Base currency এবং counter currency কি
আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা। আশা করি আলাহর রহমতে সবাই ভালো আছেন। যাইহোক আপনারা নিত্য নতুন পোষ্ট পেতে আমাদের আরকে রায়হান ভিজিট করেন সেজন্য আপনাকে স্বাগতম জানাই।
Base currency এবং counter currency কি |
হ্যালো বন্ধুরা আমি আরকে রায়হান আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব Base currency এবং counter currency কি সম্পর্কে। আশা করি আমাদের আজকের এই আরটিকেল টি আপনাদের ভালো লাগবে।
Base currency এবং counter currency কি
Forex trading-এ সাধারণত মুদ্রাগুলো জোড়া আকারে থাকে । প্রত্যেক জোড়ের মধ্যে দুটি ভিন্ন মুদ্রা থাকে । এই দুটি মুদ্রার প্রথমটিকে বলা হয় Base currency এবং পরের মুদ্রাটিকে বলা হয় counter currency বা quote currency ।
যেমন :- EUR/USD -> Euro/US Dollar
উক্ত currency দুটির প্রথমটি হচ্ছে Base currency ।
যেমন :- EUR/USD -> Euro/US Dollar
এখানে EURO হচ্ছে Base currency। এবং দ্বিতীয় হচ্ছে counter currency । যেমন এখানে US Dollar counter currency
আপনি যদি EUR/USD মুদ্রা জোড়াকে বেছে নেন ট্রেড করার জন্য এর অর্থ হচ্ছে আপনার মুদ্রা বিনিময় Euro এবং US Dollar এর মধ্যে ।
Currency Value বা মুদ্রার মান
Forex trading-এ সাধারণত মুদ্রাজোড়ার মান দেয়া থাকে । এই মান দেয়া থাকে EUR/USD=1.4621 এই ভাবে । এবং Forex trading এর ক্ষেত্রে প্রত্যেক মুদ্রা জোড়ার Base currency এর মান 1 ।
যেমন এখানে
EUR/USD - 1.4621
এর অর্থ হলো 1 EURO = 1.4621 US Dollar
আবার যেমন এখানে USD / CAD – 1.0188 এর অর্থ হলো 1 US Dollar=1.0188 Canadian dollar
সাধারণত মুদ্রাজোড়ার price যদি বাড়তে থাকে তার মানে হচ্ছে Base currency-এর মান বাড়ছে আর counter currency- এর দাম কমছে । আবার যদি মুদ্রা জোড়ার price-কমতে থাকে এর অর্থ হলো counter currency-এর দাম বাড়ছে এবং Base currency-এর দাম কমছে ।
যেমন ধরুন এখানে, EUR/USD - 1.4621 থেকে বেড়ে যদি EUR/USD-1.4626 হয় বা আরো বাড়ছে তার মানে হলো EUR এর দাম বাড়ছে আর USD-এর দাম কমছে
আবার যদি EUR/USD--1.4621 থেকে কমে EUR/USD—1.4616 হয় বা আরো কমতে থাকে এর অর্থ হল USD-এর দাম বাড়ছে এবং EUR-এর দাম কমছে ।
Bid price এবং Ask price কি
Forex trading-এর ক্ষেত্রে প্রতিটি currency জোড়ার দুটি মান থাকে । যেমন EUR/USD 1.4649 / 1.4651
এই মান দুটির প্রথমটিকে বলা হয় Bid price এবং পরের টিকে বলা হয় Ask price । এখানে Bid price-হচ্ছে সেই price যা আপনার Base currency এর Sell price
এবং Ask price হচ্ছে সেই price যা আপনার Base currency এর Buy price
অর্থাৎ আপনি যখন Base currency Sell করবেন তখন আপনার Sell price হবে Bid price এই Bid price-ই মূলত মুদ্রাজোড়ার current price । Base currency আবার আপনি যখন Base currency Buy করবেন তখন আপনার Buy price হবে Ask price
যেমন ধরুন, EUR/USD--1.4649 / 1.4651 price-এ আপনি যদি Sell- এ ধরে ট্রেড open করেন তাহলে আপনার Sell price হবে Bid price বা 1.4649 । এবং আপনি যদি Buy-এ ধরে ট্রেড open করেন, তাহলে আপনার Bid price হবে Ask price বা 1.4651 ।
আর্টিকেলের শেষকথাঃ Base currency এবং counter currency কি
আমরা এতক্ষন জেনে নিলাম Base currency এবং counter currency কি। আশা করি আমাদের আজকের এই আরটিকেল টি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে এখনি বন্ধুদের সাথে শেয়ার করে দিন । আর এই রকম নিত্য নতুন আরটিকেল পেতে আমাদের আরকে রায়হান ওয়েবসাইট টি ভিজিট করুন