আমূল নারীবাদের বৈশিষ্ট্যসমূহ কী কী
আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে বিষয় হলো আমূল নারীবাদের বৈশিষ্ট্যসমূহ কী কী জেনে নিবো। তোমরা যদি পড়াটি ভালো ভাবে নিজের মনের মধ্যে গুছিয়ে নিতে চাও তাহলে অবশ্যই তোমাকে মনযোগ সহকারে পড়তে হবে। চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা জেনে নেই আজকের আমূল নারীবাদের বৈশিষ্ট্যগুলো উল্লেখ কর।
আমূল নারীবাদের বৈশিষ্ট্যসমূহ কী কী |
আমূল নারীবাদের বৈশিষ্ট্যসমূহ কী কী
- অথবা, আমূল নারীবাদের বৈশিষ্ট্যগুলো উল্লেখ কর।
- অথবা, আমূল নারীবাদের বৈশিষ্ট্য সমূহ তুলে ধর।
উত্তর : ভূমিকা : ষাটের দশকের অত্যন্ত জনপ্রিয় মতবাদ হলো আমূল নারীবাদ। যাতে সমাজের নারী অধস্তনতার বিষয়টিকে একেবারে ভিন্নভাবে ব্যাখ্যা করা হয়েছে। আমূল নারীবাদে নারী অধস্তনতার কারণ হিসেবে নারী ও পুরুষের জৈবিক সম্পর্কের ফলকে চিহ্নিত করা হয়েছে।
আমূল নারীবাদের মূল কথা হলো পুরুষ নারীকে শোষণ করে লৈঙ্গিক নিপীড়নের মাধ্যমে আমূল নারীবাদ নারী অধিকার আদায়ে যে গণজোয়ার ও আন্দোলনের সূত্রপাত ঘটায় তা কতগুলো বৈশিষ্ট্যের মধ্য দিয়ে প্রতিফলিত হয়ে থাকে। যেমন :
১. আমূল নারীবাদ নারীর অধস্তনতার মূল কারণ হিসেবে Sex-কে চিহ্নিত করে ।
২. Sex ভিত্তিক শ্রম বিভাজন পুঁজিবাদকে সংরক্ষণ করে।
৩. জৈবিক মাতৃত্বের প্রাতিষ্ঠানিক রূপ এই মতবাদে প্রতিফলিত হয়।
৪. নারীর যৌন জীবন ও প্রজনন ক্রিয়ার ওপর নারীর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা।
৫. জৈবিক মাতৃত্ব তথা পরিবার প্রথার বিলুপ্তি চায় আমূল নারীবাদ ।
৬.Sex স্বাধীনতা অর্জনে সমকামী প্রথায় বিশ্বাসী।
৭. প্রচলিত বৈবাহিক প্রতিষ্ঠান বা প্রথার অস্বীকার
৮. উন্নত প্রযুক্তির সহয়তায় নারীর সন্তান জন্মদান নিয়ন্ত্রণ
৯. জৈবিক মাতৃত্বের স্থলে সামাজিক মাতৃত্বের প্রতিষ্ঠা
১০. নারী-পুরুষের সমতার ভিত্তিতে উভয়লিঙ্গ সমাজ প্রতিষ্ঠা প্রভৃতি ।
উপসংহার : পরিশেষে বলা যায় যে, সমতার স্লোগান নিয়ে আসা উদার নারীবাদ নারীদের কাঙ্ক্ষিত সাফল্য দিতে ব্যর্থ হলে। নারী অধিকার আদায়ে সম্পূর্ণ ভিন্ন মত নিয়ে আবির্ভূত হয় আমূল নারীবাদ ।
তারা পিতৃতন্ত্রের শিকল ভাঙতে নারীর যৌন স্বাধীনতার দাবি উত্থাপন করে এবং যে জৈবিক মাতৃ ত্ব নারীকে গৃহাভ্যন্তরে থাকতে বাধ্য করে তাকে সামাজিক মাতৃত্বের রূপদানের মাধ্যমে নারী মুক্তির কামনা বা সমতাভিত্তিক সমাজ প্রতিষ্ঠার স্বপ্ন দেখে।
আর্টিকেলের শেষকথাঃ আমূল নারীবাদের বৈশিষ্ট্য সমূহ তুলে ধর
আমরা এতক্ষন জেনে নিলাম আমূল নারীবাদের বৈশিষ্ট্যসমূহ কী কী। যদি তোমাদের আজকের এই পড়াটিটি ভালো লাগে তাহলে ফেসবুক বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে পারো। আর এই রকম নিত্য নতুন পোস্ট পেতে আমাদের আরকে রায়হান ওয়েবসাইটের সাথে থাকো।