAD-US Dollar/Canadian Dollar 

AUD/USD Australian Dollar/US Dollar 

NZD/USD-Nuzeeland Dollar/US Dollar

উক্ত Currency গুলোর মধ্যে সবচাইতে বেশি জনপ্রিয় pair হচ্ছে EUR/USD—EURO/ US Dollar

Cross Currency 

Central Currency ব্যতীত বাকী সবগুলো মুদ্রা জোড়াই Cross Currency । অর্থ্যাৎ US Dollar ব্যতীত যে মুদ্রা জোড়াগুলো আছে সেগুলোকে Cross Curren cy বলা হয় । নিচে Cross Currency গুলো দেয়া হলোঃ

EUR/JPY EURO/Japanese Yen 

EUR/GBP EURO/British pound 

EURO/CHF EURO/Swiss France 

EURO/AUD EURO/Australian Dollar 

GBP/CHF-British pound/Swiss France 

CAD/JPY Canadian Dollar/Japanese 

Yen CHF/JPY-Swiss France/ Japanese 

Yen AUD/JPY-- Australian Dollar/ Japanese Yen

AUD/CAD-- Australian Dollar/Canadian Dollar

AUD/CHF- Australian Dollar/Swiss France 

AUD/NZD Australian Dollar/Nuzeeland Dollar 

NZD/JPY-Nuzeeland Dollar/Japanese Yen

GBP/JPY- British pound/Japanese Yen 

GBP/AUD- British pound/Australian Dollar 

EUR/AUD--- EURO/Australian Dollar 

EUR/NZD--- EURO/Nuzeeland Dollar

EUR/CAD--- EURO/Canadian Dollar

উক্ত জোড়া গুলোতেও আপনি চাইলে ট্রেড করতে পারেন । তবে নিচে কিছু জোড়া দেয়া হলো । এই জোড়া গুলোতে ট্রেড করা ঠিক হবে না । জোড়া গুলো হলোঃ

USD/TRY-US Dollar/The Turkish lira 

EUR/TRY-EURO/The Turkish lira 

USD/ZAR-US dollar/South Africa rand 

USD/MXN-US Dollar/Mexican peso

USD/SGD-US Dollar/Singapore Dollar

উক্ত জোড়ার মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয় হলো Central Currency pair গুলো। অর্থাৎ US Dollar এর সাথে pair তৈরি করা প্রথম সারির মুদ্রাগুলো । 

তবে Central Currency এর মুদ্রা জোড়া গুলোর মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয় pair হলো EUR/USD । নতুন এবং পুরাতন ট্রেডারদের কাছে এটি খুবই জনপ্রিয় । 

আপনারা যারা নতুন তারা অবশ্যই EUR/USD Currency pair দিয়ে ট্রেড শুরু করবেন । এছাড়া GBP/USD দিয়েও করতে পারেন । 

অবশ্য আপনি চাইলে Central Currency এর যে কোন একটি pair নিয়ে শুরু করতে পারেন তবে যে Currency pair নিয়েই ট্রেড করেন না কেন আগে অবশ্যই ঐ pair-এর প্রাইস History দেখে নিবেন । 

প্রাইস History মানে হচ্ছে এই pair-এর দাম সর্বোচ্চ কত উঠেছিল সর্বোনিম্ন কত নেমেছিল, বর্তমান অবস্থা কোথায়, এবং প্রাইস কেমন উঠা-নামা করে ইত্যাদি । আমরা পরবর্তীতে দেখাবো কিভাবে দেখতে প্রাইস History হয় ।

এছাড়াও গোল্ড এবং সিলভার এর সাথে US Dollar যুক্ত হয়ে জোড়া তৈরি করে । এগুলোও অনেক জনপ্রিয় তবে নতুন ট্রেডারদের এই pair গুলোতে ট্রেড না করাই ভালো ।

XAU/USD — Gold / US Dollar

XAG/USD------ Silvar / US Dollar

আর্টিকেলের শেষকথাঃ Currency pair কি

আমরা এতক্ষন জেনে নিলাম Currency pair কি। আশা করি আমাদের আজকের এই আরটিকেল টি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে এখনি বন্ধুদের সাথে শেয়ার করে দিন । আর এই রকম নিত্য নতুন আরটিকেল পেতে আমাদের আরকে রায়হান ওয়েবসাইট টি ভিজিট করুন

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
আরও পড়ুনঃ
আরও পড়ুনঃ